মেক্সিকো: ভোট রক্ষার জন্যে প্রচারণা

গত জুলাই ৫ এর নির্বাচনে মেক্সিকোবাসীর ভোটের অধিকার রক্ষার প্রচারণার জন্য একটা নতুন ওয়েবসাইট চালু হয়েছিল। সংঘর্ষ, নকল পরিচয়পত্র, ব্যালটে কারচুপি, ব্যালট বাক্সের ক্ষতি সাধন আর স্বচ্ছ নির্বাচনের পথে অন্যান্য প্রতিবন্ধক এড়ানোই এর লক্ষ্য। “কুইডেমোস এল ভোটো” [ভোট সংরক্ষণ করি”] সেই প্রকল্প যা ‘নাগরিক সাংবাদিকতা’র ধারণা অনুসরণ করে নির্বাচনের সময়কার অসামঞ্জস্যতা তুলে ধরেছে টেক্সট বার্তার রিপোর্ট (এসএমএস), টুইটার আর তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।

কুইডেমোস এল ভোটো উশাহিদি প্লাটফর্মের উপরে নির্মিত। এই ওপেন সোর্স প্লাটফর্ম নাগরিকদের সুযোগ দেয় বিপদের সময়ে সহজ আর দ্রুত উপায়ে সেলফোন আর ইন্টানেটের মাধ্যমে তথ্য পাঠানোর ও প্রচারের জন্যে। এটি রিপোর্ট, লিঙ্ক, ছবি আর ভিডিও সংগ্রহ করে এগুলোকে একটা মানচিত্রে স্থাপন করে যেখানে স্থানের ভিত্তিতে তথ্যকে ছাঁকা যায়। এই প্লাটফর্মটি সম্প্রতি মিডিয়া কাভারেজের জন্য ব্যবহত হয়: ২০০৯ এর প্রথম দিকে, সংবাদ নেটওয়ার্ক আল জাজিরা এটাকে গাজার যুদ্ধের রিপোর্টের জন্য ব্যবহার করেছিল আর এর পরে আরেকটি স্বাধীন প্রকল্প এটাকে সোয়াইন ফ্লুর বিস্তারের নজরদারীর জন্য ব্যবহার করে

ল্যাটিন আমেরিকাতে এটাই উশাহিদির প্রথম আনুষ্ঠানিক প্রকল্প। এই প্রকল্প চালু হয়েছে এমআইটির সেন্টার ফর ফিউচার সিভিক মিডিয়ার সাহায্য নিয়ে কিছু বেছে নেয়া লোকেদের সাহায্যে যাদের টেলিকমিউনিকেশন, নগর পরিকল্পনা আর ইলেক্ট্রনিক মিডিয়া সম্পর্কিত জ্ঞান আছে। এই প্রকল্পের নেতাদের মধ্যে আছে অস্কার সালাজার (মেক্সিকোর কোলিমা, টুইটার অ্যাকাউন্ট) আর আন্দ্রেজ লাজোস (মেক্সিকোর ফেডারেল ডিস্ট্রিক্ট, টুইটার অ্যাকাউন্ট, ব্লগ), সাথে আছে জর্গে সোতো (মেক্সিকোর মন্টেরি) আর জোসে ওভিওদো (কোলিমা, ব্লগ)। এই দল উশাহিদি প্লাটফর্মকে স্প্যানিশে ভাষান্তর করতে সাহায্য করে, আর অন্যান্য ল্যাটিন আমেরিকার দলকে একই ধরণের প্রচেষ্টা সহজে করতে সাহায্য করে।

‘কুইডেমোস এল ভোটো’’ মেক্সিকোর জনগণকে আহ্বান করেছেন কোন ধরনের অনিয়ম দেখলে সেটা জানাতে যা তারা দেখেছে বা তারা মিডিয়া থেকে জেনেছে। বেশ কয়েকভাবে রিপোর্ট পাঠানো যায়:

  • ‘কুইডেমোস এল ভোটো’ এর ওয়েবসাইটে পাওয়া ইলেক্ট্রনিক ফর্ম ব্যবহার করে।
  • ৫৫-৩২৬৯-০০৬২ এসএমএস নম্বরে (মেক্সিকোতে) একটা বার্তা পাঠানো, যার মধ্যে অন্তর্ভুক্ত নির্বাচনের অংশ, শহর বা নগর, আর যে ধরনের অসামঞ্জস্য রিপোর্ট করা হবে তা
  • একই তথ্য দিয়ে ইমেইল পাঠানো রিপোর্ট@কুইদেল্মসেল্ভোতো.অর্গ (reporte@cuidemoselvoto.org) এই ঠিকানায়
  • টুইটারের #কুইদেল্মসেল্ভোতো (#cuidemoselvoto) ট্যাগ ব্যবহার করে ঘটনা জানানো

নির্বাচনের সময়ে আরো ভালো রিপোর্ট কিভাবে করা যায় তা জানার জন্য, তাদের প্রতিবেদন ‘কিভাবে ঘটনা রিপোর্ট করা যায়?’ বর্ণনা করে কিভাবে নির্বাচনের অপরাধ চেনা যায় আর কিভাবে তাদের চার অক্ষরের কোডের মাধ্যমে সেই তথ্যকে দ্রুত টাইপ করে পাঠানো যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .