আর্জেন্টিনা: পোমার পরিবারে ঘটা বিয়োগান্তক ঘটনা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো বেশ বড় করে উল্লেখ করে পোমার পরিবারে হারিয়ে যাবার ঘটনা। গত ১৪ই নভেম্বর, ফেরনান্ডো পোমার ও তার স্ত্রী গ্যাব্রিয়েল ভিয়াগ্রাম এবং তাদের দুই সন্তান কান্দেলারিয়া ও পিলার, পারগামিনো শহরের রাস্তায় গাড়িতে করে ভ্রমণ করছিল। পারগামিনো শহর দেশটির রাজধানী বুয়েনোস আয়ার্স থেকে ২২০ কিলোমিটার দুরে অবস্থিত। একটি টোল বা শুল্ক তোলার স্থান পার হবার পর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ এবং প্রচার মাধ্যম উভয়ে এই হারিয়ে যাওয়া পরিবার সম্বন্ধে বিভিন্ন ধারণা প্রদান করছিল। এই সব ধারণার মধ্যে ছিল খুনী হিসেবে এই পরিবারের প্রধান ফার্নার্ন্ডো পোমারকে অভিযুক্ত করা। তাকে এই পরিবারের নিহত হবার জন্য দায়ী করা হয় এবং পরিবারিক এক খুনের ঘটনায় তাকে সম্ভাব্য খুনী হিসেবে বিবেচনা করা হয়।

গত ৮ ডিসেম্বর, পারগামিনো শহরের এক রাস্তার পাশে গাড়িটি উল্টানো অবস্থায় পাওয়া যায়। সংবাদপত্র এল ক্লারিন [স্প্যানিশ ভাষায়] জানায়, পরিবারের সকল সদস্যকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায় মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা: গাড়িটি একটি বাঁক পার হতে না পেরে উল্টে যায়। রাস্তার পাশের জমি এড়াতে গিয়ে এই অবস্থার সৃষ্টি হতে পারে যা শীঘ্রই জানা যাবে।

পুলিশের এই রহস্য উদ্ঘাটন শেষে, আর্জেন্টিনার নেট নাগরিকরা মূলত: দু'টি বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথমটি হচ্ছে পুলিশের অদক্ষতা। টুইটারে “#পোমার” [স্প্যানিশ ভাষায়] হ্যাসটাগে -এ খুঁজে যে কেউ আবিষ্কার করতে পারে যে বুয়েনোস আয়ার্স প্রদেশের পুলিশের এই রহস্য উদ্ঘাটনের অদক্ষতা নিয়ে প্রচুর মতামত এসেছে।

ব্যবহারকারী @লা_ডেসপিসটাডা [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:

La misma polícia que investigó el caso Pomar es la que lucha contra la inseguridad, protegiendonos???. #pomar

সেই একই পুলিশ যারা পোমারের ঘটনা তদন্ত করে দেখেছে, যারা নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই করে, তারাই আমাদের রক্ষার দায়িত্বে নিয়োজিত???# পোমার

একই সাথে ব্যবহারকারী ক্রিস্টিয়ান৪উক্স [স্প্যানিশ ভাষায়] বিষয়টি আমাদের জানাচ্ছে [স্প্যানিশ ভাষায়]:

la impotencia que me genera que la institución que nos brinda “seguridad” es tan corrupta e inepta #policía #pomar

এটা জানার মধ্যে দিয়ে এক নির্জীব অনুভূতি ঢুকে যায় তা হল, যে প্রতিষ্ঠান আমাদের নিরাপত্তা প্রদান করার কথা, সেটি দুর্নীতিবাজে ভরা এবং অযোগ্য #পোলিসিয়া# পোমার।

ব্লগার জেএসএকে-এসডিএই-র [স্প্যানিশ ভাষায়] পক্ষে বিশ্বাস করা কঠিন যে এই গাড়িটিকে খুঁজে বের করতে ২৪ দিন সময় লেগেছে:

Se sabe que el lugar es transitado, hay numerosos establecimientos cerca, que ¿nadie vio o sintió nada?. Me es muy difícil creerlo, 24 días son muchos días para que nadie vea ni sienta nada.

[পারগামিনোতে যাবার রাস্তা] এই রাস্তাটাকে অন্যতম এক ব্যস্ত রাস্তা হিসেবে জানা যায়, এর কাছে অনেকগুলো স্থাপনা রয়েছে। সেখানে কেউ কিছু দেখে নি বা কোন কিছু অনুভব করে নি? এটা বিশ্বাস করা কঠিন, ২৪ দিন ধরে কেউ কিছুই দেখে নি বা কোন কিছু অনুভব করে নি, এটা ভাবা সত্যিই খুব কঠিন।

ব্লগ সোয় মাস ডে লো মিসমো [স্প্যানিশ ভাষায়] এবং ভিসুয়ালমেন্তে [স্প্যানিশ ভাষায়] নিরাপত্তাহীনতার বিষয়ে আলোচনায় যোগ দিয়েছে।

অন্য যে মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল প্রচার মাধ্যমের দক্ষতা। টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ মাধ্যম উভয়ে এই পরিবার সম্বন্ধে সব রকমের তত্ত্ব তৈরি করেছে। মাগিয়া ক্রিটিকায় [স্প্যানিশ ভাষায়] আলেজান্দ্রো আগোসটিনেলি প্রচার মাধ্যমের কথা বলছে, যারা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এক “মানসিক বিকারকে” তুলে ধরেছে।

Parapsicólogos y videntes dijeron que estaban vivos. Ufólogos hablaron de teleportaciones. Expertos en casos policiales se ensañaron con el padre. O con el padre del padre. Ahora sabemos que la familia Pomar murió en un accidente de tránsito.

প্যারাসাইকোলজিস্ট (অধিমনোবিজ্ঞান) বা ক্লারিভিয়ন্টরা (যারা অস্বাভাবিক ঘটনা বা অতিপ্রাকৃত শক্তি নিয়ে কাজ করে) বলছেন যে গাড়ীর আরোহীরা এখনও জীবিত। ইউফোলজিস্ট বা (ইউএফও ) রহসম্যয় উড়ন্ত বস্ত নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছে যে তাদের টেলিপোর্টেশন (সায়েন্স ফিকশনে এই শব্দটি ব্যবহার করা হয়, এক জায়গা থেকে কোন যান ছাড়াই ভিন্ন স্থানে পাঠিয়ে দেবার প্রক্রিয়া) করা হয়েছে বা ভিন্ন কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যারা অপরাধ বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ তারা পিতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অথবা তারা পরিবারের পিতার যিনি পিতা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এখন আমরা জানি যে পোমার পরিবারের সবাই এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

টুইটারে, ব্যবহারকারী ড্যানিয়েল মোলিনা [স্প্যানিশ ভাষায়] বলছেন:

El caso Pomar es el índice de seriedad del periodismo argentino: todo lo que dijeron era mentira, sin atenuantes

পোমার পরিবারের ঘটনা আর্জেন্টিনার সংবাদিকতার গুরুত্বের অবস্থান নির্ধারণ: সেখানে তারা যা বলেছিল তার সবই ছিল মিথ্যায় ভরা, যা ঘটনার প্রচণ্ডতা কমাতে কোন সাহায্য করে নি।

এই বিষয়ে প্রচার মাধ্যমে দেওয়া বিভিন্ন সংবাদ পাওয়া যাবে ব্লগ লা পুনটা পিটুকা [স্প্যানিশ ভাষায়] এবং লস লানজালামাস-এ [স্প্যানিশ ভাষায়]

সেগুরিদাদ ভিয়াল-এ [স্প্যানিশ ভাষায়], তারা অন্য একটি বিষয়ের উপর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে: আশা করা যায় এই ঘটনা, রাস্তায় টহলরত নিরাপত্তা পুলিশের কাজের মান উন্নত করবে।

Ojalá que estas muertes no hayan sido en vano y que ahora que el caso se esclareció -con un final trágico pero que “no vende”- no quede todo en el olvido. Que los colegas de la prensa que tanto escribieron y hablaron en vano, que ahora al menos llenen espacios exigiendo más seguridad vial, algo que nunca está de más.

আশা করা যায় এই মৃত্যু বৃথা যাবে না এবং এখন এই ঘটনার সমাধান হয়েছে- বেদনাদায়ক ভাবে, যদিও এমন এক ঘটনা যা “বিক্রি” করার মত নয়-তারপরেও এই ঘটনা ভুলে যাবার নয়। চলুন আমরা এক আশায় বুক বাঁধি যে, আমাদের প্রচার মাধ্যমের সহকর্মীরা এই বিষয়ে যা লিখেছে এবং বলেছে, তা বৃথা, রাস্তায় আরো নিরাপত্তার দাবি পূরণ করা হবে, এই ঘটনায় বলা যায়, এটি কখনই সময়ের অপচয় নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .