মেক্সিকো: ইউটিউব সিম্ফনি অকেস্ট্রার জন্য দুজন বাদক নির্বাচিত

ইউটিউব সিম্ফনী অকেস্ট্রা সোশাল মিডিয়াকে ব্যবহার করে এক যৌথ প্রজেক্ট হাতে নিয়েছে যার উদ্দেশ্য হচ্ছে ইউটিউব ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী অডিশন নিয়ে একটি সঙ্গীতে দল তৈরী করা। একদল সঙ্গীতজ্ঞ এবং অন্যান্য ইউটিউবের ব্যবহারকারীরা বিচারক হিসেবে এই অডিশন থেকে বাদকদের যাচাই বাছাই করেছেন। সম্প্রতি সিম্ফনির সদস্যদের নির্বাচন করা হয়েছে যারা একজন চাইনিজ সঙ্গীত পরিচালক তান ডুন-এর বিশেষ ভাবে এই প্রকল্পের জন্যে রচনা করা সঙ্গীত অনুসারে বাদ্যযন্ত্র বাজাবে। তান ডুন বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র যেমন ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন এবং হিরো ছবির নেপথ্য সঙ্গীত রচনা করেছেন। তিনি ইন্টারনেটের জন্যে সিম্ফনি নং ১ এরোইকার রচয়িতা যা নিউইর্য়কের কার্নেগি হলে এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৯০ জন পেশাদার ও অপেশাদার বাদকের দল পরিবেশন করবেন ।

ভিভিয়ের মেক্সিকো (স্প্যানিশ ভাষায়) ব্লগ জানিয়েছে যে মেক্সিকোর দুই বাদক এই আন্তর্জাতিক অকেস্ট্রার জন্য নির্বাচিত হয়েছে। তাদের একজন মেক্সিকোর উত্তরের শহর সালতিলো থেকে আসা বেহলাবাদক ম্যানুয়েল জগবিএল মানানা পত্রিকা অনুসারে (স্প্যানিশ ভাষায়) একজন সঙ্গীতজ্ঞ হিসেবে কার্নেগী হলে বেহালা বাজানো ছিল তার একটা স্বপ্ন:

…desde que tenía como 10 años siempre dije: sabes qué, cuando sea grande quiero tocar en el Carnegie Hall. Con el tiempo esos sueños se esfumaron, y ahora como que me cae el veinte de que, ¡ah caray!, los sueños pueden regresar y materializarse.

যখন আমার বয়স ১০ বছর তখন থেকে আমি বলতাম, “আমি যখন বড় হবো তখন আমি কার্নেগী হলে বাজাবো”। যখন সময় অতিক্রান্ত হতে থাকলো, আমার এই স্বপ্ন হারিয়ে গেল। এখন আমি উপলদ্ধি করলাম আরে! আমার সেই স্বপ্ন আবার ফিরে আসতে শুরু করেছে এবং তা সত্যি হতে যাচ্ছে।

মনটেরি শহরে এক কনসার্টে অংশগ্রহণ করে ম্যানুয়েল জোগবি তার এই নির্বাচিত হওয়ার বিষয়টি উদযাপন করতে যাচ্ছে। এই শহর সে বর্তমানে বাস করে।

(মেক্সিকো থেকে) অন্য যে বাদক নির্বাচিত করা হয়েছে তার সমন্ধে খুব সামান্যই জানা যায়। ইউটিউবে তার নাম ইনটিনসামেনতেএল মানানা পত্রিকা অনুসারে (স্প্যানিশ ভাষায়) সে ভেরাক্রুজ থেকে এসেছে।

বেহলার মতো দেখতে আকারে বড় ভায়োলা নামক বাদ্যযন্ত্রে বাজাতে সে দক্ষ। তার সমন্ধে বিস্তারিত না জানতে পারাটা মেক্সিকোর এই বাদকদের অভিনন্দন জানানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সবাই ইউটিউব-এর মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছে। ব্যবহারকারী এসএএমই৮৬০৩৩১ তার চ্যানেলে মন্তব্য করেছে (স্প্যানিশ ভাষায়):

Que grata sorpresa me encuentro en el periodico cuando leo que un par de mexicanos seran parte de la Orquesta Sinfónica de YouTube!!!!! Mi primera reaccion fue de alegria pero ya que el internet puede conectarnos no importando donde estemos pues, que mejor que felicitarte.

কি এক সুন্দর বিস্ময়! আমি পত্রিকায় পড়লাম মেক্সিকোর দুজন বাদক ইউটিউব সিম্ফোনি অকেস্ট্রার অংশ হতে যাচ্ছে!!! আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আনন্দের। ইন্টারনেট আমাদের সবার সাথে সংযোগ তৈরী করে, কাজেই আমরা কে কোথায় আছি তা কোন বিষয় নয়। তাই ভাবলাম এভাবেই তোমাদের অভিনন্দন জানিয়ে দেই।

মেক্সিকো ছাড়াও, ব্রাজিল থেকে দুইজন এবং কলম্বিয়া থেকে একজন ইউটিউব সিম্ফনি অকেস্ট্রায় অংশগ্রহণ করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .