মিশর কি সাংস্কৃতিক বিপ্লবের দারপ্রান্তে?

বাহা তাহেরের প্রথম আরবী ভাষার বুকার পুরষ্কার, ব্লগারদের বই, ইউসেফ জিদানের আজাজিল নামক বইয়ের বুকার পুরষ্কার, ফেসবুকে সাহিত্য প্রতিযোগিতায় লেখা জমা, সাওয়েরিস ফাউন্ডেশন প্রতিযোগিতা আর উদীয়মান তরুণ প্রতিভাদের লালনের জন্য নতুন সৃষ্টিশীল উদ্যোগ ইত্যাদি গত কয়েক বছর ধরে মিশরের সাহিত্যে এক নতুন মাত্রা এনে দিয়েছে।

রেডিও হোরিত্না একটা নতুন প্রতিযোগিতা শুরু করেছে যেটি তরুণদের উৎসাহিত করে এবং শেখায় পড়তে, সমালোচনা করতে আর বই এর রিভিউ করতে। শায়মা এল জাম্মাল লিখেছেন:

هي مسابقة بعنوان “اكتب .. عن كتاب” .. وكل المطلوب منك أن تكتب لنا عرض عن آخر كتاب قرأته ونال رضاك .. ( لايشترط مجال معين) على أن يشتمل العرض على مميزات هذا الكتاب وأهم أفكاره من وجهة نظرك.
একটা বই নিয়ে …লেখা” হচ্ছে একটি প্রতিযোগিতা যেখানে আমাদেরকে পছন্দের একটি বই এর রিভিউ লিখতে হবে। এতে আমাদেরকে সংক্ষেপে বলতে হবে এই বইতে আলোচনা করা মূল বিষয়গুলো আর কি এটাকে এত বিশেষ করে তুলেছে।

মাহা এলিনানি এই প্রতিযোগীতার শর্তগুলো সম্পর্কে লিখেছেন:

لا يزيد عدد الكلمات فى العرض على 500 كلمة،الا يكون سنك أكبر من 35 سنة،ألا يكون العرض منقولاً عن أي مصدر آخر بمعنى أن تكون أنت صاحب العرض الأصلي.
সর্বোচ্চ ৫০০ শব্দএর মধ্যে লেখাটি হতে হবে আর আপনার বয়স ৩৫ বা এর থেকে কম হতে হবে। রিভিউ আপনার হতে হবে আর অন্য কোন সূত্র হতে উদ্ধৃতি করা যাবে না।

শায়মা এল জাম্মাল আর একটা প্রতিযোগিতা নিয়েও ব্লগে লিখেছেন:

أعلنت وكالة سفنكس بالتعاون مع دار نشر نهضة مصرعن فتح باب المشاركة فى مسابقة “كتاب الزمان”، وذلك منذ بداية شهر فبراير لعام 2009 وحتى نهاية شهر يونيو لعام 2009. …. والمطلوب من المشاركين الإجابة على بعض الأسئلة المذكورة باستمارة الاشتراك، وإرسالها على البريد الإلكترونى الخاص بالمسابقة وسوف يتم إعلان النتيجة فى شهر أكتوبر لعام 2009. المزيد من المعلونات هنا.
নাহদেত মাসর এর সহায়তায় স্ফিঙ্কস এজেন্সি লেখকদের নিমন্ত্রণ করেছে ‘দ্যা বুক অফ টাইম’ (সময়ের বই) প্রতিযোগিতায় লেখার জন্য যা ২০০৯ সালের ফেব্রুয়ারী থেকে জুনের শেষ পর্যন্ত হবে আর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবছর অক্টোবর মাসে। আবেদনকারীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তাদের আবেদন ফর্মে আর প্রকাশকের কাছে সেটা ফেরত ডাকে পাঠাতে হবে। আরো তথ্য এখানে পাওয়া যাবে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .