মিশর: সীমিত ইন্টারনেট তার অসীম সীমাবদ্ধতা

তার পূর্ববর্তী পোস্টে তারেক আমের টিই-ডাটার ফেয়ার ইউজ পলিসি (ফুপ)বা ন্যায় ব্যবহার নীতির বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন। তারপরে এই নীতির বিরুদ্ধে আরো অনেক প্রতিক্রিয়া মিশরীয় ব্লগস্ফেয়ারে দেখা গেছে। এরপর মিশরীয় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় তার চিন্তাভাবনা পাল্টে ফেলেছে।

ফুপ এর সিদ্ধান্তকে উপহাস করে অনেক ভিডিও তৈরি ও পোস্ট করা হয়েছে। আশরাফ হামাদি লিখেছেন, ইটি ডাটা… আপনার জীবন ধ্বংস করে এবং আদহাম হিটলারকে নকল করে এই অনৈতিক নীতির বিরুদ্ধে একটা ভিডিও পোস্ট করেছেন।

ই১লিথি ইন্টারনেট ব্যবহারকারীদের বিজয় উদযাপন উপলক্ষ্যে পোস্টে লিখেছেন:

استجابة للمطلب الجماهيري برفض قرار سابق حول تحديد الانترنت في مصر، قرر وزير الاتصالات الدكتور طارق كامل بابقاء جميع العقود الحالية لمشتركى الانترنت سارية بدون تعديل وأن نظام الانترنت الجديد “سياسة الاستخدام العادل” استرشادى لمدة شهرين للمشتركين الجدد فقط .
জনতার চাহিদা ও ইন্টারনেট ব্যবহারকারীর আপত্তিকে হিসেবে রেখে মূল্য প্রদান করার নীতির ক্ষেত্রে ড: তারেক কামাল, যিনি তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি ঘোষণা করেন যে বর্তমান ব্যবহারকারী ও চুক্তিবদ্ধদের ক্ষেত্রে ফুপ এর নীতি প্রয়োগ হবে না। তবে এখন যারা ইন্টারনেট সার্ভিস নেবে তারা এই নতুন পদ্ধতি দুই মাস ব্যবহার করে দেখতে পারবে, যাতে সরকার বুঝতে পারে ইন্টারনেট যারা ব্যবহার করতে চায়, তারা কি ভাবে তা ব্যবহার করতে চায়।

তারেক এজ আলদেন এক বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করেন যা আগস্টের ১৩ তারিখে অনুষ্ঠিত হয়:

وكان عدد من مشتركي الانترنت في مصر قد نظموا وقفة احتجاجية الخميس في القاهرة عبروا عن رفضهم للسياسة الجديدة للانترنت.
وكان الاقتراح يقضي بوضع حد معين لمشترك الانترنت من التحميل “download” خلال الشهر الواحد، وإذا تجاوز هذا الحد تقوم الشركة تلقائيا بتخفيض السرعة خلال ما تبقى من أيام الشهر.
ورفع المحتجون خلال وقفتهم أمام مقر إحدى الشركات المزودة للخدمة لافتات حملت شعارات “الداونلود مضر بالصحة.. وقد يؤدي إلى الوفاة” ، “ليه تزنق نفسك.. إحنا إللي حنزنقك بمعرفتنا”، “الانترنت المحدود = تخلف بلا حدود.”
মিশরে এক বিশাল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করে এক নতুন নীতির বিরুদ্ধে, যা তাদের ইন্টারনেট ব্যবহারের পরিমাণকে সীমিত করে দেবে। এই প্রতিবাদের সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করে। এ সবের মধ্যে ছিল “ডাউনলোড বা ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর… ডাউনলোড আপনাকে খুন করে ফেলবে!” “কেন নিজের পরিধি কমাও… আমরা আপনার পরিধি কমিয়ে আনবো!” এবং “সীমিত ইন্টারনেট তার অসীম সীমাবদ্ধতা” ইত্যাদি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .