ইরান: ভূতপূর্ব প্রেসিডেন্টের প্রার্থীতা নিয়ে আশা, সন্দেহ আর প্রশ্ন

গত ৮ই ফেব্রুয়ারী সংস্কারবাদী ভূতপূর্ব প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি ঘোষণা করেছেন যে তিনি পুনরায় প্রার্থী হবেন ২০০৯ সালের ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে। এই ঘোষণা ভার্চুয়াল আর বাস্তব বিশ্বে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বেশ কয়েকজন ব্লগার তাদের আশা, সন্দেহ, প্রশ্ন আর উদ্বেগ জানিয়েছেন খাতামির ব্যাপারে যিনি ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার সমর্থকরা ডিজিটাল টুলস যেমন ফেসবুক ব্যবহার করছেন তাদের প্রচারণার বার্তা পৌঁছানোর জন্য।

‘নায়কোচিত অভ্যর্থনা’

এখানে সিরাজ শহরে খাতামির সাম্প্রতিক সফর আর বক্তৃতা সিরিজের উপরে একটা ভিডিও যেখানে তার সমর্থকরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেয়:

ভূতপূর্ব ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আলি আবতাহি, তার পূর্বতন সহকর্মীর জেতার ব্যাপারে খুবই আশাবাদী। তার ব্লগে তিনি লিখেছেন:

নি:সন্দেহে এই প্রেসিডেন্ট নির্বাচনে দুটি মেরু থাকায় আমরা একটা চিত্তাকর্ষক আর স্বত:স্ফূর্ত নির্বাচন দেখব যেখানে জনাব খাতামি থাকবেন একদিকে আর জনাব আহমাদিনেজাদ অন্য দিকে। ইরান আর বিশ্বের বর্তমান ঐতিহাসিক পরিস্থিতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা স্বাভাবিক যে জনাব খাতামিকে মনোনয়ন দেয়া হয়েছে জেতার জন্য আর বর্তমান পরিস্থিতি পাল্টানোর জন্য জনগণের আকাঙ্খা অনুযায়ী এটা খুব কঠিন কাজ হবে না… যদিও প্রাথমিকভাবে সকল প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করার জন্য আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন শক্তি বিশেষ করে তরুণরা যারা মনে করে যে জনাব খাতামির জয় নিশ্চিত করলে তাদের জীবনধারনের মান বৃদ্ধি হবে। তাই অন্যান্য নেতিবাচক চেষ্টার মুখে হয়ত তাদের আশাবাদী আচরণ প্রভাব ফেলবে।

‘কোন ইশতেহার না’

সব ব্লগার একই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন না। পুইয়া হতাশ যে খাতামি কোন নির্বাচনী ইশতেহার বা কর্মসূচী দিচ্ছেন না। এই ব্লগার বলেছেন [ফার্সী ভাষায়]:

در مورد خاتمی و موسوی اظهار نظر کنم، لااقل اول ببینم اینها چه می گویند، چه می خواهند، چه طرحی دارند؟
دریغ از یک متن کوتاه! …جالب این است که در هیچکدام از نوشته ها نقل قول مستقیمی از آقای خاتمی یا دفتر نماینده ی رسمی او نیست که ما برنامه ی کشورداری مان اینگونه یا آنگونه خواهد بود. من نمی دانم آنها که از حالا رای خودشان را بصورت “چک سفید” به خاتمی داده اند، به کدام حرف و سند رسمی او رای شان را می دهند؟
আমি নিজেকে বলেছি, এখন যেহেতু আমি নির্বাচনের কথা লিখতে চাচ্ছি আর খাতামি আর মুসাভির প্রার্থীতা নিয়ে, প্রথমে আমার জানা দরকার তারা কি বলছে আর তাদের নির্বাচনী ইশতেহার কি। এটা দু:খের বিষয় যে আমি একটি বাক্যও খুঁজে পাইনি… এটা মজার যে খাতামি বা তার অফিসিয়াল ডেপুটির কাছ থেকে কোন উল্লেখ নেই যে তাদের এমন কোন কর্মসূচী আছে দেশকে পরিচালনা করার। আমি সেইসব মানুষকে বুঝিনা যারা তাদের ভোট এরই মধ্যে খাতামিকে দেবে বলে ঠিক করে রেখেছে। আমি বুঝি না কোন ইশতেহার বা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে তারা এটা করছে।

নিকাহাং নামের একজন অগ্রনী কার্টুনিস্ট তার ব্লগে বলেছেন যে খাতামিকে নিয়ে তার কোন সমস্যা নেই কিন্তু সেইসব প্রচারকদের নিয়ে আছে যারা খাতামিকে মানুষের সামনে একটা পণ্য হিসাবে তুলে ধরছে যা বাস্তবের থেকে একেবারেই আলাদা। খাতামি একজন ভালো আর রক্ষণশীল ব্যক্তি যা নিজের সহ্যক্ষমতাকে তার দুর্বলতা হিসাবে দেখায়, তিনি বলেছেন।

‘ভুলে যাওয়া মানুষ’

জেইতুন, যিনি দুইবার খাতামির জন্য ভোট দিয়েছেন, বলেছেন (ফার্সী ভাষায়) যে এখনো তার অনেক সমালোচনা আছে সংস্কারবাদী আর খাতামির কাজ করার ধরনের ব্যাপারে, যেমন পক্ষপাত করা আর নির্বাচনে দেয়া কথা ভুলে যাওয়া। ব্লগার যোগ দিয়েছেন:

به محض رسیدن به قدرت، تمام شعارهای خود را فراموش می‌کنند و تمام هم و غم خودشان را صرف نگهداری قدرت و مسائل شخصی خود می‌کنند. به مردم بی‌اعتنا هستند
ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা সব স্লোগান ভুলে যায়, ক্ষমতা ধরে রাখার সর্বাত্মক চেষ্টা চালায়, আর মানুষকে ভুলে যায়।

আহেস্তাঁ বলেছেন (ফার্সী ভাষায়) যে প্রধান সংস্কারবাদী লোকেরা মানুষের চাহিদাকে গুরুত্ব দেয়না। তিনি খাতামির আর আগের বেশ কিছু প্রথম সারীর সংস্কারবাদীর বেশ কিছু উদ্ধৃতি প্রকাশ করেছেন, যার মধ্যে ৮ বছর আগে খাতামির একটা উক্তি আছে যে সার্ভে অনুসারে শতকরা ৮০ ভাগ মানুষের চিন্তা অর্থনৈতিক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .