ইরান: বিনামূল্যের আলু নির্বাচনী জ্বরকে বাড়িয়ে দিয়েছে

ইরানী কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহে বিভিন্ন শহরে বিনামূল্যে আলু বিতরণ করেছে। বেশ কয়েকজন রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদের বিনামূল্যে আলু বিতরনকে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণার অংশ হিসাবে আর একে জনগনের টাকা নষ্ট করা মনে করেছেন। ইরানী কর্মকর্তারা বলেছেন যে ইরানে আলুর সরবরাহ বেশী ছিল আর সরকার সেটা শুধু কিনে বিতরণ করেছে। ইরানী তাবনাক সাইট ইশফাহানের একটা বিশ্ববিদ্যালয়ে এই আলু বিতরণের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। বেশ কয়েকজন ব্লগার এই ‘আলু গেট’ কেলেন্কারী নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন।

একজন প্রথমসারীর ইরানী কার্টুনশিল্পী আর ব্লগার নিক আহাং একটি কার্টুন প্রকাশ করেছেন (উপরে দ্রষ্টব্য) যেখানে ‘আলু আহমাদিনেজাদকে বলছে: আমরা আপনাকে সমর্থন করি।’

মোমেইনি, যিনি ভূতপূর্ব প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভিকে সমর্থন করেন প্রেসিডেন্ট নির্বাচনে, মনে করেন বিনামূল্যে আলু বিতরণ আহমাদিনেজাদের ভোট পাওয়ার চেষ্টা। এই ব্লগার লিখেছেন যে ইরানী প্রেসিডেন্ট চার বছর আগে কথা দিয়েছিলেন মানুষের মধ্যে তেলের রাজস্ব বিতরণ করার আর যেহেতু শীঘ্রি প্রেসিডেন্ট নির্বাচন আসছে, কৃষি মন্ত্রনালয়ের এজেন্টরা কোন শব্দ না করে আলু বিতরণ করেছে।

নেমাত সিবিল বলেছেন:

طی روزهای اخیر ده ها کامیون سیب زمینی در شهرستان های اطراف تهران توزیع گردیده است.خانواده های ساکن در این مناطق با تحویل گرفتن کیسه های بزرگ سیب زمینی به صورت رایگان که محدودیتی در تعداد آنها وجود نداشت، از توزیع کنندگان تشکر می کردند.به نظر می رسد ارتباطی میان این سیب زمینی ها و سیب زمینی های توزیع شده در شیراز وجود دارد

সাম্প্রতিক সময়ে, তেহরানের আশেপাশের এলাকায় শত শত ট্রাক আলু বিতরণ করা হয়েছে। যেন যে কারও এইসব আলু পাওয়ার কোন সীমা নেই এভাবে পরিবারের লোকেরা বড় বড় থলে নিয়ে এসে পরিবেশকদের ধন্যবাদ জানাচ্ছে। মনে হচ্ছে এইসব বিনামূল্যের আলু আর যেগুলো সিরাজে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে তার মধ্যে কোন যোগসূত্র আছে।

একজন রাজনৈতিক বিশ্লেষক আব্বাস আব্দি মনে করেন বিনামূল্যে আলু বিতরণ শুধু এর নষ্ট হওয়াতেই সাহায্য করবে, কারন মানুষ যত ইচ্ছা নিচ্ছে তার পরে তা আর সংরক্ষণ করতে পারছে না। তিনি জিজ্ঞাসা করেছেন:

সরকার কেন বিনামূল্যে পেঁয়াজ বিতরণ করেনি আর এই কাজের জন্য ব্যায় করা অর্থের উৎস কি?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .