আজারবাইযান: গ্রেফতারের আগে শেষ টুইট

এমিন মিলি হচ্ছেন আজারবাইযানের তরুণ ও নাগরিক সমাজের অন্যতম দুই অ্যাকটিভিস্টের একজন যাকে গত সপ্তাহে বাকুতে নির্মমভাবে প্রহার করা হয় এবং উল্টো গুন্ডামির অভিযোগে গ্রেফতারের পর শাস্তি হিসেবে দুই মাসের জেল দেওয়া হয়। ২৪শে জুন তিনি একটি টুইটার বার্তা পাঠান। গ্রেফতারের আগে এটা কেবল তার শেষ টুইটার বার্তা ছিল না, এটা ছিল বিশেষ মর্মভেদি একটি বাণী।

“Qurbansız azadlıq olmaz. Ona görə də bu gün mən və mənim kimi adamlar həbs olunmalıdır.” Əbülfəz Elçibəy, 1974.

“ত্যাগ ছাড়া কোন স্বাধীনতা আসে না। আমি ও যারা আমার মতো লোক, তাদের গ্রেফতার করা হবে”। আবুলফেজ এলচিবে, ১৯৭৪

যার বাণী এখানে উদ্ধৃত করা হয়েছে, আজারবাইযানের সেই প্রাক্তন রাষ্ট্রপতি আবুলফেজ এলচিবে সোভিয়েত ইউনিয়নের সময়ে তার ভিন্নমতাবলম্বী কাজকর্মের জন্য গ্রেফতার হয়েছিলেন। যেদিন এমিন টুইট করেছিলেন সেদিন ছিল এলচিবের ৭১তম জন্মবার্ষিকী।

emin-tweet

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .