পেরু: গরুর ভাস্কর্য প্রদর্শনী লিমাতে এসে উপস্থিত হয়েছে

গত কয়েকদিন ধরে পেরুর রাজধানী লিমা বিশাল আকারে গরুর ভাস্কর্যে ভরে গিয়েছে। গরুর এই প্রদর্শনী বা কাউ প্যারেডে মোট ৮০ টি ভিন্ন ধরনের ভাস্কর্য শহরের বিভিন্ন উদ্যান ও জনতার চলাচলের জন্য রাখা উন্মুক্ত স্থানে ঠাঁই পেয়েছে, যা পরে নিলামে তোলা হবে। এর উদ্দেশ্য বিভিন্ন সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করা। এই অনুষ্ঠান প্রথম সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল দুগ্ধজাত পণ্যের প্রচারণা বাড়ানো।

এই সমস্ত ভাস্কর্য সারা লিমা শহরে ছড়িয়ে রয়েছে। ভিয়াজানদো পর পেরু [স্প্যানিশ ভাষায়] নামক ওয়েবসাইট এর তালিকা তৈরি করেছে:

Cada pieza que ha sido diseñada y pintada con creatividad e ingenio se viene exhibiendo en la Plaza de Armas (10 vacas), Pasaje de los Escribanos (5 vacas), esto en Cercado de Lima. En Miraflores se podrá ver la muestra en el Parque Salazar (15 vacas), Parque del Amor (5 vacas), Parque Raimon[d]i (12 vacas), Parque Kennedy (10 vacas). Mientras que en Pueblo Libre las verá en el Parque Central (4 vacas). En Surco se exhibirán 9 vacas en el Jockey Plaza. Barranco también muestra estas piezas en en Parque Saenz Peña (7 vacas) y el Pasaje Chabuca Granda (3 vacas).

প্রত্যেকটি ভাস্কর্য, সৃষ্টিশীলতা ও চতুরতার সাথে ডিজাইন ও রঙ করা হয়েছে। এসব গরু প্রদর্শিত হচ্ছে লিমার প্রধান চত্বর (১০ টি গরু) স্ক্রিবেজ এর সরু রাস্তায় (৫টি গরু), লিমার উপশহর [অঞ্চল] মিরাফ্লোরেস-এ। এই প্রদর্শনী দেখা যাবে সালজার উদ্যান [১৫ টি গরু], প্রেম উদ্যান (৫টি গরু), রেমন্ড উদ্যান ও (১২ টি গরু) কেনেডি উদ্যান (১০ টি গরু)। ইতোমধ্যে [এলাকা] সুরকোর জকি প্লাজা মলে বা দোকানের সামনে ৯টি গরু প্রদর্শিত হচ্ছে। বারানকোর [এলাকায়] সায়েঞ্জ পেনা উদ্যান (৭টি গরু) এবং চাবুকোর বিশাল অংশে (৩টি গরু রাখা হয়েছে)।
বাসের লাইনের রঙে সজ্জিত গরু, কেনেডি পার্ক।

বাসের লাইনের রঙে সজ্জিত গরু, কেনেডি পার্ক।

কিন্তু কি ভাবে এর শুরু হল?*** টোটা ইলাক্সট্রা *** ব্লগ এর উত্তর দিচ্ছে [স্প্যানিশ ভাষায়] :

Hace unos años Walter Snapp suizo se le ocurrio promocionar la actividad de los productores de leche en Zurich con colorida[s] vacas pintadas con los pinceles de artistas locales, las cuales fueron diseña[da]s en fibra de vidrio. En 1999 el empresario Meter Hanig de Chicago, adquirio los derechos y llevo el conce[p]to a USA, desde entonces este peculiar evento [h]a recaudado 25 millones de dolares para fines beneficos.

কয়েক বছর আগে সুইজারল্যান্ডের ওয়াল্টার স্নাপের মাথায় দুগ্ধজাত পণ্যের প্রচারণা সৃষ্টি করার এক চিন্তা মাথায় আসে। এর ফলে স্থানীয় শিল্পীর ছোঁয়ায় জুরিখে ফাইবার গ্লাসের উপর চিত্রিত গরুর জন্ম লাভ করে। ১৯৯৯ সালে শিকাগোর এক ব্যবসায়ী মিটার হানিগ এই প্রদর্শনীর স্বত্ব লাভ করেন এবং এই চিন্তাটিকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান এবং এরপর থেকে এই বিচিত্র প্রদর্শনী দাতব্য কাজের জন্য ২ কোটি ৫ লক্ষ ডলার সংগ্রহ করেছে

গরুটি কোটের মত জামা পড়েছে, কেনেডি পার্ক।

গরুটি কোটের মত জামা পড়েছে, কেনেডি পার্ক।


পেরুর সংবাদপত্র এল কোমেরসিওর ব্লগ করোসপনসোলাস এসকোলরেস (স্প্যানিশ ভাষায়), এই ব্লগ আমাদের জানাচ্ছে লিমায় গরুর এই প্রদর্শনী থেকে কারা সুবিধা লাভ করবে:

Luego de la exposición se realizará la subasta de 64 esculturas para recaudar fondos para el Centro Ann Sullivan del Perú, la ONG Socios en Salud y La Fundación Lima.

পেরুর এন সুলিভান কেন্দ্রের সোশিওশ এন সালুদ (স্বাস্থ্যের অংশীদার) নামক বেসরকারী প্রতিষ্ঠান এবং লিমা ফাউন্ডেশন জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্য প্রদর্শনীর পর এই ৬৪টি মূর্তির নিলাম অনুষ্ঠিত হবে।
বসা থাকা গরু দেখতে দারুন, লারকোমার।

বসা থাকা গরু দেখতে দারুন, লারকোমার।

২০১০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

রঙচঙে গরু, লারকোমার।

রঙচঙে গরু, লারকোমার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .