গ্লোবাল ভয়েসেস নির্বাচিত লেখক: লায়াল আল খাতিব

লেবানীজ ব্লগার লায়াল আল খাতিব ‘নাইট এস’ ছদ্মনামেও পরিচিত। এই সাইবার কর্মী নিশ্চিত করতে চান যে আরবীসহ যেসব ভাষা ডান থেকে বাম দিকে পড়া হয় (রাইট টু লেফ্ট বা আরটিএল), সেগুলো কম্পিউটার স্ক্রীনে দেখার সময়ে যেন সঠিক এবং আকর্ষণীয় লাগে। তার বর্তমান একটা প্রকল্প আরটিএল দিস, যার লক্ষ্য হচ্ছে:

এই সাইটটি জোর দেবে কিভাবে কোন কিছুকে আরটিএলে (ডান থেকে বামে) প্রদর্শন করা যায়। মূলত ওয়েবে প্রকাশিত লেখার উপরে জোর দেয়া হবে। আমরা ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ব্লগার, জুমলা বা অন্য যেকোন এইচটিএমেল/সিএসেস নির্ভর ওয়েবপেজ টেম্পলেটকে আরটিএল এর উপযোগী করতে চাই। এছাড়াও কিছু অনলাইন সার্ভিস যেসব উইজেট বা ব্যাজেট এর সেবা দিয়ে থাকেন তাদেরকেও হয়ত আপনি ‘আরটিএল’ এ রুপান্তর করতে চাইবেন।

তিনি স্বেচ্ছাসেবী অনুবাদক হিসেবে গ্লোবাল ভয়েসেস আরবীর সাথে সক্রিয় ভাবে জড়িত আর সম্প্রতি তার উপাধির তালিকায় গ্লোবাল ভয়েসেস এর লেখকের নাম জুড়েছেন।

এর সাথে, লায়াল ২য় আরব ব্লগারদের মিটিং এ গিয়েছিলেন যা তার শহর বৈরুতে অনুষ্ঠিত হয়। এই সমাবেশটির সহ-উদ্যক্তা ছিল গ্লোবাল ভয়েসেস।

তিনি তার ব্যক্তিগত ব্লগ লেবানিজ নাইটসে সক্রিয় ভাবে লেখেন, যেখানে তিনি সম্প্রতি প্রকাশ করছেন আঞ্চলিক প্রকল্প কোলেন লায়লাতে তার অবদানের কথা, আর টুইটার আকাউন্ট @নাইটসে তিনি নিয়মিত খবর জানান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .