যুক্তরাষ্ট্র: সোয়াইন ফ্লু প্রতিরোধে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা

সোয়াইন ফ্লু মৌসুমের পূর্বাভাস করা হয়েছে, যা অক্টোবরে ৪ তারিখ থেকে সরকারি ভাবে শুরুর ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সোয়াইন ফ্লু প্রতিরোধে এক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে এইচও১এন১ অথবা সোয়াইন ফ্লুকে থামানো।

এপ্রিলের মাঝামাঝি সময়ে সোয়াইন ফ্লু চিহ্নিত করা হয়, এর পর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে গবেষণায় নিশ্চিত হওয়া গেছে, এই ভাইরাসে ৯০৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৯৩ জন মারা গেছে, এই তথ্য জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন। ধারণা করা হচ্ছে এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়বে কারণ এই মাসে ছাত্রছাত্রীরা ক্লাশে ফিরে আসছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২১ টি অঙ্গরাজ্যে বিস্তৃত ভাবে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জার খবর আসছে, যার সাথে সোয়াইন ফ্লুর একটা যোগসূত্র রয়েছে। সেপ্টেম্বরে এই রোগ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়।

এইচ১এন১ সহ সকল প্রকার ফ্লুর বিরুদ্ধে যুদ্ধে জয়ে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস বা স্বাস্থ্য ও মানব কল্যাণ বিভাগ জুলাইয়ের ৯ তারিখে এক ভিডিও প্রতিযোগিতার কথা ঘোষণা করে। তারা প্রতিযোগীদের বলেন এক পিএসএ (জনতার জন্য ঘোষণা মূলক ভিডিও) তৈরি করতে, যার বিষয়বস্তু হবে ফ্লু প্রতিরোধ।
এই ভিডিওর সময়সীমা হতে পারে ১৫,৩০ বা ৬০ সেকেন্ড এবং তা উক্ত বিভাগের ইউটিউব চ্যানেলে জমা দিতে হবে। সারা দেশ থেকে প্রায় ২০০ টি ভিডিও জমা পড়েছিল এবং সেরা ১০ টি ভিডিওকে জনতার ভোটের জন্য বেছে নেওয়া হয়। এই প্রতিযোগিতার বিজয়ীকে ২০০০ ডলার নগদ প্রদান করা হয় এবং তা জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়, যা ঘোষণা করা হয় সেপ্টেম্বরের ২২ তারিখে।

নিই ইয়র্কের ড: জন ক্লার্ক এই প্রতিযোগিতায় সবার সেরা হয়েছেন যার ভিডিওর শিরোনাম ছিল, ড: ক্লার্কের র‌্যাপ সঙ্গীত”. এই ভিডিওতে তিনি এই ভাইরাস প্রতিরোধের জন্য এক র‌্যাপ বা চটুল সঙ্গীত তৈরি করেছেন:

প্রতিযোগিতায় জয়ী র‌্যাপ ভিডিও ছাড়া আরো নয়টি ভিডিও দ্বিতীয় পুরস্কার পেয়েছে, এ সমস্ত ভিডিওতে সব কিছু ছিল, মজা করা থেকে এনিমেশন চলচ্চিত্র এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি করা সব ভিডিও, যার উদ্দেশ্য ছিল সারা দেশে সোয়াইন ফ্লু প্রতিরোধ বার্তা ছড়িয়ে দেওয়া। এই দ্বিতীয় পুরস্কার পাওয়া ভিডিওটি, যার শিরোনাম “চেইনশো” বা “করাত দিয়ে কাটা”, এই ভিডিওটি হাস্যরস-এর মধ্য দিয়ে লোকজনকে নিরাপদ থাকতে উৎসাহ প্রদান করছে। এই ভিডিওতে একজন ব্যক্তি করাতকে এই ভাইরাস প্রতিরোধের এক উপায় হিসেবে ব্যবহার করছে:

“টুথব্রাশ” নামক ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন একটা টুথব্রাশ বিভিন্ন বস্তুর উপরিভাগের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে। সে টাকা তোলার এটিএম মেশিন এবং কম্পিউটার মাউস থেকে শুরু পে ফোন বা রাস্তায় টাকা দিয়ে কথা বলা যায় এমন ফোন, সব পরিষ্কার করছে। মোটের উপর বিষয়টি চোখে পড়ে, কিন্তু তা বেশ কার্যকর:

ভিডিও “সিম্পলি ফাইটিং” যে দু'টি এনিমেশন চলচ্চিত্র এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে তার মধ্যে একটি। এটি কয়েকটি সাদা লাইনের রুপান্তরের মাধ্যমে এইচ১এন১ প্রতিরোধের ধাপ গুলো বলে দিচ্ছে: বছরে একবার প্রতিষেধক টিকা নেওয়া, এই রোগে আক্রান্তদের ঘরে বসে থাকা, হাঁচি বা কাশির সময় মুখে রুমাল দেওয়া এবং প্রায়শঃ হাত ধোয়া:

অন্য সব দ্বিতীয় স্থান অর্জন করা ভিডিও, টিকা নেওয়াকে প্রতিরোধের এক উপায় হিসেবে বিবেচনা করছে। অক্টোবরের শুরুতে এইচ১এন১ প্রতিষেধক টিকা যুক্তরাষ্ট্রের সহজলভ্য হবে, যা শরৎ- কালে যখন এই ফ্লু ছাড়াতে শুরু করবে তখন এই টিকা তা প্রতিরোধ করবে। সম্প্রতি গবেষকরা জানিয়েছে যে একটি ইঞ্জেকশনই সোয়াইন ফ্লু প্রতিরোধের জন্য যথেষ্ট।

যখন এইচ১এন১ বাজারে সহজলভ্য হবে তখন স্বাস্থ্যকর্মীরা বিশেষ শ্রেণীর লোকেদের প্রথমেই এই টিকা নেবার জন্য অনুরোধ জানাচ্ছে। এদের মধ্যে রয়েছে গর্ভবতী মহিলা, স্কুলে যাওয়া ছোট শিশুরা এবং যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, যেমন ডায়বেটিকস ও হৃদরোগ রয়েছে, এমন যে কাউকে তারা টিকা নিতে বলছে।

সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগের থাম্বনেইল ছবি ফ্লিকারের ওয়াই-এর

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .