রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহত

আজ সকালে, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা সশস্ত্র লোক দ্বারা তার ইঙ্গুশেতিয়ার বাসভবন থেকে সশস্ত্র ব্যক্তি কর্তৃক অপহৃত হন। পরে বুকে একটা গুলিসহ তাকে মৃত পাওয়া যায়। মূল ধারার মিডিয়া একে শুধু আর একটা মৃত্যুর খবর হিসেবে জানিয়েছে- যেখানে দেশের প্রথম সারির এই মানবাধিকার কর্মীর মৃত্যুর গুরুত্ব অন্যরকম। কিছু ব্লগার ঘৃণার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Award ceremony
কোভালেভ আর এস্তেমিরোভা রবার্ট শুম্যান মেডেল পাচ্ছেন।

তাহলে, নাতালিয়া এস্তেমিরোভা কে ছিলেন? লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী জ্যাঞ্জার তার সংক্ষিপ্ত বর্ননা দিয়েছেন:

নাতালিয়া এস্তেমিরোভা মেমেরিয়ালের [রাশিয়ার মানবাধিকার সংস্থা] ককেশাস সংক্রান্ত শীর্ষস্থানীয় প্রতিনিধি ছিলেন। চেচনিয়ার কর্তৃপক্ষরা তাঁর কাজ নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেননি। এস্তেমিরোভার মানবাধিকারের কাজ তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে। তিনি আন্না পোলিতকভোস্কায়া পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন (২০০৭), আর সুইডিশ রাইট লাইভলিহুড পুরস্কার (২০০৪) ও পেয়েছেন। ২০০৫ এ ইউরোপীয় সংসদ তাঁকে রবার্ট শুম্যান মেডেল দেয়।

এলজে ব্যবহারকারী নান্সিসেন্সিব এই হত্যা সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন:

কতো কাছে আর কি ভয়ঙ্কর… আমি নাতালিয়া এস্তেমিরোভার বন্ধুদের চিনি…তারা তার জীবন নিয়ে নিল। এটা স্ট্রুগাটস্কাই [কল্প কাহিনী] এর মতো…এর পরে কি? মোমবাতি জ্বালানো… হত্যাকারীদের অভিশাপ দেয়া, আর বিচারকের অফিসে চিঠি দিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের আবেদন করা- হত্যাকারী যারা সম্ভবত ব্যাজ ধারন করে আর হয়তো সংশ্লিষ্ট নিরাপত্তা বলয়ে তাদের অবস্থান আছে।

এলজে ব্যবহারী ফর ইফেল একই ধারায় বলেছেন:

অবশ্যই [এই হত্যা] সম্পর্কিত [চেচেন প্রেসিডেন্ট] কাদিরোভের সাথে। এটা শুধু জানা যাচ্ছে না কিভাবে। তাকে খুশি করতে না রাগাতে, যেমন ছিল পোলিতকোভস্কায়ার হত্যা। এটা সম্পর্কিত (আমি যেমন দেখি) চেচনিয়া আর ইঙ্গুশেতিয়ার মধ্যকার সরকারী সীমান্ত তুলে নেয়ার সাথে তার সোন্দেরকোমান্দের [বিশেষ বাহিনীর] জন্য… নাতালিয়া [এস্তেমিরোভা] আন্না পোলিতকোভস্কায়ার থেকেও বেশী মূল্যবান ব্যক্তি ছিলেন। সাধারনত ককেশাসে কাজ করা প্রত্যেক মানবাধিকার কর্মীর জন্য একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায়। আমি শুধু আশা করি হত্যাকারীরা এটা ভুলভাবে না নেয়: আমি বলতে চাচ্ছি জীবিতের জন্য স্মৃতিস্তম্ভ!

আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা। কোন পরিবর্তন কি এতে হয়? এটা সবার চিন্তা করার মতো একটা প্রশ্ন। তারপরেও, ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বিচার করলে, নাতালিয়া এস্তেমিরোভা রাশিয়ার সংঘাতপুর্ন চেচনিয়া প্রজাতন্ত্রের অনেক মানুষের জন্য পরিবর্তন এনেছিলেন যারা সেখানের প্রতি দিনের জীবনযাত্রায় সংঘাত আর বিভীষিকার মধ্যে দিন কাটায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .