ভিডিও: কোস্টা রিকান শিল্পী ফাইন আর্টের ক্লাসিক ডিজাইন নিয়ে কাজ করেছেন

ম্যুরালকোস্টা রিকান একজন কার্টুনিস্ট আর শিল্পী ফ্রান্সিস্কো মুঙ্গুইয়া বিভিন্ন ফাইন আর্ট ক্লাসিক ডিজাইনকে বিশ্লেষন করেছেন আর বর্তমানে কোস্টা রিকান শিশুদের জাদুঘরে একটি প্রদর্শনী করছেন। তবে আপনাকে কোস্টা রিকা পর্যন্ত যেতে হবে না তার কাজ দেখতে: এটা গ্যালারি স্টাইলে প্রেজেনটেশন হিসেবে ইউটিউবে আপলোড করা আছে। মুঙ্গুইয়া ডিজে পাল্প চ্যানেলে তিনি তার বেশ কিছু এনিমেশন আপলোড করেছেন আর তার সাথে জাদুঘরে তার প্রেজেন্টেশনের প্রচারণার ক্লিপ:

কোস্টা রিকাতে মুঙ্গুইয়া পরিচিত হয়েছেন ম্যুরালিস্ট হিসাবে: তার শিল্পকর্ম “অক্ষর আর সংখ্যার কার্নিভাল” বর্তমানে কোস্টা রিকার সব থেকে বড় ম্যুরাল, আর তার শিল্পকর্ম সান জোসে এর বিষাদ্গ্রস্ত এলাকার দেয়ালেও শোভা পায়। তার অন্য চ্যানেল মুঙ্গুইয়া ভিলাল্টায় প্রকাশিত নীচের ভিডিওতে, তিনি ম্যুরাল আকঁবার প্রক্রিয়া রেকর্ড করেছেন যেখানে আপনারা কমিউনিটির অংশগ্রহণ দেখতে পারেন। তারা তাদের পাড়ার দেয়াল ভরিয়ে দিচ্ছে পোষা প্রানীর জন্য প্রাণীর ব্যবস্থাপনার প্রচারণা করে বার্তা দিয়ে, যা কোস্টা রিকার প্রাণী রক্ষা সোসাইটির (এএনপিএ) সাহায্যে করা হয়েছে। তিনি এএনপিএর সাথে বেশ কিছু কাজ করেছেন, টি-শার্ট, ক্যালেন্ডার আর এসোসিয়েশনের অন্যান্য জিনিষে ডিজাইন আঁকার মাধ্যমে প্রচারণা করেছেন তাদের ব্যবস্থাপনায় রাখা প্রানীদের আশ্রয়কেন্দ্রের জন্য টাকা তুলতে। নীচের ভিডিওতে লস গুইডো এলাকার একটা ম্যুরাল:

নীচের ম্যুরাল লস কুয়াদ্রোসে আঁকা হয়েছিল:

তার চ্যানেলে স্টপ মোশন আর এনিমেশন ভিডিও ও আছে, যেমন এই শেষেরটা কুকুর নিয়ে, যা স্টপ মোশন এনিমেশনে করা হয়েছে কুকুরের খাবার কিব্বেল দিয়ে।

ফ্রান্সিস্কো মুঙ্গুইয়া সমবেত শিল্পীর দল লা কাসা দে লা পাল্মেরা (পাল্ম গাছ বাড়ীর) অংশ, আর তাদের কাজের ব্যাপারে আরো আপনি জানতে পারেন তাদের ব্লগে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .