আজারবাইজান: ব্লগারদের শাস্তি দেয়া হয়েছে

আজারবাইজানের বাকুর একটি আদালত ব্লগার আদনান হাজিজাদে আর এমিন মিল্লির বিরুদ্ধে অবশেষে আজ (১১ই নভেম্বর, ২০০৯) শাস্তি ঘোষণা করেন। সমর্থকরা এমন হবে তাই ভেবেছিলেন, এবং রায়ের দিন আটক দুইজন ভিডিও ব্লগিং কর্মীর বিষয়টি ব্লগারদের এক গোল টেবিলে আলোচিত হচ্ছিল।

এই রায় সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া গুলো টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিডিয়া হেল্পিং মিডিয়া রায়ের ব্যাপারে দ্রুত মন্তব্য করেছেন

আদালত থেকে সমর্থক যারা টুইট করছেন তাদের ভাষ্য অনুসারে, হাজিজাদের উকিল, ইশাহান আশুরোভ, বলেছেন এই মামলা ছিল ক্ষমতা প্রদর্শনের ব্যাপার।

“আজকে আমরা মনন আর শারীরিক শক্তির অন্যায় লড়াই দেখেছি।“

সমর্থকরা টুইট করেছেন যে হাজিজাদে বলেছেন এই সিদ্ধান্ত মিথ্যার উপরে নির্মিত।

ফ্লাইং কার্পেটস এন্ড ব্রোকেন পাইপলাইনস এই রায়ের ব্যাপারে বলেছেন “এটা শেষ না, এটা কেবল শুরু।“

আজকে শুনানি শেষে, এমিন বলেছেন যে তিনি গর্বিত বোধ করছেন আর এই কারনে যে রায় দেয়া হবে সেটা গ্রহণ করতে তিনি প্রস্তুত। আদনান, প্রশ্ন করেছেন যে তথাকথিত সাক্ষীরা কি করে তাদের পরিবারের চোখের দিকে দেখবে- আমরা আমাদের শাস্তি শেষ করব কিন্তু আমি ভাবছি কি করে তারা বেঁচে থাকবে মিথ্যার উপরে নির্মিত জীবন নিয়ে… তারা দুইজন তাদের শক্তি আমাদের দেখিয়েছেন, এর বদলে আমাদেরও একই রকম করা উচিত।

ইতোমধ্যে, রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠানরত প্রথম বিশ্ব ব্লগিং ফোরাম সাথে সাথে প্রাথমিক একটা বার্তা দিয়েছে

আমরা ব্লগাররা একটা বিশ্বকে তুলে ধরবো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা কথা আর বিশ্বাসের স্বাধীনতা ভোগ করবেন আর যে কোন ধরনের ভীতি আর দমন থেকে স্বাধীন থাকবেন।

ব্লগাররা বুখারেস্টে একত্র হয়েছিলেন বিশ্ব ব্লগিং ফোরামে আর তারা আজারবাইজানের পরিস্থিতি নিয়ে চিন্তিত আর #এমিনআদনান কে ইন্টারনেটের মুক্ত কণ্ঠ হিসেবে আর বিশ্ব ব্লগিং পরিবারের সদস্য হিসেবে সমর্থন করছেন।

গতকালের কনফারেন্সে গ্লোবাল ভয়েসেস কথা বলেছে পারভানা পেরসিয়ানার সাথে, যিনি ওএল ইয়থ প্রতিষ্ঠানের কর্মী আর হাজিজাদের বান্ধবী:

সর্বশেষ সংবাদ যখন আসবে তখন তা জানানো হবে। ইতিমধ্যে, আদনান হাজিজাদে আর এমিন মিল্লির আটক, বিচার আর শাস্তির পুরো কাভারেজ পাওয়া যাবে গ্লোবাল ভয়েসেস অনলাইনের আজারবাইজান অংশে আর ওল! ব্লগে (ইংরেজী আর আজেরি ভাষায়)। টুইটারে এই সংবাদ প্রচারে হ্যাশট্যাগ #এমিনআদনান (#EminAdnan) ব্যবহৃত হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .