চীন আর উত্তর কোরিয়া: কিম কি চেয়ারম্যান মাও এর মতো?

৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবসে উত্তর কোরিয়া আবারো সাতটা মিসাইল উৎক্ষেপণের পরীক্ষা করেছে আর তাদের মধ্যে কয়েকটা মধ্যম মানের রকেট ছিল যা জাপান আর দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি স্বরুপ। কিম জং ইলকে যখন সাধারণত: উন্মাদ আর একনায়ক হিসাবে দেখানো হয়, চীনের নেটিজেনরা (ইন্টারনেট নাগরিকরা) তাকে চেয়ারম্যান মাও এর সাথে তুলনা করতে উৎসাহী।

‘কিম জং ইল ঠিক চেয়ারম্যান মাও এর মতো!’ শিরোনামে কিয়াঙ্গুও ফোরামের একটি প্রতিবেদন অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে, সরকারের মালিকানাধীন দৈনিক পিপলসের ওয়েবসাইটে। প্রতিবেদনে, সেনা হুমকি মোকাবেলায় কিম জং ইলকে চেয়ারম্যান মাও এর সাথে তুলনা করা হয়েছে। চিবিল্যান্টিং যুক্তি দেখাচ্ছেন:

我们看看毛主席的时代。新中国刚一解放,美国就联合诸国侵略朝鲜。我们保家卫国,支援朝鲜,我们打了过去,美国还是在自己没有胜利的协议书上签了字。印度占我领土,我们打了过去,剑指新德里。苏联占我珍宝岛,我们打了过去,珍宝岛还在我们手中。

আসুন মাও এর শাসনকাল পরীক্ষা করি: চীন মুক্ত হওয়ার পরে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সাথে যোগ দেয় উত্তর কোরিয়াকে আক্রমণের জন্য। আমরা আমাদের দেশকে প্রতিরোধ করেছি আর উত্তর কোরিয়াকে সমর্থন করেছি। আমরা যুদ্ধের মধ্য দিয়ে বেঁচে ছিলাম আর যুক্তরাষ্ট্র বিজয় ছাড়াই শান্তি চুক্তি সই করতে বাধ্য হয়। ভারত আমাদের এলাকা দখল করে আর আমরা নতুন দিল্লীর দিকে দৃষ্টিপাত করি আর যুদ্ধের ভিতর দিয়ে বেঁচে যাই। সোভিয়েত ইউনিয়ন আমাদের জেনবাও দ্বীপ আক্রমন করে, আমরা যুদ্ধ করেছিলাম আর এখন জেনবাও দ্বীপ আমাদের হাতে।

朝鲜射出了卫星,美日韩没敢拦截,成了这一世纪的笑柄!紧接着,朝鲜又进行了核试验。联合国出了个什么几号决议,朝鲜的立场更加强硬。自称可以根据联合国决议可以检查朝鲜“江南号”货船的美国,动用了第七舰队,可是最后还是没敢拦截检查!朝鲜人在挨饿!这也许是真的。但是,金正日没输给奥巴马、李明博、麻生!正像中国的毛主席,没有输给世界一样!金正日就像毛主席!

উত্তর কোরিয়া যখন স্যাটেলাইট উৎক্ষেপণ করে, আমেরিকা, জাপান আর দক্ষিণ কোরিয়া তখন ভয়ের চোটে হস্তক্ষেপ করেনি। এটা কেমন রসিকতা! উত্তর কোরিয়া তার পরে বেশ কয়েকটা পারমাণবিক পরীক্ষা করে আর জাতিসংঘ বেশ কয়েকটা রেজুলিউশন প্রস্তাব করে, কিন্তু উত্তর কোরিয়া তার অবস্থানে আরো শক্ত হয়। যুক্তরাষ্ট্র দাবী করে যে তারা উত্তর কোরিয়ার কার্গো জাতিসংঘের রেজিলিউশন অনুসারে পরীক্ষা করে দেখতে পারে, তবে শেষ পর্যন্ত সেদেশের সপ্তম নৌবহর কোন হস্তক্ষেপ করেনি। উত্তর কোরিয়ানরা না খেয়ে থাকতে পারে, কিন্তু কিম জং ইল ওবামা, লি মং-বাক আর আসোর কাছে হারেনি। ঠিক চীনের চেয়ারম্যান মাও এর মতো, যে দুনিয়ার কাছে হারেননি। কিম জং ইল তাই চেয়ারম্যান মাও এর মতো!

এই লেখার পরিপ্রেক্ষিতে অনেক মন্তব্য এসেছে, যেমন ২২১.২০৫.৩৪ বলেছেন:

金正日只不过是毛主席的一名学生罢了!!!

কিম জং ইল, চেয়ারম্যান মাও এর একজন ছাত্র!!!

আর একজন নেটিজেন, চাইয়ুংচাংজাই ও একমত হয়েছেন:

金正正在学习毛泽东精神,正在学习和运用毛泽东思想!

কিম মাও এর মত বিশ্বাস আর সাহস আয়ত্ব করতে শিখছেন!

গাওশান্মাই বলেছেন:

不要说,金正日的硬骨头的确像毛主席!我们如果有这样像毛主席的领导,人民会感到多么幸福啊!

বলার প্রযোজন নেই, কিমের হাড় মাও এর মতোই শক্ত। আমাদের নেতারা যদি মাও এর মতো হতো, মানুষ সৌভাগ্যবান হত!

222.50.82 আরো বলেছেন:

和老毛不是一个级别的,不过骨气倒不错,至少比我们的政府强

তিনি (কিম) পুরানো মাও কাছে ধারে যেতে পারবেননা, কিন্তু তার হাড় ( চরিত্র) আমাদের সরকারের থেকে শক্ত।

কিম এর পোট্রেট নিয়ে মন্তব্য করতে গিয়ে এঞ্জয় ড্রইং নামে আর একজন চীনা ব্লগার কিমকে মাও এর সাথে তুলনা করেছেন:

当年毛主席说:“枪杆子里面出政权!”现在时代进步了,应该说:“核导弹可以保政权!”

চেয়ারম্যান মাও একবার বলেছিলেন, ‘শাসকরা বন্দুকে বিনিয়োগ করে’। এখন বিশ্ব এগিয়ে গেছে আর এটা এখন হওয়া উচিত ‘শাসকরা পারমানবিকে বিনিয়োগ করে!’

এই ব্লগার ব্যাখ্যা করেছেন কিমকে কেন সটান দাড়ানো অবস্থানে দেখানো হয়েছে:

他也很明白,他和萨达姆不一样,萨达姆在中东是孤家寡人,孤军奋战。而朝鲜身后—站着一个比上世纪抗美援朝时更加强大的中国!

তিনি বুঝতে পারেন যে তিনি সাদ্দাম হোসেন থেকে আলাদা, সাদ্দাম একা লড়ছিল। কিন্তু উত্তর কোরিয়ার পিছনে, শক্তিশালী চীন দাঁড়িয়ে আছে, যেটা গত শতকে কোরিয়া যুদ্ধের সময় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা চীনের থেকে অনেক বেশী শক্তিশালী।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .