তিউনিশিয়ার নির্বাচন: সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে!!?

যেমনটা ধারণা করা হয়েছিল, তিউনিশিয়ার রাষ্ট্রপতি জিনে আল আবিদিনে আলি পঞ্চমবারের মত একই পদে নির্বাচিত হলেন। তবে সবাই আশা ধারণা করতে পারেনি যে তিনি মোট ভোটের ৮৯.৬২ শতাংশ লাভ করে বিজয়ী হবেন। ধারণা করা হয়েছিল তিনি আরো বেশি ভোটে বিজয়ী হবেন।

বেন আলির শাসক দল দি ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল র‌্যালী নিরপেক্ষতা বজায় রেখেছে। তারা সংসদের মোট ২১৪ টি আসনের মধ্যে ১৬১টিতে জিতেছে। ছয়টি ভিন্ন দল অবশিষ্ট ৫৩টি আসন জিতেছে। বাকী আসনের মধ্যে: মুভমেন্ট ফর ডেমোক্রেটিক সোশালিস্ট -১৬টি, মোহামেদ বউচিহার নেতৃত্বে পরিচালিত পার্টি অফ পিপলস ইউনিটি পেয়েছে ১২টি, আহমেদ ইনুবিলির ইউনিয়ন অফ ডেমোক্রেটিক ইউনিয়নিষ্ট পেয়েছে ৯ টি, সোশাল লিবারেল পার্টি জিতেছে ৮টি, পার্টি অফ গ্রীন ফর প্রোগ্রেস পেয়েছে ৬ টি এবং আহমেদ ব্রাহমির এত্তাজাদিদ পার্টি জিতেছে ২ টি আসন।

শাসক দল ঘোষণা করেছে যে ২০০৯ সালের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে বিরোধী দল এবং ব্লগাদের মতামত ভিন্ন: তারা মনে করে দমন মূলক নীতি এবং কঠোর নিয়ন্ত্রণ ছিল এ বছরের এই রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের চরিত্র, যা ২০০৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

আরবাস্তা পরিহাস ক্রমে মন্তব্য করেছে:

مبروك عليكم ما عملتو
نتوجه بالشكر أولا إلى الشعب التونسي اللي قام بواجبو الإنتخابي في كنف الديموقراطية و الشفافية و الروح الرياضية البارح و إنتخب رئيس جديد للبلاد و مجلس نواب أخر لمدة خمسة سنين. الإختيار هذا كان محكم و مدروس و حتى واحد ما حاول يأثر على العباد و حتى من التلفزة و الصحافة كانو في المستوى و عطاو وقت متساوي لكل المترشحين و الأنصار متاعهم بقطع النظر عن
قربهم أو بعدهم عن السلطة

نتوجه بالشكر زادة لسيادة رئيس الجمهورية (لمدة 5 سنوات أخرى) و نعتذر عن عدم الدعوة و التصويت ليه و نستنكر و نشجب
التصرفات المشينة هذي أما نذكر أنو عمري ما شككت في نزاهة الإنتخابات و حريتها، فمن المعروف أنو في حالة تزوير الإنتخابات النتائج تكون من نوع 99،98% لكن الملاحظ النزيه يعرف أنو نتيجة 2009 ما تبعدش برشة على النسبة اللي ربح بيها شيراك في 2002 في فرنسا و لذا فالإنتخابات هذي إرتقت بينا إلى مصاف الدول العظمى و المتقدمة

আপনি যা করেছেন তার জন্য আপনাকে আমার অভিনন্দন! গতকাল যে গণতান্ত্রিক কাঠামো ও স্বচ্ছতার মধ্যে দিয়ে তিউনিশিয়ার জনগণ ভোট প্রদান করে তাদের দায়িত্ব পালন করেছে, তার জন্য তাদের ধন্যবাদ। তারা পরবর্তী পাঁচ বছরের জন্য দেশটিতে এক নতুন রাষ্ট্রপতি ও এক নতুন সংসদ নির্বাচিত করল। যদিও এই বেছে নেওয়া ছিল বিজ্ঞ এবং উত্তম, যদিও এদের কেউ জনতাকে প্রভাবিত করার চেষ্টা করেনি। এমনকি টেলিভিশন চ্যানেল ও খবরের কাগজও ছিল পক্ষপাতহীন এবং তারা সকলেই নিশ্চিত করেছিল সকল প্রার্থীর জন্য সমান জায়গা রাখবে এবং তাদের সমর্থকরা গভীরভাবে সরকারের সাথে সম্পর্ক যুক্ত ছিল।

রাষ্ট্রপতি (যিনি পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন) তাকেও আমি ধন্যবাদ জানাই এবং তাকে সমর্থন না করা ও ভোট না দেবার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজের এই লজ্জাজনক কাজের নিন্দা জানাই, যদিও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা তা কখনো প্রশ্ন তুলি নি। এটা জানা কথা যে, যদি নির্বাচনে কারচুপি হত তা হলে রাষ্ট্রপতি ৯৮.৯৯ শতাংশ ভোটে বিজয়ী হতেন। কিন্তু একজন নিরপেক্ষ পর্যবেক্ষক জানে যে তিউনিশিয়ার ২০০৯ সালের নির্বাচন, ২০০২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত নির্বাচন থেকে আলাদা নয়, যে নির্বাচনে জ্যাক শিরাক জিতেছিল। এ কারণে আমরা বলতে পারি যে এই নির্বাচন আমাদের উন্নত এবং মহান দেশগুলোর তালিকায় তুলে এনেছে।

নাকলেট ওয়েদ এল বে ( বে নদীর তাল গাছ) তিউনিশিয়ার ভাষায় লিখেছেন:

أنا لا أشكك في نزاهة التمثيلية الإنتخابية

آش كان عليه لو كان حلّينا اللعب شويّة
و نزعنا الأكمام من أفوه المعارضة الحقيقية
لإنتصر الرئيس بسبعة و سبعين في المية
و انتزعنا من قلوب الرعايا النفاق و السكيزوفرينية
তিউনিশিয়ার তাৎপর্য হীন এই নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আমি কোন প্রশ্ন তুলছি না।
কিন্তু যদি আমরা আরো নমনীয় হতাম।
এবং যদি সত্যিকারের বিরোধী দলের মুখের লাগাম না টেনে ধরতাম।
এতে যদি রাষ্ট্রপতি ৭৭.৭ ভাগ ভোটে বিজয়ী হত
তা হলে আমরা আমাদের নাগরিক হৃদয় থেকে ভণ্ডামি ও মানসিক জটিলতা অপসারণ করতাম।

সাম থটস ফ্রম তিউনিশিয়া তার ব্লগে ভোটের দিনের শেষ বেলার ঘটনার কথা বর্ণনা করেছেন, সে সময় তিনি ভোট দিতে যান। তিনি আমাদের জানাচ্ছেন তখন কি ঘটেছিল:

كيما قلت سبقني مرافقي للقاعة متاع الانتخاب وكيف دخلت انا نلقا الدنيا داخلة بعضها والجماعة يتغامزو عليه ويتلفوا في الجرّة (ما فاقوش اللي احنا مع بعضنا). اكهو فهمت آش صار: ضهر السيّد مازال في دارو وهوما ريڨلولو اموروا وانتخبوا في بلاصتوا وصححوا في الدفتر في بلاصتوا… آيا قالولو ما صار شيء برّا للخلوة اختار وموش لازم تصحح (الورقة كلها مصححة وماعادش فمة بلايص)… هاذا كلّو صاير وانا واقف نتفرّج!! السيّد مشى للخلوة وانا نسمع فيهم يْوَشْوْشُو ويحكيو بالسرقة بالحرف الواحد:
“هذا العمدة انتخب في بلاصتوا…!!!!”
যেমনটা আমি বলছি, আমার সঙ্গী আমাকে রেখে ভোট প্রদান কেন্দ্রে প্রবেশ করল। যখন আমি ভোট প্রদান কক্ষে প্রবেশ করলাম, আমি দেখলাম যারা উপস্থিত তারা বিভ্রান্ত এবং কিছু লোক একে অন্যের দিকে তাকিয়ে কিছু ইশারা করল (তারা বুঝতে পারেনি যে আমরা একসাথে এসেছিলাম): আমি শীঘ্রই সবকিছু বুঝে গেলাম: যখন ভোট দিতে আসা লোকটি তার বাসায় ছিল, তখন তারা ওই লোকটির নামে স্বাক্ষর প্রদান করে তার ভোট দিয়ে দিয়েছে।

তারপরেও তারা তাকে বললো, কোন অসুবিধা নেই। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আর এরজন্য আপনাকে কোন স্বাক্ষর করতে হবে না। (পুরো কাগজ স্বাক্ষরে ভরে ছিল এবং নতুন কোন স্বাক্ষর করার জন্য ওই কাগজে আর কোন জায়গা ছিল না)

আমি যখন সেই কক্ষে দাড়িয়ে ছিলাম, সেই সময়ের মধ্যে এই সকল ঘটনা ঘটে। আমার সঙ্গী ভোট দিতে গেল এবং আমি তাদের ফিসফিসানি শুনতে পেলাম:
তার বদলে তার গোত্রপ্রধান (ওমদা) এসে ভোট দিয়ে গেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .