জামাইকা: জিম্মিরা মুক্ত

আজ সকালে (২০শে এপ্রিল, ২০০৯) জামাইকার প্রধান খবর হলো যে মন্টিগো বেতে সাংস্টার আর্ন্তজাতিক বিমানবন্দরে কানাডার এক জেটের কর্মীদের সাথে একটি জিম্মি পরিস্থিতি সৃষ্ট হয়েছে। কানাডার মূলধারার মিডিয়া দ্রুতই জানিয়েছে যে পরিস্থিতি সামাল দেয়া গেছে কোন হতাহত ছাড়া যখন “জামাইকার সেনাদের একটি সন্ত্রাস বিরোধী দল প্লেনে ঢুকে বন্দুকধারীকে নিরস্ত্র করে”। কিন্তু ক্যারিবিয়ান আর প্রবাসী ব্লগাররা এখনো অবিশ্বাসের মধ্যে রয়েছে

বাজান ড্রিম ডায়রি পুরো ঘটনার সময় নিয়মিত আপডেট দিয়েছেন, আর সঙ্গী বার্বাডিয়ান ব্লগার বার‌বাডোজ ফ্রি প্রেস ভেবেছে যে এই ঘটনা পর্যটনকে বাজারজাত করার যে সুযোগ দিয়েছে তা কাজে লাগানো উচিত:

সত্যি যেখানে, যে এই পরিস্থিতি যে কোন স্থানে হতে পারতো- তা হয়নি। এটা জামাইকাতে হয়েছে, যেদেশে পৃথিবীর সব থেকে বেশী সংখ্যক খুন হয় আর এর বন্দুকের সংস্কৃতি জনপ্রিয় সঙ্গীতেও প্রতিফলিত হয়। আমাদের কোন কানাডীয় পাঠক যদি জামাইকাতে ছুটি কাটানোর কথা ভেবে থাকেন, আমরা কি পরামর্শ দিতে পারি যে বার্বাডোজ অনেক বেশী বন্ধুত্বপূর্ণ আর নিরাপদ স্থান হবে ছুটির জন্য।

জামাইকা সল্ট অবশ্য ভাবছেন যে:

সাংস্টার আর্ন্তজাতিক বিমানবন্দরে একটা প্লেনের হাইজ্যাক হওয়া হচ্ছে জামাইকার পর্যটনের পায়ে কুড়াল মারার মতো।

জামাইকার জন্য ঘটতে পারে এটা সব থেকে খারাপ জিনিষ যেহেতু বর্তমানে এরা বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মুখোমুখী হচ্ছে। এই ধরনের আর্ন্তজাতিক শিরোনাম এর থেকে খারাপ সময়ে হতে পারতো না।

কিন্তু একটা আশার আলো আছে:

সুখবর হলো, সকলে অন্তত অক্ষত অবস্থায় বের হয়েছে। এটা একটা বড় আশীর্বাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .