দক্ষিণপূর্ব এশিয়া: সু কি কে দোষী বিচারের প্রতিক্রিয়া টুইটারে


মায়ানমারের (বার্মা) বিরোধী নেত্রী আর বিশ্ব গণতন্ত্রের প্রতীক অং সাং সু কি কে তিন বছরের জেলের সাজা দেয়া হয় তার বন্দী থাকার শর্ত ভঙ্গের জন্য। মায়ানমারের সেনা শাসক সিনিয়র জেনারেল থান শ পরে এটাকে ১৮ মাসের গৃহবন্দী থাকার শাস্তিতে কমিয়েছেন।

মায়ানমারের কর্তৃপক্ষ সু কি কে দোষারোপ করেছেন আমেরিকার নাগরিক জন ইয়েত্তাওভকে গত মে মাসে তার লেকের পাশের বাড়িতে থাকার অপরাধে যেটা তার গৃহবন্দী থাকার শর্ত ভঙ্গ করা হয়েছে। এই আমেরিকানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সু কি আর ইয়েত্তাওভ আপিল করছেন এই রায়ের বিরুদ্ধে।

সু কির এই বিচার বিশ্বে নেতারা, বার্মার কর্মী আর ব্লগাররা তিরস্কার করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত টুইটারকারীরাও এই ‘ কঠিন’ রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন:

ম্যানিলা:

স্টারশ্যাডো: আমি জানি না কেমন বোধ করতে হবে ওই আমেরিকান লোকের জন্য যে অং সাং সু কির বাড়িতে সাঁতার কেটে যাওয়ার জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

স্টারশ্যাডো: আমি দু:খিত যে তাকে এত কঠোর শাস্তি দেয়া হয়েছে, কিন্তু তার নিশ্চয় ‘কিছু’ ধারণা ছিল যে ধরা পরলে পরিস্থিতি খারাপ হতে পারে?

মিটজিফ: তার উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু ফলাফল চিন্তা করা উচিত ছিল: (তারপরেও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ঠিক না অং সাং সু কির ১৮ মাসের তুলনায়)

ধালিলি: সবার প্রতি আহ্বান জানাচ্ছি এক মিনিট নীরবতা পালনের জন্য অং সাং সু কির মুক্তি প্রার্থনায়

প্রোপেলআহেড: সেনা কর্তৃপক্ষ দ্বারা অং সাং সু কির বিচার আমার কাছে পুরোপুরি বাজে মনে হয়েছে। অনেকটা প্রথম শ্রেণীর বাঁদরামো।

সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম:

রেডোরান্ডা: প্রথমে আমার বিতৃষ্ণা লেগেছিল তার পরে দু:খিত এখন অপারগ লাগছে… আমরা অনেক দিন অপেক্ষা করেছি…এই সামরিক একনায়ক একটা বাজে শাষক (সিঙ্গাপুর)

ওয়ারলকাপ: মিয়ানমারের মিলিটারী সরকারের অং সাং সু কি কে বিব্রত করা ছাড়া আর কোন কাজ নেই। আর একটা ক্যাঙ্গারু আদালত তাকে গৃহবন্দী হওয়ার আদেশ দিয়েছে (ইন্দোনেশিয়া)

এম্ফলিপ: আমার এতে রাগ হচ্ছে। রিটুইট @ব্রেকিং নিউজ: রয়টার্স: মিয়ানমারের আদালত বলেছে সু কি নিরাপত্তা আইন ভঙ্গে অভিযুক্ত (ভিয়েতনাম)

মালয়েশিয়া:

এন্ড্রিউসুসে: আজকে আসিয়ানের জরুরী বৈঠক হবে মিয়ানমারের ব্যাপার নিয়ে কথা বলতে…হা হা… একদল ভাওতা বাজ।

জিনিএলিম: বার্মিজরা আজকে মালয়েশিয়ায় মিয়ানমারের দুতাবাসের সামনে একত্র হচ্ছেন সকাল ১০টা থেকে বার্মিজ সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে যেহেতু তারা অং সাং সু কিকে আরো ৩ বছর জেলে রাখতে চাচ্ছেন।

নাসুয়া: অং সাং সু কির ব্যাপারটা জানতে পেরে আমি মর্মাহত। পৃথিবীতে কত অন্যায়!

নিগেলিতিল: অং সং সু কিকে অপরাধী মানা হয়েছে। কে এটা জানত না।

তিয়াঞ্চুয়া: বার্মিজ জান্তা সু কিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। এটা গণতন্ত্রের অবমাননা! আসিয়ানের উচিত না চুপ করে শুধু দেখা!

লিলগ্রীণব্লোক: আর একবার মিয়ানমারের সরকার নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছে জনগণের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা চ্যুত হওয়ার!

থাইল্যান্ড:

দা_মাইক: আসিয়ান…দয়া করে বার্মিজ সরকারের উপরে চাপ দেন অং সাং সু কিকে মুক্ত করে দেয়ার জন্য।

সান্তিও: আমি সু কির ব্যাপারে খবরটা এখনি পড়লাম। আমি জান্তার পক্ষে না, কিন্তু ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মত’ এর ব্যাপারে আমি দ্বন্দ্বে আছি, যে ব্যাপারটার উল্লেখ মিডিয়া মাঝে মাঝে করে।

ফ্যাটক্যাটডেভ: অং সাং সু কিকে মুক্ত করুন! কেন পশ্চিমারা বার্মিজদের প্রতি করা অবিচার অবজ্ঞা করে… বড় তেলের সংরক্ষাণাগার নেই তাই?

কাসাগানাহান: জনগণের বিক্ষোভ আর রাগে টিকে থাকতে হবে অং সাং সু কির ব্যাপারে জান্তার বর্তমান রায়ের জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .