গ্লোবাল ভয়েসেস নির্বাচিত লেখক: হিশাম

ফ্রান্সে একজন চিকিৎসক হিসেবে কর্মরত “হিশাম” (হিশাম খ্রীবচি) ‘টক মরোক্কো’ নামের এক সাইটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এই সাইটের উদ্দেশ্য এক ফোরাম বা সভা তৈরি, যেখানে বুদ্ধিমত্তা, উন্মুক্ত মানসিকতা এবং সৎ বিতর্কের চর্চা করা হয়। বিভিন্ন বিষয়ের উপর এইসব বিতর্ক হয় মরোক্কোর ভেতর এবং এর বাইরে বাস করা ব্যক্তিদের নিয়ে।

এর বাইরেও তিনি তার নিজের ব্লগ দি মিরর-এর লেখক। হিশাম গ্লোবাল ভয়েসেস অনলাইনের কন্ট্রিবিউটর বা প্রদায়ক। সেখানে তিনি ২০০৯ সাল থেকে মরোক্কোর বিভিন্ন বিষয়ের উপর লিখে থাকেন। এ ছাড়াও তাকে @হিশাম_জি নামক টুইটার ঠিকানায় পাওয়া যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .