ইথিওপিয়া: হাত বিহীন ছেলেটা

দ্যা বয় উইদাউট আর্মস (হাত বিহীন ছেলেটা) ইথোপিয়ার বালক আশেলিউকে বাঁচানোর জন্য একটি তহবিল সংগ্রহের প্রচেষ্টা। এখনে আশেলিউ এর গল্প: কয়েক বছর আগে আশেলিউ তার বাবা মার এইডস রোগ নিয়ে মন খারাপ করে থাকতো, আর তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো যাতে সে নিজেকে মেরে ফেলতে না পারে। শিকল তার দুই হাতের রক্ত প্রবাহ বন্ধ করে দেয়ায় তার হাত দুটো তাকে হারাতে হয়। এখন তার বাবা মা মারা যাওয়ায় আশেলিউ আর তার ভাই এখন একা। আর শহর এখন উৎসুক দেখার জন্য তাদেরকে কি করে সাহায্য করা যায়, আর তার সাথে অন্যান্য অনাথ বাচ্চাদেরও।

আশেলিউ এর জন্য টাকা তোলার প্রচারণা চেষ্টা করছে এই দু:খজনক পরিস্থিতির উন্নয়নের উদ্যোগকে ‘করুণা হিসেবে নয়, সাহায্য করার অবলম্বন‘ হিসেবে পরিণত করতে:

আমরা একটা কষ্টকর পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাই, ‘করুণা হিসেবে নয়, সাহায্য হিসেবে'। এটা করার জন্য, আমাদের দরকার বন্ধুর সাহায্যের… একবারে ১০ ডলার করে।

পরিকল্পনাটা এখানে দেয়া হলো:

আমরা এটা করতে চাই, আর এটা সারা জীবনের নির্ভরতার একটা প্রতিকার: আমরা আশেলিউ আর তার ভাইকে একটা দীর্ঘস্থায়ী রোজগারের ব্যবস্থা করতে সাহায্য করব।

আপনার উপহার এটাকে সম্ভব করবে।

আমরা তাদের আর শহরের নেতাদের আথে বসে তাদের জন্য একটা পরিকল্পনা করেছি। আশেলিউ এর ভাই একটা গাধার গাড়ি চালাতে পারে আর এইভাবে কিছু রোজগার করতে পারে। আর আশেলিউ স্বাভাবিকভাবে সংগঠিত আর একটা ছোট দোকান চালাতে পারে (কিছু তরুণকে কাজে লাগিয়ে) আর তাদের রোজগারের চাহিদা এইভাবে পুরন করে।

তাই আমরা আশেলিউ আর তার ভাইকে এই দোকান তৈরি করে দেব! (এর সাথে এটা বাড়ী/দোকান হবে যেখানে তারা থাকতে পারবে, রাস্তায় থাকার বদলে)।

একদল স্বেচ্ছাসেবী ফেব্রুয়ারির ১৫ তারিখে ইথিওপিয়াতে যাবে শহরের লোকের সাথে দোকান আর বাড়ি নির্মানে সাহায্য করতে এবং আরো ৩-৪টা এইডস আক্রান্ত পরিবারকে সাহায্য করার জন্য।

হাতবিহীন ছেলের এই প্রচারনা ইউটিউবেও আছে

সাইটে দাতাদের তালিকাতে আছে:

এখানে একটা বেগবান তালিকা আছে যারা আশেলিউ কে দোকান পেতে আর অন্যান্য এইডস আক্রান্ত পরিবারকে বাড়ী পেতে সাহায্য করছে এই ৪৮ ঘন্টার প্রচারনার মাধ্যমে (দয়া করে জানাবেন আমি আপনার উপহার যদি না পেয়ে থাকি!)

আর www.TheConvergingNetwork.com কে ধন্যবাদ (মিচেল অ্যাশলে) এই সাইটে কারিগরি সহায়তা করার জন্য!

যদি আপনি সাহায্য করতে বা হাতবিহীন ছেলে প্রচারণা সম্পর্কে আরো বেশি জানতে চান আপনি এই সাইটে যেতে পারেন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .