কিউবা: নোভা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের প্রকাশ

কিউবার সরকার হাভানার তথ্য ও প্রযুক্তিগত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প মারফত তৈরি করা তাদের নিজেদের সংস্করণের ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম অবমুক্ত করেছে। তারা আশা করে নোভা বায়রে নামক এই নতুন সিস্টেমের দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে ৫০% সরকারী কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ থেকে সরানো যাবে। এর উন্মোচন করা হয় ইনফর্মাটিকা ২০০৯ আন্তর্জাতিক কনভেনশন আর মেলায়

Tux
“টাক্স গুয়েভারা” গ্রাফিক্স ব্রুনোসিবির তৈরি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত

নোভা বায়রে সফ্টওয়ারের উন্নয়ন করা হয়েছিল কারন কিউবার দ্বীপে আইনগতভাবে সফ্টওয়ার পাওয়া কঠিন এই কারনে কিছুটা কিন্তু অন্য কারনেও, যেমন ল্যাটিন আমেরিকান প্রযুক্তি সাইট ফেয়ারওয়ার এর জিরোজেন লিখেছেন, ”কিউবা মাইক্রোসফট সফটওয়ার থেকে বিপদ দেখছে কারন আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো এদের অ্যাক্সেস কোড পাবে।”

এই সিস্টেমের উন্নয়ন সরকারের নীতির সাথে সম্পৃক্ত করে করা হয়েছে বলা হচ্ছে। পেনালতিমোস ডিয়াস ইউসিআই এর ওপেন সোর্স সফটওয়ার ডিপার্টমেন্টের ডিন হেক্টর রড্রিগেজের একটা মন্তব্য উদ্ধৃত করেছে যিনি বলেছেন:

“El movimiento del software libre es más cercano a la ideología del pueblo cubano, sobre todo por la independencia y soberanía. El software privativo puede tener agujeros negros y códigos maliciosos que uno no conoce.”

“ওপেন সোর্স সফটওয়ার প্রচারণা কিউবার মানুষের চিন্তার সব থেকে কাছাকাছি, সব থেকে বেশী স্বাধীনতা আর সাবভৌমত্বের কারনে। ব্যক্তিগত সফটওয়ারে ক্ষতিকর কোড আর লুকানো কিছু থাকতে পারে আর যা অন্যে হয়ত জানে না।”

এই সফটওয়ারের নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে ব্যবহারকারী নোভা বায়রে ডাউনলোড করতে পারবে আর ফোরামে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে পারবে। ব্লগারস কিউবার টিবিএস এরই মধ্যে সুযোগ পেয়েছেন নোভা বায়রাকে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা আর তার সংক্ষিপ্ত একটা রিভিউ দিয়েছেন:

Ya tuvimos la oportunidad de probarlo por acá en una máquina virtual y nuestra primera impresión fue bastante buena. Hace todo lo que por defecto la mayoría de las demás distribuciones de Linux para usuarios: realizar trabajos de oficina, reproducir archivos de música y video, navegar por Internet y mensajería instantánea, ver fotografías y utilizar otras múltiples aplicaciones para un mejor desempeño laboral o de ocio.

Como ya dije es una distribución enfocada al usuario final, a mi consideración bastante amigable e intuitiva. Según el nivel de estabilidad y rendimiento que demuestre podría ser la ideal para ser utilizada en el proceso de migración que realiza el país hacia Software Libre de usuarios provenientes y acostumbrados a sistemas como Microsoft Windows.

আমাদের এরই মধ্যে সুযোগ হয়েছে এটাকে একটা ভার্চুয়াল মেশিনে চালানোর আর আমাদের প্রথম ধারণা আসলেই ভালো। বেশীরভাগ লিনাক্স পরিবেশক তাদের ব্যবহারকারীর জন্য যা যা করে তা এতে আছে: অফিসের কাজ, খেলা, সঙ্গীত আর ভিডিও ফাইল, ইন্টারনেটে খোঁজা আর তাৎক্ষনিক মেসেজ পাঠানোর, ছবি দেখা এবং এছাড়াও কাজ ও অবসরের জন্যে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।

পরিবেশনা অবশ্য ব্যবহারকারীর উপরে নির্ভর করে আর আমার মতে, এটা খুবই ব্যবহার বান্ধব আর অন্তর্জ্ঞানলব্ধ। স্থায়ীত্ব আর পরিবেশনার মাপকাঠিতে দেশের ওপেন সোর্স সফটওয়ার এর দিকে যাত্রার পথে এটার ব্যবহার আদর্শ বিশেষ করে সেইসব ব্যবহারকারী দ্বারা যারা মাইক্রোসফট উইন্ডোস এর মতো পদ্ধতি ব্যবহার করে থাকে।

এটা একটা ইউটিউব ভিডিও রয়েছে যেখানে নোভা বায়রের কাজের একটা স্ক্রিনশট আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .