ডোমিনিকান রিপাবলিক: বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান

ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রতি বছর ১৬ই আগষ্ট তারিখকে দেশটির সরকারের জন্য এক প্রথাগত দিন হিসেবে ধরা হয়, যে দিনটিতে তারা ক্ষমতায় থাকার আরেকটি বছর পূর্ণ করে। এবার রাষ্ট্রপতি লিওনেল ফার্নানদেজ তার মন্ত্রীসভায় পরিবর্তন এনেছেন। এ বছরের এই পরিবর্তনের সব গুলোই প্রধান নয়, কিন্তু মন্ত্রীসভার একটি ব্যতিক্রমী পরিবর্তন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ডোমিনিকান কর্পোরেট অফ স্টেট ইলেকট্রিক কোম্পানির [স্প্যানিশ ভাষায়] (প্রথম অক্ষর নিয়ে স্প্যানিশ ভাষায় তার নাম হয় সিডিইইই) প্রধান ইঞ্জিনিয়ার রাডামেস সেগুরাকে সরিয়ে প্রাইভেট সেক্টরের অন্যতম সুপরিচিত ব্যবসায়ী সেলসো মাররানজিনিকে আনা হয়। ব্লগ ডুয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়] জোয়ান গুয়েররেরো মন্ত্রীসভার এই নতুন সদস্য সম্বন্ধে লিখেছেন

Celso llegó. Como un invitado inesperado, dejó reacciones en todos los medios con su nueva posición, adjudicada por el presidente Fernández.

সেলসো উপস্থিত হয়েছেন। এক অনাহূত অতিথির মতো, তিনি তার নূতন পদে বসার মধ্যে দিয়ে সকল প্রচার মাধ্যমে এক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন। তাকে নূতন পদে অভিষিক্ত করেছেন রাষ্ট্রপতি ফার্নান্দেজ।

ডোমিনিকান প্রজাতন্ত্রে বিদ্যুৎ সমস্যা প্রতিদিনের এক বাস্তবতা এবং প্রায়শ:ই বলা হয়ে থাকে দেশটির উন্নয়নের পথে এই সমস্যা অন্যতম প্রধান বাধা। এর সাথে যোগ করা যেতে পারে সরকার এই খাতে বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে থাকে। বিদ্যুৎ না থাকার এই সমস্যা চলে আসছে প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে এবং এই সমস্যা সমাধানে প্রায় সকল ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর কোনটাই সফলতা বয়ে আনতে পারে নি। অনেকেই বিস্মিত যে মাররানজিনির মনোনয়ন এর মধ্য দিয়ে এই খাতে উন্নয়ন ঘটবে কিনা।

Photo by Señor Adventure and used under a Creative Commons license.

Photo by Señor Adventure and used under a Creative Commons license.

অনেক ডোমিনিকান বিশ্বাস করে যে এ ক্ষেত্রে সামান্য সন্দেহ ছিল যে সেগুরার মন্ত্রীসভা থেকে বের হয়ে যাবার সময় হয়ে এসেছিল, ফার্নান্দেজ যখন তার মন্ত্রীসভায় পরিবর্তনের কথা ঘোষণা করেন এইসব তথ্যের ভিত্তিতে যে, দেশে বিদ্যুৎ-এর প্রতি কিলোওয়াটের দাম এই অঞ্চলের মধ্যে অন্যতম বেশি এবং এই খাতে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ ছিল, এর ফলে সেগুরার দিন গোনা শুরু হয়। যখন পরিবর্তন ঘটানো হয় সামান্য লোকই আশা করছিল যে সেগুরার বদলে তার অন্যতম সমালোচক একই পদে অধিষ্ঠিত হবে। মাররানজিনি যিনি কয়েক সপ্তাহ ধরে প্রাইভেট সেক্টরের হয়ে অভিযোগ করে যাচ্ছিলেন যে, সেগুরার দুর্বল প্রশাসন ও অযোগ্যতার কারনে তারা বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে।

অনেকের মতে রাষ্ট্রপতির এই চালের দুটি উদ্দেশ্য রয়েছে, ১) সরকারের সুনাম বৃদ্ধি করা যা সেগুরার প্রতি অভিযোগ করার মাধ্যমে সরকারের মারাত্মক সুনামের ক্ষতি হয়েছিল, ২) ব্যক্তিগত খাত বা প্রাইভেট সেক্টর থেকে সরকারের প্রতি যে সমালোচনা আসছিল বিশেষ করে এনার্জি বা বিদ্যুৎ খাতে যে সমালোচনা, সেগুলো বন্ধ করা। আহি একে কে প্রেন্ডে [স্প্যানিশ ভাষায়] লুইস জোসে এই নামের দিকে দৃষ্টিপাত করেছেন

¿Qué significa que Leonel haya puesto a Celso Marranzini en la CDEEE? Esa fue una jugada con mala fe, con la que se lava las manos y le echa el muerto de la energía a quien más la ha criticado: al sector privado.

Colocar a un empresario famoso, que tiene la buena fe de la mayoría de los sectores, obliga al sector privado a calmarse y a callarse la boca, porque ahora cuando critiquen los apagones no están criticando exclusivamente un funcionario cualquiera, sino que están criticando a don Celso Marranzini, una persona con una trayectoria envidiable que le hace merecer el respeto de muchos.

El lío lo va a tener ahora Celso Marranzini, quien después de criticar tanto a Segura y haberle tirado tan duro al Gobierno, va a tener que hacer una buena gestión si no quiere que lo crucifiquen.

সিডিইইই প্রধান হিসেবে সেলসো মাররাজিনি নাম কি অর্থ বহন করে? এটা দুর্ভাগ্যজনক খেলা, যেখানে (সরকার) তার হাত ধুয়ে রাখে এবং শক্তি উৎপাদনের মতো এক মৃত বিষয়কে তার সবচেয়ে বড় সমালোচক এর হাতে দেয়; প্রাইভেট সেক্টরে কাজ করা এক ব্যক্তির হাতে।

একজন নামকরা ব্যবসায়ীকে এখানে বসানো হয়েছে, প্রাইভেট সেক্টরের সিংহভাগের যার উপর আস্থা রয়েছে। এতে প্রাইভেট সেক্টর শান্ত হয়ে আসবে এবং তারা তাদের মুখ বন্ধ রাখবে। এখন যখন তারা বিদ্যুৎ না থাকা নিয়ে সমালোচনা করতে যাবে তারা আসলে সরকারি কর্মকর্তাদের সমালোচনা করবে না, সমালোচনা করবে ডন সেলসো মাররানজিনির, এমন এক ব্যক্তি যার এক ঈর্ষা জাগানিয়া সাফল্য রয়েছে এবং যে অনেকের কাছে শ্রদ্ধার পাত্র।

এখন সেলসো মাররানজিনিকে সবেচেয় কঠিন কাজটি করতে হবে। তিনি এক সময় সেগুরার সবচেয়ে কঠিন সমালোচক ও সরকারের প্রতি কঠোর ছিলেন। এখন তার এক উত্তম প্রশাসন দরকার যারা তাকে বিপদগ্রস্ত করবে না।

সাধারণ জনতার মধ্যে মাররাজিনির সুনাম অনেকটা মিশ্র। জনতার কেউ আশা করছেন যে তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন। তবে অন্যরা সংশয়ে রয়েছে এবং যে ভাবে তিনি এই পদ গ্রহণ করেছেন তার সমালোচনা করেছে। ডুয়ার্টে ১০১ [স্প্যানিশ ভাষায়] এর রাফায়েল পেরেজ “সেলসো পদ্ধতির” সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, কি ভাবে একটি সরকারি পদ দখল করতে হয়: একজন সরকারি কর্মকর্তার তীব্র সমালোচনা করুন-তবে তা করুন যুক্তির সাথে- যতক্ষণ না রাষ্ট্রপতি এতে ক্লান্ত হয়ে পড়ে, সে সমালোচিত অফিসারকে অপসারণ করবে এবং সমালোচনাকারীকে তার স্থানে বাসবে। আহি কে প্রেন্ডের [স্প্যানিশ ভাষায়] এক পাঠক মারিনো আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন:

Ahora, Una sola pregunta, supuestamente ya sabemos quien es el Ing. Radhames Segura, ahora… quien Conoce al LADRONAZO de Celso Marranzini, que vendia energia con su distribuidora ILEGAL, a una suma de 200% mas cara que lo que el la Compraba… y ahora es el Titular de la institucion que el y su grupo de empresarios tiene QUEBRADO… que carajazo va resolver ese tigre.

এখন আমার মাত্র একটি প্রশ্ন রয়েছে, আমরা ধরে নেই যে আমরা জানি ইঞ্জিনিয়ার রাডহামেস সেগুরা কে ছিলেন, এখন তস্কর সেলসো মাররাজিনিকে কে চেনে, যে তার অবৈধ বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি বিক্রি করছে ২০০% গুন বেশি দামে, যা সে এনেছিল-এখন সে এই প্রতিষ্ঠানের প্রধান, সে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান উভয়ে দেউলিয়া হয়েছে…. এই বাঘ (মাররাজিনি) এখন কোন সমস্যার সমাধান করবে।

সিডিইইই থেকে অপসারণ করার পর রাষ্ট্রপতি ফার্নানদেজ, সরকারের জ্বালানি উপদেষ্টা হিসেবে সেগুরার নাম ঘোষণা করেন। তবে তিনি এই পদ গ্রহণে অস্বীকৃতি জানান এবং জনসম্মুখে ঘোষনা করেন যে তিনি জনতার সামনে তার সুনাম রক্ষায় নিজেকে উৎসর্গ করবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .