ইন্দোনেশিয়ার ব্লগ উৎসবে

ইন্দোনেশিয়ার একটি স্পন্দমান ব্লগারের দল রয়েছে যারা সমাজকে বেশ গুরুত্ব প্রদান করে। এ কারণে বার্ষিক ব্লগ উৎসব (পেস্তাব্লগার) ব্লগারদের মনোযোগ আকর্ষণ করেছে এবং দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন স্থান থেকে প্রযুক্তি প্রেমীরা এই উৎসবে এসে হাজির হয়েছে।

1

রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার এই ব্লগার উৎসব ব্লগারদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে।

ব্লগার উৎসবের কিছু ভিডিও দৃশ্য।

2
এই নিয়ে তৃতীয় বারের মত এই উৎসব পালন করা হল, এবং বিষয়টি উৎসাহ জনক যে প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

3

ইন্দোনেশিয়ার বিভিন্ন চরিত্রের ব্লগার রয়েছে। তার যে কেবল ভৌগোলিক ভাবে আলাদা নয়, বয়স এবং পেশার দিক থেকে ব্লগাররা আলাদা রকমের।

4

ব্লগিং এর নীতিমালা নিয়ে এক বিশেষ আলোচনা।

5

সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা নিয়ে এক বিশদ আলোচনা।

6

একজন সিটিজেন জার্নালিস্ট বা নাগরিক সাংবাদিক ব্লগারদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরছে।

7

কিভাবে বিভক্ত ইন্দোনেশিয়াকে ব্লগের মাধ্যমে এক করা যায় সে সম্বন্ধে এক আলোচনা অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা এখানে একই সাথে কি ভাবে বহি:বিশ্বের সাথে ইন্দোনেশিয়ার যোগাযোগ তৈরির ক্ষেত্রে কি ভাবে ব্লগের ব্যবহার করা যায় সে সম্বন্ধে আলোচনা করছে।

8

ট্রিসটাম (অনুষ্ঠানের এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি), চিপ (ভিয়েতনামের প্রযুক্তিপ্রেমী), এবং রেট্টি (ইন্দোনেশিয়ার ব্লগার) এক সাথে আলোচনা করছে। ইন্দোনেশিয়ার এই সম্মিলনে ক্যাম্বোডিয়া বা থাইল্যান্ডের অনুষ্ঠানের মত বড় আকারে বহিরাগত অংশগ্রহণ কারীদের উপস্থিত হতে দেখা যায় নি। তারপরেও কৌতূহলী লোকজন এখানে উঁকি দিয়েছে এবং পরের বার এই অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল থেকে আরো অনেক অংশগ্রহণ কারীর উপস্থিত ঘটবে বলে আশা করা হচ্ছে।

9

ব্লগার উৎসবে পরার জন্য যে টি শার্ট তৈরি করা হয়েছে তাতে এক বাটিক শিল্পী রং করছে।

10

আলোচনা থেকে খানিকটা বিরতি নিয়ে ব্লগাররা কিছুক্ষণের জন্য সঙ্গীত উপভোগ করছে।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .