রাশিয়া: অভিনেতা ওলেগ ইয়াঙ্কোভাস্কির শেষ বিদায়

মে মাসের ২০ তারিখে বিখ্যাত রাশিয়ান অভিনেতা ওলেগ ইয়াঙ্কোভাস্কি ৬৫ বছর বয়সে মস্কোতে মারা গেছেন। তাকে নভোদেভিচি সিমিট্রিতে (সমাধিস্থানে) মৃত্যুর দুদিন পরে কবর দেওয়া হয়। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ভক্ত লেনকম থিয়েটারে উপস্থিত হয়। লাইভজার্নাল (এলজে) ব্যবহারকারী দ্রগোই এই স্মরনীয় ঘটনার উপর এপির তোলা ছবি আবার পোষ্ট করেছেন এবং এলজে ব্যবহারকারী লিওসাট এ সমন্ধে লিখছেন(রাশিয়ান ভাষায়):

মৃতদেহ নিয়ে বিদায় সঙ্গীত গাওয়ার জন্য তারা আধা ঘন্টা আগে তার কফিন বের করে আনে। তাকে বিদায় জানানোর জন্য আমি বাড়ীরটির ভেতর প্রবেশ করতে পারিনি। এমনকি যারা সেখানে বেলা ১১টা পর্যন্ত ছিল তারাও পারেনি। সেখানে অনেক লোক ছিল এবং দুই ঘন্টা ছিল খুব অল্প সময়। দুপুর ১.১৫ মিনিটের পর থেকে লোকজনের পক্ষে আর তাদের প্রিয় (অভিনেতাকে) ব্যাক্তিকে বিদায় জানানো সম্ভব হয়নি। যতক্ষন পর্যন্ত না দেহ বের করে আনা হয়, ততক্ষন পর্যন্ত ভীড় কমছিল না। অন্যদের মতো আমিও ঘিরে রাখা এলাকার বাইরে যারা ছিল, তাদের হাতে ফুল পৌছে দিলাম। যতগুলো নাটকে তিনি অভিনয় করেছেন সেগুলোর সমন্ধে উচ্ছসিত প্রশংসা হচ্ছিল। আজ তার সমর্থনে দুইবার হর্ষধ্বনি উচ্চারিত হয়। আজ প্রথমবার যখন(নিকোলাই কারাচেনটসভ, আরেকজন বিখ্যতা অভিনেতা যিনি ২০০৫ সালে গাড়ী দুর্ঘটনায় বেশ কয়েকবার আহত হন) বিদায় জানাতে আসেন, আমি মনে করি তা সঠিক ছিল। যখন তার কফিন বের করা হয়, তখন আমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে: তিনি আমাদের সকলের মনের গভীরে থাকবেন এবং তার চরিত্রকে মৃত্যু গ্রাস করেছে, এটা ভাবা আমাদের জন্য অসম্ভব। তার স্মৃতির প্রতি ভালোবাস রইলো!

এখানে এই পোস্টের উপর একটা মন্তব্য রয়েছে – এবং সে কারনে ব্লগারের উত্তর:

সিসিইজ:
ধন্যবাদ […] সেখানে যাবার জন্য এবং লেখার জন্য…
লিওসাট:
সাধারণভাবে বলতে গেলে আমি সেখানে আপনাদের জন্য গিয়েছিলাম। এ ধরনের অনুষ্ঠানে আমি সাধারণত যাই না। আমি উপস্থিত ছিলাম বরিস ইয়েলেৎসিনে মৃত্যুর পর (তার বিদায় অনুষ্ঠানে) এবং আজ….

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .