আর্মেনিয়া: লিয়ানা আঘাজানিয়ানের সাক্ষাৎকার

lianaজন্ম ইরানে, কিন্তু বেড়ে ওঠা ও বর্তমানে বসবাস যার আমেরিকায়, সেই লিয়ানা আঘাজানিয়ান একজন লেখিকা এবং আর্মেনিয়ান ব্লগস্ফিয়ারে একজন নতুন ব্লগার। যদিও তিনি তার নিজের ব্যক্তিগত সাইটে ব্লগিং করেন, তার ওয়ার্ডপ্রেস ভিত্তিক ই-জিন (ওয়েব সাময়িকী) ইআনিয়ান এর মাধ্যমে তিনি আর্মেনিয়ার বিকল্প কন্ঠস্বর ও স্বাধীন মিডিয়ার জন্য এক নির্দশন তৈরী করেছেন।

আপনাকে সম্ভাষণ ও স্বাগতম ইআনইয়ান পত্রিকায়, যা এক অন্যতম প্রধান আর্মেনীয় স্বাধীন প্রকাশনা। ইআনিয়ান প্রথমে একটা চিন্তা হিসেবে যাত্রা শুরু করে এভাবে যে আমাদের মন অনেক বছর ঘুমিয়ে ছিল। অনেক ভালো জিনিষের মতো এই ধারনাটা অবশেষে বাস্তবে রুপ লাভ করলো। ইআনিয়ান এর একটা লক্ষ্য রয়েছে যা অনেক আর্মেনিয় প্রকাশনা পালন করতে ব্যার্থ হয়েছে: বস্তুনিষ্ঠ সংবাদ, ফিচার বা প্রবন্ধ এবং গল্প বলা যা প্রশংসা করার যোগ্য। এটা আপনার মেডজাবাবার সংবাদপত্র নয়। এখানে কোন প্রচারণা মুলক সংবাদ নেই। আমরা কেবল সত্য উদঘাটন করি এবং শুধু তার উপর রিপোর্ট করি না, আমরা বিশ্বজুড়ে প্রকাশিত আর্মেনিয় সংবাদ খুঁজে বের করি। এটি তরুণ এবং প্রবীণ উভয় প্রজন্মের আর্মেনিয় এবং আর্মেনিয় নয়, এমন বন্ধুর জন্যও।

পুরো সাক্ষাৎকারটি নীচে শোনা যাবে।

পডকাস্ট: নতুন উইন্ডোজে শুনুনডাউনলোড করুন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .