কলম্বিয়া: মেডেলিন ফুলের উৎসব পালন করছে

প্রতি বছর আগস্ট মাস আসলেই কলম্বিয়ার মেডেলিন শহর আক্ষরিক অর্থেই এক ফুলের উৎসবে পরিণত হয়। নগরের যাদুঘর এবং পার্কগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে থাকে এবং শহর জুড়ে অনেক অর্কেষ্ট্রা সঙ্গীতানুষ্ঠানে মেতে থাকে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জনপ্রিয় হচ্ছে একটি পুরোনো গাড়ীর মিছিল যা শহরের মানুষ এবং অতিথিরা উপভোগ করেন। তবে গাড়ীর এই মিছিলের সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে “সিলেটেরোস” (ফুল বাহক) দের মিছিল। এরা আসলে কলম্বিয়ার কৃষক যারা দেশের অনেক ধরনের ফুল প্রদর্শন করতে শহর ময় চষে বেড়ান।

সিলেটা ফুলের বিন্যাসের ছবি, তুলেছেন জোটা এসট্রাডা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত

সিলেটা ফুলের বিন্যাসের ছবি, তুলেছেন জোটা এসট্রাডা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত

“সিলেটা” বিন্যাস হচ্ছে সিলেটেরোস নামক শিল্পীদের শিল্পকর্ম এবং ফুলের উৎসবের অন্যতম প্রধান প্রতীক। এই অনুষ্ঠানের শেষ দিনগুলিতে প্রায় ৫০০ ফুলের বিন্যাস কাঁধে নিয়ে সিলেটেরোসরা ঘুরে বেড়ায় এবং সান্টা এলেনার ফুলচাষীদের উৎপাদিত ফুলের নানা রং ও মাপের বৈচিত্র দেখায়। সান্টা এলেনা মেডেলিন শহর থেকে ১ ঘন্টার দুরত্বে অবস্থিত।

৩১শে জুলাই থেকে ৯ই আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত ফুলের উৎসবের এ বছরের সংস্করণে বিশ্বের নানা দেশের অনেকে এই উৎসব অনুসরণ করতে পেরেছে প্রাতিষ্ঠানিক এক ব্লগের কারণে। সেই ব্লগে উৎসবের ব্যবস্থাপকরা বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে যেমন উৎসবের আয়োজন সংক্রান্ত তথ্য, নানা অনুষ্ঠান, উপস্থিতি, নিরাপত্তা, এবং হোটেলে অবস্থানের পরিসংখ্যান, ইত্যাদি।

ফুলের বিন্যাস কাধে এক সিলেটেরোর ছবি। তুলেছেন ফেলিমার্টিনেজ।

ফুলের বিন্যাস কাধে এক সিলেটেরোর ছবি। তুলেছেন ফেলিমার্টিনেজ।

তবে উৎসবের আয়োজকরা আরও কিছু জিনিষ সনাক্ত করেছেন যার উন্নয়ন সম্ভব। যেমন অভিযোগ এসেছে যে কিছু ভ্রমণের জন্যে অতিরিক্ত মূল্য নেয়া হয়েছে অথচ কাঙ্ক্ষিত সেবা দেয়া হয় নি। এ ছাড়াও কিছু অনুষ্ঠানের আয়োজনে সমন্বয়ের অভাব দেখা গেছে।

Aunque las cifras entregadas hablan del éxito de la fiesta, este año la ‘mala nota’ la sacaron la noche de silleteros en Santa Elena y el desorden en el Desfile de Carros Antiguos.

যদিও প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী উৎসবটি সাফল্য মণ্ডিত হয়েছে, সান্টা এলেনাতে এ বছর “সিলেটেরোস” দের রাতের উৎসবে কিছু ঝামেলা দেখা গেছে এবং গাড়ীর মিছিলে নিয়মতান্ত্রিকতার অভাব দেখা গেছে।

এক্সপ্রেসাটে ব্লগের লেখক জাডি মেডেলিনের হাজারো বাসিন্দাকে (অতিথি সহ) এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দেয়ার জন্যে বেশ কয়েক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়ার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল তা নিয়ে লিখেছেন

Para realizar algunos eventos o en su defecto muchos eventos la alcaldía y la secretaría de tránsito optan por cerrar vías que son muy utilizadas por otras personas que no están en los eventos agendados, generando así una congestión vehicular o una aglomeración en el transporte público tal como el metro que es la vía más rápida cuando hay este tipo de problemas en las calles.

Aparte de todo esto, en el evento de arrieros, mulas y fondas suele suceder que hay demasiadas riñas y peleas y adivinen el motivo, las mujeres o simplemente el trago. Generando así una cara negativa de la feria de las flores.

বেশ কিছু অনুষ্ঠানের প্রস্তুতির জন্যে মেয়রের অফিস এবং যোগাযোগ সচিব এমন কিছু রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় যা উৎসবে অংশগ্রহণ না করা লোকজন সাধারণত ব্যবহার করে। যার ফলে যানজট সৃষ্টি হয়েছিল এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছিল কিছু সাধারণ পরিবহনে।

এ ছাড়াও উৎসবে বাহক, গাধা এবং পানশালার দৌরাত্ম্যের পাশাপাশি বেশ কিছু লড়াই এবং গোলযোগ পরিলক্ষিত হয়। এর কারণ কি জানেন? মদ এবং মেয়েমানুষ। ফুলের উৎসবের এ গুলো খারাপ দিক।

এসব ভালোমন্দের ভেতর দিয়েই ফুলের উৎসব শহরটির ঐক্যতা আনয়নে সচেষ্ট এবং ১৯৫৭ সাল থেকেই কৃষকদের ফুলের বিন্যাস কাঁধে নিয়ে শহর প্রদক্ষিণ করার মাধ্যমে এই ঐতিহ্য পালিত হয়ে আসছে। ২০০৯ সালের উৎসবের উল্লেখযোগ্য অংশগুলো নীচের ভিডিওতে পাওয়া যাবে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .