ল্যাটিন আমেরিকার ব্লগাররা রিয়েলিটি টেলিভিশনে যোগ দিয়েছে

রিয়ালিটি শো অন দ্যা রোডশেভ্রলে আর ন্যাটজিও একটা রিয়েলিটি শো শুরু করেছে যেটার মধ্যে সারা দক্ষিণ আমেরিকা জুড়ে গাড়ি চালানো, পর্যটন, গ্যাজেট আর ব্লগিং এর মিশ্রন আছে। অন দ্যা রোড এগেইন নামক প্রোগ্রাম ৬টি ভিন্ন দেশের ৬জন ব্লগারকে অনুসরণ করেছে গাড়ি চালিয়ে ও ভ্রমণ করে। আর তাদের অভিজ্ঞতা স্ট্রিমিং ভিডিও, ব্লগ পোস্ট আর ছবির মাধ্যমে লিপিবদ্ধ করা হচ্ছে যা পরে ন্যাটজিও চ্যানেলের একটা অনুষ্ঠানে দেখানো হবে। চিলি থেকে লিও প্রিতো লিখেছেন:

Durante las próximas 6 semanas, se irán publicando en el canal de YouTube de On The Road Again y serán transmitidos por NatGeo, los “webisodios” de cada uno de los blogueros. El programa comienza esta semana, con la transmisión de mi viaje por el norte de Chile. Luego continúa con Fabio Baccaglioni (Argentina), Inti Acevedo (Venezuela), Rafael Ziggy (Brasil), Rafael Bayona/Patton (Colombia), y un bloguero por definir en Ecuador.

পরের ৬ সপ্তাহ ধরে প্রত্যেকজন ব্লগারদের প্রযোজিত একটা করে ‘ওয়েবিসোড’ পর্ব ইউটিউব চ্যানেলে অন দ্যা রোড এগেইনে প্রকাশ করা হবে আর তার পরে ন্যাটজিও দেখাবে। অনুষ্ঠানটি এই সপ্তাহে শুরু হবে, আমার যাত্রা উত্তর চিলিতে দেখানো দিয়ে। পরে এটা চলবে ফাবিও বাক্কাগ্লিওনি (আরজেন্টিনা), ইন্তি আকেভেদো (ভেনিজুয়েলা), রাফায়েল জিগ্গি (ব্রাজিল), রাফায়েল বায়োনা/ প্যাটন (কলাম্বিয়া) আর ইকুয়েডরের একজন ব্লগার যাকে ঠিক করতে হবে।

নীচের ভিডিওতে লিও প্রিতোকে উত্তর চিলির মরুভুমিতে পরিত্যাক্ত খনির শহর চাকাবুরোতে দেখা যাবে:

রাফায়েল জিগ্গি ব্রাজিল থেকে ব্যাখ্যা করেছেন:

Fui convidado para participar de um projeto chamado On The Road Again. Esse é o nome de um serviço que será lançado em breve pela Chevrolet para compartilhar fotos, vídeos e histórias de viagens online. É destinado a viajantes, aventureiros, enfim, pessoas que gostam de pegar o carro e botar o pé na estrada.

অন দ্যা রোড এগেইন নামে একটা প্রকল্পে আমাকে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। এটা একটা অনলাইন সার্ভিসের নাম যা অদুর ভবিষ্যতে শেভ্রলে শুরু করবে আমাদের যাত্রার ছবি, ভিডিও আর গল্প প্রচার করার জন্য। এটা যাত্রী, অভিযাত্রী আর সাধারণভাবে সেই সব মানুষের জন্য যারা পছন্দ করে গাড়িতে উঠে রাস্তায় নিজেদেরকে দেখতে।

ব্লগাররা এরই মধ্যে এই আহ্বানে সাড়া দিচ্ছে: তারা এই ওয়েবসাইট দেখছে, মন্তব্য করছে এমনকি থাকছে আর যাত্রা করছে প্রবলভাবে এই সাইটে থাকা বাছাই করা ৫ জন ব্লগারের সাথে। মাতিয়াস দুত্তো একটা পর্ব দেখেছেন আর তার নিজের অভিজ্ঞতার কথা তার মনে পড়েছে:

El episodio de Leo Prieto en la campaña On the Road Again, me hizo recordar uno de los lugares mas espectaculares: se trata de un escenario fantástico, casi irreal: San Pedro de Atacama. Ahí me quedé sin moverme casi una semana, porque se cortó el Paso de Jama – frontera con Argentina – por mal tiempo (me tocó pasar justo el invierno Boliviano) Gracias a la buena ayuda de un camionero chileno pude regresar a Jujuy, aquí mi cara de alegría y frío al mismo tiempo:

অন দ্যা রোড এগেইন প্রচারণায় লিও প্রিতোর পর্ব আমাকে একটা খুব সুন্দর জায়গার কথা মনে করিয়ে দিয়েছে: এটা অভুতপূর্ব, প্রায় অজাগতিক দৃশ্য: আটাকামার সান পেদ্রো। সেখানে আমি প্রায় এক সপ্তাহের জন্য আটকা পড়েছিলাম, কারন জামা পাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল- আর্জেন্টিনার সাথে সীমান্তে- খারাপ আবাহাওয়ার কারনে (আমাকে বলিভিয়ার শীতে যাত্রা করতে হয়েছিল)। চিলির একজন ট্রাক চালককের সাহায্যকে ধন্যবাদ আমি জুজুইতে ফিরতে পেরেছিলাম, এখানে আমার খুশি আর ঠান্ডা মুখ:

মাতিয়াস দুত্তোর ছবি এখানে দেখতে পারবেন

অন্য ব্লগাররা যারা এটা নিয়ে উত্তেজিত তারা কলম্বিয়াতে আছেন। তারা কিক স্ট্রিমিং ভিডিও প্লাটফর্মে একই সাথে দেখছেন সহ ব্লগার প্যাটনের সাম্প্রতিক সংবাদ, যা টুইটার দ্বারা আপডেট হয়।

এই আপডেটে, তিনি জানিয়েছেন কলম্বিয়ার ফুটবলের কিংবদন্তি পিবে ভালদেরাম্মা যে বাড়িতে জন্মিয়েছিলেন আর বড় হয়েছিলেন সেখানে যাওয়ার কথা, আর পিবের বাবার সাথে তার সাক্ষাতের ভিডিও পোস্ট করেছেন:

এল গেরেন্তে মন্তব্য করেছেন:

En fin, adivinen quen fue el blogger colombiano escogido…

noo no soy yo, ya hubiese querido, pues es Patton, mentor bloguero de este espacio, el mismo que me ha dado consejos desde el comienzo y con quien se ha forjado una buena amistad…

ভেবে দেখেন কে কলম্বিয়ার পছন্দের ব্লগার হলো…

না, আমি না, আমি আশা করেছিলাম যদি হতাম, বরং এটা প্যাটন, এই মিডিয়ায় ব্লগারের বিজ্ঞ পরামর্শদাতা, একই ব্যক্তি যে শুরু থেকে আমাকে ভালো পরামর্শ দিয়েছে আর যার সাথে আমি ভালো বন্ধু হয়েছি।

আরও ব্লগার এই ব্যাপারে লিখেছেন। উদাহরণস্বরুপ, মারিয়া তার ঈর্ষার কথা জানিয়েছেন:

Por eso cuando en la blogocosa colombiana se supo que el mentado Patton se iba de viaje durante una semana por cuenta de Chevrolet, la gran mayoría de nosotros no pudo hacer más que morderse un codo de la envidia y desearle lo mejor en su expedición.

কলম্বিয়ার ব্লগের লোকে যখন জানতে পারলো যে উপরে উল্লিখিত প্যাটন শেভ্রোলের খরচে সপ্তাহব্যাপী সফরে যাবে, আমাদের মধ্যে বেশীরভাগের কিছু করার ছিলনা হিংসায় নিজের কনুইতে কামড় দিয়ে তাকে তার যাত্রার জন্য শুভকামনা জানানো ছাড়া।

ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে এরই মধ্যে লিও প্রিতো আর ফাবিও বাক্কাগ্লিওনির চিলি আর আর্জেন্টিনার অভিযাত্রা প্রকাশিত হয়েছে আর তাদের ফ্লিকারের পাতায় ছবিও আছে।

শেষের এই ভিডিও আর্জেন্টিনা থেকে যেখানে ফাবিও অ্যান্ডেস পাহাড়ের একটা খাড়ি দিয়ে নেমে যাচ্ছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .