ইরান: প্রতিবাদের জন্যে শিল্প

ইরানে অনুষ্ঠিত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে যখন ব্লগার এবং নাগরিক মিডিয়া ব্যবহারকারী শিল্পীরা তাদের শিল্প কর্ম দিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।

নির্বাচনের ফলাফল বাতিলের সপক্ষে বিক্ষোভ যখন তুঙ্গে উঠছে, প্রতিবাদকারীদের উপর সরকারের দমন ও নীপিড়ন বেড়েই চলেছে। ওদিকে নাগরিক মিডিয়ার কল্যানে বিশ্বের অনেকেই প্রতিবাদের শ্লোগান এবং নীপিড়নের শিকারদের সম্পর্কে জানতে পারছেন।

ব্লগার, ডিজাইনার এবং কার্টুনিষ্ট লেগো ফিস এটি প্রকাশ করেছেন “আমাদের ভোট কোথায়?”:

lego fish

ভোট ফর ইরান হচ্ছে নেদারল্যান্ড থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট যা ইরানের নির্বাচন সম্পর্কে নাগরিক মিডিয়া ও বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর সংবাদ তুলে ধরে। এটি প্রকাশ করেছে “ইরানের প্রতিবাদ সমাবেশের উপর নির্যাতন বন্ধ কর”:

vote for iran

একজন জনপ্রিয় ব্লগার ও অনলাইন কার্টুনিস্ট নিক আহাং কোশার নেদাকে তুলে ধরেছেন, যে সম্প্রতি একটি প্রতিবাদ সমাবেশে গুলিতে মারা গেছেন। তাকে দেখানো হয় এক দেবদুত হিসেবে যাকে তার হত্যাকারী অঙ্গুলী নির্দেশ করে বলছেন ‘তোমারই দোষ ছিল'।

Nik Ahang Kosar

নীচে ফেসবুকে আসলানের আঁকা নেদার স্মরণে একটি পোস্টার।

aslan

সর্বশেষে নীচে রয়েছে একটি কার্টুনের পোস্টার যা কথিত আছে যে প্রতিবাদ সমাবেশগুলোতে বিতরণ করা হয়েছিল। এটি ফার্সী ভাষায় বলছে “আল্লাহ মহান, মিথ্যা বলা খারাপ, রাইফেল খারাপ এবং বুলেটও খারাপ।”

god is great

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .