নিকারাগুয়া: সমন্বয়ের মাধ্যমে বেড়ে ওঠা ব্লগের জগৎ

নীচে একটি ই-মেইল সাক্ষাৎকার রয়েছে আল্ভারো বেরোটেরানের সাথে যিনি নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি নিকারাগুয়ার ব্লগ জগৎের নতুন আর পুরোনো ব্লগগুলোকে তুলে ধরছেন। বেরোটেরান গ্রানাডা শহরে থাকেন আর এখন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন, কিন্তু পেশাগতভাবে তিনি একজন অঙ্কনশিল্পী। সম্প্রতি ওয়েব ২.০ টুল যেমন টুইটার এর মাধ্যমে বেরোটেররান নিকারাগুয়ার ব্লগের জগৎের অন্যান্যদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন ব্লগস নিকারাগুয়া নামে নতুন একটা প্রকল্প শুরু করতে।

গ্লোবাল ভয়েসেস: কবে নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু হয়?

আল্ভারো বেরোটেরান: প্রায় এক বছর আগে, আমি নিকারাগুয়া ওয়াই সু ব্লগ শুরু করি নিকারাগুয়ার ব্লগগুলোকে তুলে ধরার ইচ্ছা নিয়ে। আমি খুঁজে দেখেছি যে নিকারাগুয়ান কোন ব্লগ ডিরেক্টরী নেই, যদিও আমাদের পাশ্ববর্তী দেশগুলোর আছে। আমার নিজেকে একটু পৃথক, একা মনে হলো, আর ব্লগের জগত সম্পর্কে বেশী কিছু জানতাম না। আমার ওই কথাটা মনে আছে, ”পথিক, কোন রাস্তা নেই, নিজে হেঁটে রাস্তা তৈরি করতে হয়।” আর তাই নিকারাগুয়া ওয়াই সু ব্লগের জন্ম হয়।

জিভি: প্রথম দিকের কোন কোন ব্লগ পড়ার কথা আপনার মনে আছে?

এবি: আমি ৫টা ব্লগ দিয়ে শুরু করি, যার মধ্যে সারগিও সিম্পন্সনের ব্লগটি বেশ জনপ্রিয় ছিল। নিকারাগুয়ান ব্লগ ক্যাটেগরীর মধ্যে আমি নিকারাগুয়ার সাথে সম্পৃক্ত সকল ব্লগকে যোগ করা শুরু করি। নিকারাগুয়ান ব্লগ কমিউনিটি শুরু করার জন্যে আমার প্রচেষ্টা বেশ ভালোভাবে গ্রহণ করে প্রসিদ্ধ ব্লগাররা। বায়রোন কোরালাসকে ধন্যবাদ, যে কেউ এই ব্লগে লিঙ্ক করতে পারে আর এই কমিউনিটির অংশ হতে পারে, যাতে আমরা জানতে পারি যে নতুন ব্লগারের অস্তিত্ব আছে আর তারা যেন একা বোধ না করে।

জিভি: নিকারাগুয়ান ব্লগ কমিউনিটির নিজেদের সাথে সম্পর্ক কেমন?

এবি: কয়েক মাস আগে, আমি আমার টুইটার অ্যাকাউন্ট পুন: চালু করেছি আর তখন আমি বুঝিনি যে এর মানে হবে যে নিকারাগুয়ার ব্লগগুলো আরো শক্তিশালী হবে। এখানে আমি রড্রিগো পেনাল্বা, জুয়ান অর্তেগা, এডলফো ফিতোরিয়া, এলি হেরিরা, ইগোর আর অন্যান্যদের মতো মানুষকে পেয়েছি যারা আমার স্বপ্নকে সত্যি করতে হাত মেলাতে রাজী ছিল। স্বপ্নটি হল নিকারাগুয়ান ব্লগ কমিউনিটিকে সংগঠিত করে সবার কাছে তুলে ধরা ও প্রচার করা।

দেড় বছরের মধ্যে, আমার ব্লগ বেশ কিছু চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু কিছু বিশাল সফলতার মুহুর্তও কাটিয়েছে। হেরে যাওয়া একটা যুদ্ধ হলো নিকারাগুয়ানদের একটা বিনামূল্যের সাইট দেয়া ব্লগ হোস্ট করার জন্য। এর একটা উদাহরন হলো ব্লগ্নিকা.কম। আমি আবার চেষ্টা করার আশা রাখি। একটা সফলতা হলো কিছু নিকারাগুয়ান ব্লগারদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি, যারা তাদের অভিজ্ঞতার কথা তাদের ব্লগে বলে। এই উদ্যোগের প্রতি সমর্থন দেখা যায় একে অপরের সাথে একটা ব্লগ রিং এ যুক্ত হওয়া দেখে।

জিভি: নিকারাগুয়ান ব্লগ জগৎের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি?

এবি: এখন আমরা আগের থেকেও বেশী সুগঠিত। নিকারাগুয়ান ব্লগ কমিউনিটির জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি আর আমরা টুইটারেও আছি জুয়ান অর্তেগার কাজকে ধন্যবাদ এর জন্য। কিন্তু এখনো অনেক কিছু করার আছে, আর ইগোরকে ধন্যবাদ, সব নিকারাগুয়ান আর বাকি পৃথিবী জানতে পারবে নিকারাগুয়ার ব্লগ জগতে কি হচ্ছে ব্লগস নিকারাগুয়াতে গেলেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .