মিশর: কপ্ট অর্থডক্স চার্চের দু’টি টেলিভিশন চ্যানেল

খ্রীষ্টান কপ্ট ধর্মীয় অনুসারীরা মিশরে বিগত ১৫ বছর ধরে একটি টেলিভিশন চ্যানেল খোলার চেষ্টা করে ধারাবাহিক ভাবে ব্যর্থ হবার পর অবশেষে দুটি চ্যানেল খোলার অনুমতি লাভ করে এবং তাদের চারটি চ্যানেল অতি সত্বর চালু হচ্ছে।

২০০৫ সালে ফ্রি কপ্ট ব্লগ ‘আঘাপি টিভি” চালু হবার আনন্দ উদযাপন করে-কপ্টিক ভাষায় এর মানে “ভালোবাসা”- এটি ছিল মিশরের প্রথম কোন টেলিভিশন চ্যানেল যা পুরোপুরি খ্রীষ্টান ভাবাপন্ন অনুষ্ঠান প্রদর্শন করত।

এটা বানাতে অনেক লম্বা সময় লেগেছে কিন্তু, প্রথম কপ্টিক টেলিভিশন নেটওয়ার্ক, আঘাপি টিভি মঙ্গলবার তার আমেরিকার দর্শকদের জন্য প্রথম অনুষ্ঠান প্রচারিত করে, পোপ তৃতীয় সেনুডার পৃষ্ঠপোষকতায়। হেলিওপোলিস ভিত্তিক এই টিভি নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে কপ্টিক চার্চের শিক্ষা, ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান, বাইবেল নিয়ে গবেষণা, শিশুদের অনুষ্ঠান এবং আরো অনেক অনুষ্ঠান প্রচার, এইসব অনুষ্ঠান সারা বিশ্বের কপ্ট খ্রীষ্টানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। “এই চ্যানেল পোপ তৃতীয় সেনুডারের নিজস্ব তত্ত্বাবধান পরিচালিত হবে। তিনি ১৩ জন বিশপের দ্বারা সাধারণ সভায় নিয়োগ প্রাপ্ত হন”। আঘাপির নির্বাহী পরিচালক ফাদার বিশপ এল-এন্টনি বলেন, কায়রোর দক্ষিণপূর্ব এলাকার এক মঠ থেকে এই চ্যানেল পরিচালিত হবে।

খাওয়াতের জানান অবশেষে (সেপ্টম্বর ২০০৯) এই চ্যানেল অনুষ্ঠান প্রচার করার অনুমতি পেল।

وكانت الحكومة المصرية رفضت مؤخرا منح قناة ‘أزهري'، التي أطلقها الداعية الإسلامي الشيخ خالد الجندي، حق البث على القمر الصناعي المصري الـ'نايل سات’.وبدأ بث قناة ‘أزهري’ في اواخر آب (اغسطس) من خارج مصر، لكنها متاحة على قمر نايل سات.وقال الجندي اوائل آب (اغسطس) الماضي ‘الحكومة أبلغتنا بأنها قد أخذت قرارا بعدم إصدار أي تصاريح لقنوات دينية تبث من على الأراضي المصرية’.وأشار إلى أن الدولة أخذت هذا القرار مؤخرا لأن الإخوة المسيحيين كانوا يريدون إنشاء قناة خاصة بهم تبث من مصر، وعندما رفضت الدولة قالوا لماذا هناك قنوات دينية للمسلمين في مصر وليست هناك قنوات مسيحية للمسيحيين، فأصدرت قرارا بأنه لن تصدر قناة دينية من مصر سواء كانت إسلامية أو مسيحية. وقناة ‘أغابي’ هي أول قناة أرثوذكسية قبطية بدأ بثها رسميا في تشرين الثاني (نوفمبر) عام 2005. وتبث على القمر الصناعي الامريكي بسبب رفض الحكومة المصرية في السابق لعرض أي قناة مسيحية على النايل سات
মিশরীয় সরকার, শেখ খালেদ এল গুইয়িন্ডির মিশরে নাইলস্যাটে নতুন চ্যানেল আজহারির প্রচার সত্ত্ব প্রদান করতে অস্বীকার করে। এই চ্যানেল ২০০৯ সালের আগষ্ট মাসে অনুষ্ঠান প্রচার শুরু করে। মিশরের বাইরে নাইলস্যাটে এর অনুষ্ঠান দেখা যাবে। শেখ খালেদ এল গুইয়িন্ডি বলেন সরকার মিশরের অভ্যন্তরে সকল ধর্মীয় চ্যানেলের অনুষ্ঠান প্রচার করার অনুমতি প্রদান করতে অস্বীকার করেছে। এল গুইয়িন্ডির সরকারের এই সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে বাস্তবতা হচ্ছে খ্রীষ্টানরা মিশরে নিজস্ব ধর্মীয় চ্যানেল খোলার অনুমতি পায় না এবং তিনি একটা প্রশ্ন করেন: তাহলে এখানে মুসলিমদের জন্য কেন ধর্মীয় চ্যানেল রয়েছে? ২০০৫ সাল থেকে আঘাপি আমেরিকান স্যাটেলাইট এর মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে।

আরব চার্চ ফোরাম দ্বিতীয় চ্যানেলের আগমনে আনন্দ উদযাপন করছে:

الحكومة وافقت على بث القناة الثانية التابعة للكنيسة “سى.تى.فى” التى يمتلكها رجل الأعمال المصرى ثروت باسيلى، وتم البدء فى بث برامج القناة على القمر الصناعى “نايل سات” على التردد 11355- 27500 “عموديا”، إلى جانب القمر الصناعى الأمريكى، وتم التعاقد مع القمر الصناعى والشركة المصرية على البث من بداية سبتمبر الحالى. وبذلك تكون المرة الثانية خلال أسبوع واحد يتم فيها بث قناة مسيحية على النايل السات، بعد أزمة استمرت لأكثر من عدة سنوات لبث القنوات المسيحية على النايل سات. وتستعد 4 قنوات أخرى مسيحية، على رأسها قناة الحياة وسات 7 والمعجزة البث على النايل سات خلال الأسابيع القادمة.
সরকার সিটিভির অনুমোদন প্রদান করেছে- কপ্টিক অর্থডক্স চার্চের দ্বিতীয় টিভি চ্যানেল, যার মালিক বিখ্যাত মিশরীয় ব্যবসায়ী থারওয়াট বাসিলি। নাইলস্যাটের মাধ্যমে সেপ্টেম্বরের শুরুতে সিটিভি অনুষ্ঠান প্রচার করা শুরু করে (ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ ২৭৫০০-১১৩৫৫ ভার্টিকাল/ আনুভূমিক) সাথে আমেরিকান স্যাটেলাইটের মাধ্যমে তার অনুষ্ঠান প্রচার হবে। নাইলস্যাটে কপ্টিক চ্যানেল প্রদর্শনের ব্যাপারে বেশ কয়েক বছর ধরে চলা সমস্যার পর একই সপ্তাহে দুটি চ্যানেল এখানে অনুষ্ঠান প্রচারের অনুমতি পেল। সামনে আরো চারটি চ্যানেল আসছে: আল হায়া, শনিবার ৭ তারিখ, অবিশ্বাস্য।

বিকেয়া মাসার মিশরে এক যৌথ ধর্মীয় চ্যানেল খোলার জন্য অনুরোধ জানিয়েছে ব্লগ করেছেন:

একটি যৌথ ধর্মীয় চ্যানেল চালু হলে তা মিশরীয় সমাজের এক কাঠামো হয়ে দাড়াবে, কিন্তু বিতর্কিত খ্রীষ্টান আইনজীবী নাগিব গরবেইল, যিনি মিশরীয় মানবাধিকার সংস্থার সভাপতি তার সম্প্রতি নেওয়া এক প্রচেষ্টায় আশা করা যায় এই আলাদা ধর্মীয় পরিচয়ের পরিসমাপ্তি ঘটাবে। এই সপ্তাহে তিনি ঘোষণা করেন যে তিনি আল আজাহারের গ্রান্ড মুফতি সাইয়্যেদ তানতাউয়ি ও কপ্ট সম্প্রদায়ের পোপ সেনুডার কাছে যৌথ ধর্মীয় চ্যানেল চালু করার প্রস্তাব রাখবেন।

তিনি বলেন “এই চ্যানেলের উদ্দেশ্য হবে রমজান মাস শেষ হবার সাথে সাথে মুসলিম ও কপ্টদের মাঝে যে সমস্ত সাধারণ বিষয় রয়েছে সেগুলো তুলে ধরা”…তিনি ব্যাখ্যা করেন এর পেছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে, যে সমস্ত স্যাটেলাইটের চ্যানেল ধর্মীয় উগ্রবাদের পথে আহ্বান জানায় এবং তাদের সকল অনুষ্ঠান একটি মাত্র ধর্মের জন্য সীমাবদ্ধ করে ফেলে তা ইসলাম বা খ্রীষ্টান ধর্ম যারই অনুষ্ঠান হোক, তাদের বাইরে এই চ্যানেল “অন্য ধর্মের অনুষ্ঠানের দাবী জানায়, তা ইসলাম বা খ্রীষ্টান যে ধর্মের অনুষ্ঠান হোক না কেন”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .