হাইতি: ল কাপ হাইতিয়ান কিছু সংবাদ প্রেরণ করেছে

১৩ জানুয়ারি বুধবার, দিনটি ছিল হাইতিতে ৭.০ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পের পরের দিন। এই ভূমিকম্প হাইতিতে এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করে। রাডিও কিসকেয়া ঘোষণা দেয় যে, তারা যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা দুর করার ক্রমাগত চেষ্টা করে যাবে, যা এই দ্বীপরাষ্ট্রটি ক্রমাগত মোকাবেলা করে যাচ্ছে [ফরাসী ভাষায়]

Aucune station de radio ni de télévision n’est disponible en Haïti ce matin. Le local de Radio Kiskeya est endommagé. Le système téléphonique est hors service.

আজ সকাল পর্যন্ত হাইতির কোন রেডিও বা টিভি স্টেশন চালু করা সম্ভব হয়নি। রাডিও কিসকেয়ার কর্মস্থল ধ্বংস হয়ে গেছে। টেলিফোন যোগযোগ ব্যবস্থা কোন কাজ করছে না।

তবে হাইতির ব্লগ ল কাপ হাইতিয়ান, ল রজ্যুই সিটাডেল যখন এই বিপর্যয় ঘটে সেই সময় ১২ তারিখ মঙ্গলবারের মধ্যে তারা সংবাদ প্রকাশ করতে সমর্থ হয়। এখানে ব্লগারদের প্রতি উত্তর রয়েছে, যেখানে পরিস্থিতি সম্বন্ধে একজন উদ্বিগ্নতা প্রকাশ করেছে [ফরাসী ভাষায়]:

Nous attendons des nouvelles de Port-au-Prince. C'est le pays tout entier qui souffre de la situation à la capitale. Chaque famille à au moins un parent à Port-au-Prince et les nouvelles sont très mauvaises.

পোর্ট-অ-প্রিন্স থেকে আমরা সংবাদ আশা করছি। রাজধানী শহরে যা ঘটেছে তাতে পুরো দেশ ভুগছে। প্রত্যেক পরিবারের অন্তত একজন আত্মীয় পোর্ট-অ-প্রিন্সে বাস করে এবং সেখানকার সংবাদ ভাল নয়।

সেদিনের শূরুতে, ল রজ্যুই সিটাডেল একটি লেখা পোস্ট করে। এর শিরোনাম “নুয়েভ দেপুজে কারেফোর” (কারেফোর থেকে পাঠানো সংবাদ)। এই লেখায় প্যাট্রিক জীন বাপ্তিস্তা পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছেন। তিনি অসহায় প্রতিবেশীদের কথা তার বর্ণনায় তুলে ধরেন:

Grande désolation à Carrefour, plusieurs maisons effondrées dont des bâtiments publics comme le Collège Catherine Flon.

কারেফোরের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এর মধ্যে কলেজ ক্যাথেরিন ফ্লোনের মত গণভবনও রয়েছে।

তিনি প্রমাণ দেখিয়েছেন যে যোগাযোগ করার জন্য লোকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি যে সমস্ত এলাকা খুব বেশি দুরে নয়, সেখানে যেতেও সমস্যা হচ্ছে:

Elles tentent même de joindre leurs proches dans d'autres quartiers de Port-au-prince, sans succès en raison des problèmes de communication. Ce qui ajoute à leurs inquiétudes déjà grandes.

তারা [কারেফোরের কর্মীরা] তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যারা পোর্ট-অ-প্রিন্সের অন্য এলাকায় থাকে। যোগাযোগ ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সফলতা দেখা যায়নি। যার ফলে তা পরিস্থিতিকে আরো জটিল অবস্থায় ফেলে দিয়েছে।

সবকিছু চলতে শুরু করেছে শুরু করেছে, প্যাট্রিক জীন বাপ্তিস্তা অসীম আগ্রহে এমন পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন। এর কারণ অবশ্যই বোঝা যায়:

Il serait temps de tout faire pour rétablir les liaisons téléphoniques et faire parvenir de l'aide à Carrefour qui est gravement touchée.

টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ঠিক করার এটাই গুরুত্বপূর্ণ সময় এবং কারেফোরে সহায্য প্রবেশ করা জরুরি, কারণ ভূমিকম্প এখানে বেশ কয়েক বার আঘাত হেনেছে।

দিনের শুরুতে রজ্যুই সিটাডেল বেশ কিছু ছবি ছাপে যেগুলো ভূমিকম্পের পর পোর্ট-অ-প্রিন্সের উপর তোলা প্রথম ছবি।

পরে বুধবারে, ব্লগার পেতিওনাভিয়ে/ডেলমাসের এক বাসিন্দার বিবরণ প্রকাশ করে। এই ব্যক্তির নাম আলেকজান্ডার। যার উপসংহার পরিস্থিতিকে সংক্ষিপ্ত আকারে পরিষ্কারভাবে তুলে ধরে [ফরাসী ভাষায়]:

On doit avoir les nerfs très solides pour assister au peu que j'ai vu.

সেদিন যে ঘটেছিল তা দেখার মত শক্তি লোকদের ছিল না বললেই চলে।

ঘটনার পরে আলেকজান্ডার এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল। তার উদ্দেশ্য ছিল তার কিছু বন্ধুকে খুঁজে বের করা। সে বলছে [ফরাসী ভাষায়]:

Jusqu'a présent pas de nouvelles de Michel Guerrier qui était coincé dans le building de la Dinasa au bas de delmas, ils étaient 8 a y être coincés, six ont pu être dégagés, a 2h am Michel et un autre étaient toujours coincés à l'intérieur et communiquaient par coups avec les sauveteurs.

এখন পর্যন্ত মাইকেল গুয়েরিয়র–এর কোন সন্ধান নেই। সে ডেলামাসের পাশে ডিনাসা ভবনে আটকে গিয়েছিল। সেখানে ৮ জন মানুষ আটকে আছে। এদের মধ্যে ছয়জনকে বের করে আনা হয়েছে। বেলা ২টা পর্যন্ত মাইকেল এবং আরেকজন সেখানে আটকা পড়েছিল। সে দেওয়ালে বাড়ি মেরে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল।

তবে তিনি কিছু ভালো সংবাদও শুনিয়েছেন:

Le centre de Pétion- Ville n'a pas subi de grand dommages, presqu'intact à part quelques maisons. Galerie Rivoli et d'autres immeubles semblent intacts.

পেতিওনাভিয়ের কেন্দ্রিয় অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।কয়েকটি ভবন ছাড়া এর পুরো অংশ অক্ষত রয়েছে। গালেরিয়ে রিভোলি এবং অন্যান ভবনও মনে হচ্ছে অক্ষত রয়েছে।

অবশেষে, সেদিনের শেষ বেলায় রজ্যুই সিটাডেল ছড়িয়ে দিয়েছিল এক ডাক্তারের পরামর্শ । তিনি আন্তর্জাতিক মানবিক সাহায্যের অপেক্ষা না করে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্বীপের অন্য হাসপাতালে নিয়ে যাবার প্রদান করেন:

Envoyez les blessés dans le nord et dans tous les autres centres disponibles. Nous sommes prêts à les servir. Je pense que la majorité des médecins de ce pays pensent la même chose que moi. Nous avons été formés dans ce pays, par les ressources de ce pays, donnez nous les médicaments et les matériels nécessaires pour que nous puissions servir.

আহত ব্যক্তিদের উত্তরে এবং দেশের অন্য যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। তাদের যত্ন নেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি মনে করি দেশের বেশিরভাগ ডাক্তার আমার মতই ভাবছে। আমরা এই দেশেই যা সম্পদ ছিল তার সাহায্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি। আমাদের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি দিন, যাতে আমরা সাহায্য করতে পারি।
হাইতির ভূমিকম্পের উপরে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসে-এর বিশেষ পাতা এখানে রয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .