ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে

ddzg5mpz_4d55r2vfp_b

ওমানে ব্যাপক মাত্রায় সোয়াইন ফ্লু রোগ ছড়িয়ে পড়েছে। দেশটিতে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ১৬ ছাড়িয়ে গেছে, উপসাগরীয় এলাকার মধ্যে এই দেশে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। এ বছর স্কুল এবং কলেজ সেপ্টেম্বরে চালু হবার কথা ছিল, কিন্তু তা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী জানুয়ারীতে দেশটিতে যে সবচেয়ে বড় উৎসব হবার কথা ছিল তা ফ্লুর ভয়ে ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রচার মাধ্যমে যে পরিমাণ সংবাদ প্রকাশ হচ্ছে তাতে বেশীর ভাগ ওমানী ব্লগার মনে হচ্ছে না সুখী এবং তারা বিশ্বাস করে যে প্রচার মধ্যম সচেতনতা বৃদ্ধির জন্য আরো অনেক কার্যক্রম চালাতে পারত, বিশেষ করে যখন ঈদ উল ফিতরের উৎসবের সময় এই রোগ আরো বিস্তার ঘটাতে পারে, যা ২১শে সেপ্টেম্বর শুরু হয়েছে। ব্লগার হামেদ আল ঘাইথি সোয়াইন ফ্লু সচেতনতা সম্বন্ধে প্রচারণা চালানোর জন্য এক ব্লগ লেখা শুরু করেছেন, সেখানে তিনি কিছু পরামর্শ দিচ্ছেন:

• ওমানি প্রচার মাধ্যমের প্রতি আবেদন জানানো হচ্ছে, তারা যেন সঙ্কট মূলক মনোভাবের সাথে সকল কাজ করে যা লোকজন শিক্ষিত করে তুলবে, তাদের সর্বোচ্চ সচেতনতার অনুশীলন করাতে সচেষ্ট হবে, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং তারা যেন সকলকে পরামর্শ দেয়, যেন কেউ কারো সাথে হাত না মিলায়, চুম্বন বিনিময় না করে এবং দলগত প্রার্থনা স্থগিত রাখে

• সরকারের কাছে অনুরোধ জানানো, যেন তারা বড় বড় দোকান, সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে এবং ঈদে, লোকজনের এক সাথে হওয়া বন্ধ রাখে।

• শিক্ষাবর্ষের প্রথম চার মাসের সকল কার্যক্রম বন্ধ রাখা এবং যদি ফ্রেব্রুয়ারীতে এই সমস্যা দুর না হয় তাহলে পুরো বছরের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা।

• বাজার এবং স্কুলে জীবাণুমক্ত করণ বিষয়ে প্রচারণা চালানো

• বিদেশ থেকে আগত কর্মচারীদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা এবং তাদের কোয়ারেন্টাইন অবস্থায় রাখা, যদি তাদের আক্রান্ত অবস্থায় পাওয়া যায়।

এই সমস্ত পরামর্শের সব গুলো যৌক্তিক ভাবে পালন করা সম্ভব হবে না, যেমন সারা বছরের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা, কিন্তু এটা অনেক সুন্দর বিষয় যে ওমানী ব্লগারের মাথা খাটিয়ে বের করা নতুন চিন্তা, এই বার্তা ছড়িয়ে দিচ্ছে এই রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে প্রাক সতর্কতা অবলম্বন করা উচিত।

ব্লগার বাদের এল হিনাই জানাচ্ছেন আজ থেকে সোয়াইন ফ্লুর বিপক্ষে ব্লগাররা অফলাইন প্রচারণা শুরু করেছে। এই প্রচারণায় কিছু ব্লগার স্থানীয় এক মার্কেটে যাবে এবং লোকজনকে শিক্ষিত করবে পণ্যের জীবাণু মুক্ত করণ কি ভাবে করতে হয় সে বিষয়ে। এই প্রচারণা কি ভাবে আগাচ্ছে সে সম্বন্ধে অনলাইনে কোন তাজা সংবাদ থাকবে না। বাদেরের মতে ছুটির পর আশা করা হচ্ছে ভবিষ্যৎের সব অনুষ্ঠানের খবর শীঘ্রই প্রচার করা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .