পোল্যান্ড: ব্লগ তার বিষয়ের জন্য অর্থ দাবি করছে

পোলিশ প্রথম সারির ব্লগের পাঠকরা অবাক হতে পারেন তাদের প্রিয় ব্লগে নতুন একটা অভ্যর্থনা বার্তা দেখে: যেখানে ঘোষণা করা হয়েছে যে, ডিসেম্বর ১৪, ২০০৯ থেকে শুরু করে এই ব্লগে প্রবেশাধিকার আর বিনামূল্যে না।

এই নতুন বার্তা পাঠকদের তিনটি বিকল্প দিয়েছে:

১) ৫ পোলিশ মুদ্রা + ভ্যাট = দিনের প্রবেশাধিকারের জন্য (প্রায় ১.২৫ ইউরো)

২) ৯ পোলিশ মুদ্রা + ভ্যাট = পুরো মাসের প্রবেশাধিকারের জন্য (প্রায় ২.১ ইউরো)

অথবা

৩) ওয়েবসাইট থেকে বেরিয়ে যান

পুরো ব্যাপারটা পোলিশ পাঠকদের জন্য খুব বড় বিস্ময় এবং প্রায়ই বিয়োগান্তক সমাধান ডেকে আনে যখন পাঠকরা ঠিক করে ফেলেন আর তাদের সিদ্ধান্ত জানান তিনটির মধ্যে যে কোন একটা বিকল্পে ক্লিক করে। এর পরে দ্বিতীয় একটা স্ক্রীন আসে পাঠকদের ধন্যবাদ জানিয়ে… বিশেষ একটা সার্ভে তে অংশগ্রহনের জন্য, আর ফলাফল দ্রুত পোস্ট করা হবে এই কথা দিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ এজেন্সি অতেন্টিকা এর পেছনে রয়েছে।

কিন্তু অনেক মানুষ কোন কিছু ক্লিক না করেই ওয়েবসাইট ত্যাগ করার সিদ্ধান্ত নেন, যার ফলে ব্লিপের মতো পোলিশ মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এ প্রচেষ্টা নিয়ে মন্দ মন্তব্য দেখা যায়।

এর পিছনে সম্ভাব্য বাণিজ্যিক সম্ভাবনা সত্ত্বেও, এটা প্রথম বার যে একটা প্রতিষ্ঠান এত গুলো গুরুত্বপূর্ণ আর বহু পঠিত ব্লগারদের একত্র করতে সমর্থ হয়েছে (আমরা ছয়জনকে গুনেছি)।

গ্লোবাল ভয়েসেস এই মজাদার বাণিজ্যিক প্রচারণা গুলো মনিটর (যাচাই) করবে আর জরীপের ফলাফলও প্রকাশ করবে, যখনই সেটা প্রকাশিত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .