সিরিয়া: ব্লগিং যন্ত্রণা

সিরিয়ার ব্লগার হোসাম আক্রাস [আরবী ভাষায়] বর্ণনা করেছেন ব্লগের সাথে তার সম্পৃক্ততা এবং অনলাইনে তার চিন্তাভাবনা যা এই পোস্টে তিনি বর্ণনা করেছেন।

কয়েক মাস কম্পিউটারের পর্দার সামনে বসে থাকার পর আক্রাস একটা বিরতি নিয়েছেন।

اليوم ومنذ فترة طويلة على الأقل منذ ثلاثة شهور من التسمر خلف شاشة الكمبيوتر لفترات تتراوح بين 9 إلى 12 ساعة يوميا قررت كسر القيد والخروج في رحلة إلى الهواء وكنت قد أحببت منذ مدة أن أذهب إلى الجامع الأموي وسوق الحميدية يعني دمشق القديمة وفعلا بصحبة زوجتي والأولاد ذهبت في جولة جميلة جدا مابين الحارات التي تعبق برائحة الماضي وجمال الحاضر وتزاوج التراث مع الحداثة ضمن أروقة معشوقتي دمشق القديمة جلسنا في أحد المقاهي القديمة وأكلنا خبز الصاج وطبعا زوجتي لم تفوت التبضع كحال معظم الزوجات لقد مشينا كثيرا حتى تعبنا في الأسواق التي تجذب العيون من كثرة البضائع المختلفة الملونة

আজ তিন মাস ধরে কম্পিটারের পর্দার সামনে প্রতিদিন ৯ থেকে ১২ ঘন্টা বসে থাকার পর আমি এই চক্র ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিলাম ও বাসা ছেড়ে বেড়িয়ে পড়লাম। আমি চাইছিলাম ওমাইদ মসজিদ ও হামিদিয়া স্কোয়ারে বেড়াতে, যার মানে পুরোন দামেস্কে কিছুক্ষণের জন্য ঘুরে আসতে চাইছিলাম। আমরা সাথে ছিল আমরা স্ত্রী ও ছেলেমেয়েরা। পুরোন প্রতিবেশীদের ওখানে আমাদের চমৎকার সময় কেটেছিল, অতীত আত্মার সাথে বতর্মান সৌন্দর্যের এক মিলিত বন্ধন, যা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল। আমরা, প্রিয় দামেস্কের এক সরু গলির পুরোন ক্যাফেতে বসে কিছু সাজ পাউরুটি খেলাম। অবশ্যই আমার সাথে আমার স্ত্রী -দুনিয়ার অন্য সব বিবিদের মতো দোকানে দোকানে ঘুরে কেনাকআটা করার সুযোগ ছাড়লো না। আমরা অনেকটা পথ হাঁটলাম যতক্ষণ না দোকানে প্রবেশ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম। সমস্ত দোকান চোখকে টানছিল উজ্জল রঙ্গীন সব পণ্য দিয়ে।

ব্লগার চালিয়ে যেতে থাকেন:

مضى زمن لم اترك العنان لنفسي للمشي الطويل فجهاز
الكمبيوتر فعلا أتعبني ولكنه تعب أحبه, كثيرا ما كنت أقول لنفسي ما الداعي لكل ذلك ولكن فعلا لعالم التدوين ميزة و لذة لا يعرفها إلا من مارسها عند دخولي إلى البيت أول شيء فعلته هو فنجان القهوة وتشغيل الكمبيوتر لأني فعلا اشتقت لأصدقائي ولمدونتي التي أهملتها بسبب عملي على المدونة الثانية ومحاولة تجهيزها ولكن في كل يوم أتصفح مدونة جديدة أرى فيها أشياء جديدة وأتراجع عن تصميم مدونتي لأحاول تغير التصميم لذلك قررت أن لا أتصفح أي مدونة حتى انتهي من التصميم وأقوم بالنشر مجددا الأفكار كثيرة والمواضيع أكثر والوقت يداهمني لقد قمت بتجهيز خمسين تدوينه على الأقل ولكني لم أعتمد حتى الآن على تصميم المدونة مازلت متردد وابحث عن الأجمل والمريح للقارئ وأعمل على التصميم الكلاسيكي لاني أفضله .واكبر غلطة قمت بارتكابها كانت أنني المصمم والمبرمج والباحث عن المواضيع مما شكل عبء كبير علي لا أتوقع البدء بالنشر قبل شهرين على الأقل
বেশ কিছু সময় অতিক্রান্ত হয়েছে আমার এই পথে এগুনোর। কম্পিউটার আমাকে সত্যিই ক্লান্ত করে তুলছে, কিন্তু এই ক্লান্তি আমি পছন্দ করি। আমি এই সমস্ত কাজের পেছনে কি কারন, তা নিয়ে নিজেকে অনেক প্রশ্ন করেছি। কিন্তু বাস্তবে ব্লগিং বিশ্বের চরিত্র তৈরী হয়েছে এবং যারা ব্লগিং করে তারাই জানে এর আনন্দ। আমি আমার বাসায় প্রবেশ করার পর প্রথম যে কাজটি করি তা হলো এক কাপ কফি পান এবং কম্পিউটার চালু করা। কারন আমি সত্যিই আমার বন্ধু ও ব্লগকে মিস করি বা তাদের সঙ্গ উপভোগ করি। এদের আমি উপেক্ষা করি অন্য ব্লগে কাজ করার সময়, যা আমি এখন তৈরী করছি। প্রতিদিন আমি একটা নতুন ব্লগ দেখি, আমি ব্লগের নকশা বা ডিজাইন পাল্টে ফেলি। যতদুর মনে পড়ে আমি প্রায় ৫০ বার ব্লগের ডিজাইন পাল্টে ফেলেছি এবং এখনো ব্লগের ডিজাইন নিয়ে আমার মন স্থির করতে পারিনি। এ কারনেই যতক্ষণ না এটার ডিজাইন শেষ করে ফেলবো ততক্ষন আমি নতুন কোন ব্লগ দেখতে চাই না। আমি এখনো মন স্থির করতে পারিনি এবং তার দিকে তাকাই, কি করলে তাকে আরো সুন্দর দেখাবে এবং পাঠকরা আরো আরামে তা পড়তে পারবে তা নিয়ে ভাবি। আমি ক্লাসিক বা ঐতিহ্যবাহী ডিজাইনের উপর কাজ করছি। কারন তা আসলে সঠিক। আমি মনে করি আমি সবচেয়ে বড় যে ভুলটি করেছি তা হলো নতুন ব্লগের জন্য একই সাথে ডিজাইনার, প্রোগ্রামার এবং গবেষক হওয়া। এটা আমার জন্য অনেক চাপ তৈরী করেছে। আমি ভাবতে পারি না অন্তত দুই মাসের আগে আমি এই ব্লগ প্রকাশ করতে সক্ষম হব।

এই পোস্টে ব্লগার আমাদের জানাননি তিনি কোন ব্লগের উপর কাজ করছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .