আমেরিকা-রাশিয়া: নতুন রাশিয়ার সাথে নতুন সম্পর্ক

imgad-350x38-russia

শান্তি এবং সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার, এগুলো হলো এমন কিছু বিষয় যা আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব পায়। এই সপ্তাহের শুরুতে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদ মস্কোতে এক বৈঠকে বসেন। সমস্যায় জর্জরিত বিশ্বের এক বাস্তবতায়, অর্থনৈতিক মন্দা এবং আবহাওয়া পরিবর্তন-এর মতো গুরুত্বপুর্ণ পটভুমির প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যদিও আমেরিকা- রাশিয়ার সর্ম্পকের উন্নয়নের ক্ষেত্রে আশাবাদ তৈরী হয়েই থাকে, রাষ্ট্রপতি মেদভেদের সাথে সাক্ষাতের আগেই এই আশাবাদের শুরু – প্রধানমন্ত্রী পুতিন এর সাথে বৈঠকের মধ্যে দিয়ে- একজন কল্পনা করতে পারে সত্যিকারের বিষয়গুলো হাতের নাগলেই রয়েছে -পরমানু নিরস্ত্রীকরণ, আফগানিস্তান, ইরান, সার্বভৌমত্ব, গণতন্ত্র ইত্যাদি,- যা নিয়ে ব্লগস্ফেয়ারে বিস্তারিত বির্তক হয়। তা সত্বেও, ৬-৮ জুলাই মস্কোয় অনুষ্ঠিত সভা নিয়ে রাশিয়ান ব্লগস্ফেয়ারের প্রতিক্রিয়া ছিল অনেকটা চরম উত্তেজনাপুর্ণ আবহাওয়ার পতন।
obama-nes1
বারাক ওবামা : নিউ ইকোনমিক স্কুলে দেওয়া ভাষণ- দ্রুগোই এর তোলা

মস্কোর দিকচক্রবাল বা দৃষ্টিভঙ্গি থেকে শুরু করা পুরো ভাবনা ছিল অনেকটা এ রকম যে ওবামার রাশিয়া সফর এর সময় রাশিয়ার ব্লগস্ফেয়াররা তাকে সামান্য সম্বর্ধনার মাধ্যমে সমর্থন জানিয়েছে। উভয় পক্ষের রাজনৈতিক পরিধি এলজে ব্যবহারকারী টারানফ যুক্তি হিসেবে তুলে ধরেন [রুশ ভাষায়], সাধারণ ভাবে বেশীরভাগ লোকই এই সফর সমন্ধে সামান্য আগ্রহ দেখিয়েছে।

[…] যদি পুতিনের মতো কেউ রাশিয়ার কোন মফস্বল শহরে এসে উপস্থিত হয়, তাহলে শহরটি বিশ্রী রকমের পরিস্কার, তৈরী, গোছানো এবং ঝকঝকে দেখাবে।[-] এবং যখন গতকাল ওবামা মস্কো শহরে এসে উপস্থিত হয়, এটা তখনও – যেন তেন একটা শহর- কোন কিছুই আলাদা চোখে পড়েনি[…]

এলজে ব্যবহারকারী লামেরকাহাভ কিছু লাইনের মাধ্যমে ক্রমশ: বর্ণনা করে যাচ্ছেন:

[…] এটা খুব বেশী দিন আগের কথা নয় যখন আমেরিকার প্রতি রাশিয়ার বেশ ভালোবাসার একটা সর্ম্পক ছিল। আমেরিকার প্রতি ব্যবহার এমন ছিল, এক কিশোরী তার আদর্শ বা আইডলের সাথে যেমন ব্যবহার করে। “শীতল রাষ্ট্র” ছিল এই আদর্শ। এখন সময় পাল্টে গেছে। সমস্ত প্রচারমাধ্যম এবং ব্লগে যে আচরল তৈরি হয়েছে তা যেন টক হয়েছে বা পঁচে গেছে, এই ঘটনা নি:সঙ্গ এবং বৃদ্ধ পাণিপ্রার্থীর কথা মনে করিয়ে দেয়, যাকে সবাই পরিত্যাগ করেছে। আমি বোঝার চেষ্টা করেছি না, কেন এমন হলো। দৃশ্যত, এটা উত্তর না পাওয়া কোন ভালোবাসা নয়, কিন্তু সাধারণ ভাবে বলা যায় মানসিকতাই এই রকম[…]

এলজে ব্যবহারকারী নেভজিলিন এই সম্মেলনের চরিত্র বর্ণনা করেন [রুশ ভাষায়]

[…] সাধারণত ঠান্ডা যুদ্ধের সময়কার আবেগকে পুনরায় স্মরণ করা- নিরস্ত্রীকরন এবং মানবাধিকার – এবং মেদভেদ ও পুতিনের প্রতি ওবামার ভিন্ন মনোভাব সমন্ধে সচেতন হওয়া: সাধারণত, সম্মেলন টেবিলে ঠান্ডা সময় উপস্থিত ছিল -রাজনৈতিক বন্দীদের ভবিষ্যৎ এবং অস্ত্রনিয়ন্ত্রণ,[-] শুরু থেকেই ওবামা সাধারণভাবে পুতিন আর মেদভেদের সাথে আলাদা অবস্থান গ্রহণ করেন, কিছু প্রশংসা এবং কিছু নিন্দা, তিনি বলেন যে মেদভেদ সামনে এগোয়, পুতিন তাকে পেছনে টানে[…]

এলজে ব্যবহারকারী ইয়াকুশেভ ধারাবর্ণনা দিয়েই যাচ্ছেন [রুশ ভাষায়] এই সম্মেলনে আভ্যন্তরিন রাজনৈতিক শাখা বজায় ছিল, আমেরিকার উদ্দীপনায় বিশেষত মেদভেদ-পুতিন বিভক্তি যা আসলে উদারনৈতিক এবং রক্ষণশীল দলের আলাদা অবস্থান:

[…] ওবামার মস্কো ভ্রমণের বাস্তবতা কি? আমি অনুমান করছি ওবামা রাশিয়ার ধনী শ্রেণীর উদারনৈতিক নাগরিক অংশকে সঙ্কেত দিচ্ছে তারা যেন আক্রমনাত্বক হয়। যখন তা দৃশ্যমান হয়, তখন ওবামা রাশিয়ার অভ্যন্তরিন রাজনীতিতে যুক্ত হতে আসেন। আমেরিকার রাষ্ট্রপতি ভ্রমণের পুর্বেই পরিস্কার করেন যে তারা রাশিয়ায় কাকে সমর্থন করছে। পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছেন, তার এবং মেদভেদের উন্নয়নে তারা সমস্যার সৃষ্টি করবে না। যখন আমেরিকার এই সাধারণ ধৃষ্টতার কোন সরকারী প্রতিউত্তর দেওয়া হয়নি, কেউ উপসংহার টানতে পারে যে ক্রেমলিন ওবামার সাথে একমত। […]

এমনকি রাশিয়ার বিরোধী দলের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি ওবামার সাক্ষাতের সময়ও তা ভাবা হয় না। মনে হচ্ছে এটি রাশিয়ার ব্লগারদের আনন্দিত করেছে। এলজে ব্যবহারকারী ভি মিলোভ- একজন বিরোধী দলীয় সমর্থক। তিনি লিখেছেন [রুশ ভাষায়]

[…] বিরোধী দলের সাথে ওবামার সাক্ষাৎ সত্যিকার অর্থেই এক হাস্যরসে পরিণত হয়েছে। এটা সত্যই মহৎ লক্ষণ যে অন্য দিক থেকে নেমেৎসভ এবং কাসপরভকে আমাদের দিক থেকে ডাকা হয়েছিল-কিন্তু সকল কিছু ভালো সংবাদও সেখানে ছিল। তালিকায় আরো ছিল মিত্রখিন, গোজমান এবং জিইয়ুগানাভ। রাষ্ট্রের বিভাগগুলো অতীতে একপায়ে দাড়িয়ে ছিল।:)। কিন্তু সত্যিকার অর্থে, এ ধরনের ভীড়ের মাঝে একটা সভা আসলে আমেরিকানদের দিক থেকে একটা সাধারণ পাংচার বা ফুটো যারা এই ধরনের ভ্রমণ
করার প্রস্তুতি নিয়েছে। এ রকম সভায় সত্যিকারের বিরোধী দল অবশ্যই অবশ্যই অংশ নেবে। অতীতের মতো অসহায় হয়ে বসে থাকা কোন চরিত্র নয় ।[…]

মেদভেদ ও ওবামার সত্যিকারের বিষয়গুলোতে একমত হওয়া দরকার। এর মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় নিরাপত্তার মতো বিষয় – যেমন পরমাণু অস্ত্রহ্রাস এবং আফগানিস্থান-এলজে ব্যবহারকারী মালকলমস লিখেছেন[রুশ ভাষায়]:

[…] যে কোন বিষয় নিয়ে আমেরিকার সাথে চুক্তি করা কি ভাবে সম্ভব (বিশেষত এমন সব গুরুত্বপুর্ন বিষয় নিয়ে, স্টার্ট-নামের এক চুক্তি] যখন আমেরিকা প্রদর্শন করে[এক্সএক্সএক্স] রাশিয়ার সাথে[এক্সএক্সএক্স], আমার দৃষ্টিতে এটা মানহানিকর। জ্যাকসন-ভানিক সংশোধন তুলে ধরা না পর্যন্ত আমেরিকার সাথে যে কোন আলোচনা শুরু করা মানহানিকর। এবং বিশেষ করে সেই সমস্ত চুক্তিপত্রে স্বাক্ষর করা যা রাশিয়ার অনুকুলে নয়। আমেরিকার আরেক বার ডুবিয়ে দেবে, যেমনটা সে সবসময় করে, ইয়েলেৎসিন এবং ক্লিনটন এর সময় থেকে।[…]

এর ফলে রাশিয়া যে নতুন অবস্থান তৈরি করলো তার কি হবে? এলজে ব্যবহারকারী অপটিমিস্ট মস্কোর উপর ওয়াশিংটনের নীতির ভিত্তিতে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে:

[…] আমার দৃষ্টিতে নতুন অবস্থান নামক শব্দটি সত্যিকার রাজনৈতিক অর্থে কোন অর্থ বহন করে না। এটা কেবল শব্দের বর্ণনা, গতানুগতিক সাবানের বুদবুদ।[-] এর সকল কিছু আমাদের পর্দায় দৃশ্যমান হয়ে উঠে এসেছে এবং এখন আমাদের কাছে তা অর্থহীন বলে মনে হচ্ছে, যা অতীতের ফিরে আসা, এক ধরনের ব্যবসাও এবং পুর্বে আমাদের যে সম্পর্ক ছিল আমেরিকার সাথে, তাতে কেউ আগে ছিল অথবা কতৃত্বশালি ছিল – তাদের অংশে, যাই হোক কাজেই এখন “পুনরায় স্থাপন করার” করার বদলে কি প্রতিদান দেওয়া হবে”? [-] তারা কি আমাদের আগের মতোই বোকা বানাচ্ছে না। […]

এর ফলাফল কি দাড়ায়, এই অবস্থান থেকে এবং একই রকম মন্তব্য থেকে, কি সামান্য বিশেষত্ব আমেরিকা-রাশিয়া সম্মেলনে তৈরী হয়। এটা অনেকটা গতির সাথে যাওয়া এক স্বাভাবিক কাজ, যেখানে সত্যিকারের আলোচনার বিষয়ে সামান্য গুরুত্ব রয়েছে। কাজেই রাশিয়ার ব্লগারদের প্রতিক্রিয়া বিচার করলে দেখা যাবে মস্কো ২০০৯ আমেরিকা-রাশিয়া সম্মেলন আমেরিকা রাশিয়ার সর্ম্পকের ক্ষেত্রে হয়তো সামান্য পরিমান আঁচড় ফেলবে ।

obama_russia-edit1
ছবি, যদিও উল্লেখ করার প্রয়োজন নেই তবুও জানাই আমেরিকা.গভ/আরইউ থেকে নেওয়া

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .