আমি কেন আফ্রিকার বিষয়ে ব্লগে লিখি

কয়েক দিন আগে থিওফাইল কুউয়ামুয়ো নামে আবিদজানে (আইভরি কোস্ট) তে থাকা একজন ব্লগার একটি মিম (দেখাদেখি যা সবাই করে) শুরু করেন যেখানে তিনি ব্লগারদের জিজ্ঞাসা করেন তারা আফ্রিকা সম্পর্কে ব্লগ করে কেন:

Bloguons nous pour la diaspora et le vaste monde, coupé de nos contemporains sur le continent ? Blogue-t-on sur l'Afrique comme on blogue sur l'Europe ou l'Asie ? La blogosphère afro-orientée a-t-elle quelque chose de spécifique à offrir au concert de l'universel version 2.0 ?

আমরা কি এই মহাদেশের হালনাগাদ খবর বাদ দিয়ে প্রবাস জীবন আর পুরো পৃথিবীর উপর ব্লগ করি? এশিয়া বা ইউরোপের মতো আফ্রিকা সম্পর্কেও কি একই গুরুত্ব নিয়ে ব্লগিং করা হয়? আফ্রিকা সংশ্লিষ্ট ব্লগগুলোর কি পৃথিবীর ২.০ সংস্করনকে দেয়ার মতো বিশেষ কিছু আছে?

Africa Map

কয়েকজন সহ আফ্রিকান ব্লগারকে ট্যাগ করার পরে, টিওফাইল নিজেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন:

Je blogue sur l'Afrique avec joie parce que je crois que c'est de nos voix individuelles et mêlées que naîtra la renaissance africaine qui arrivera aussi sûrement que le rêve de Martin Luther King est devenu réalité quarante années plus tard. Je lis les blogs afro-orientés avec bonheur parce qu'ils me donnent une image moins monolithique et moins catastrophiste du continent et de ses habitants.

আমি আফ্রিকার ব্যাপারে আনন্দ নিয়ে ব্লগ করি কারন আমি বিশ্বাস করি যে আমাদের ব্যক্তিগত আর সম্মিলিত কন্ঠের জোরে আফ্রিকাতে একটি নবজাগরন অঙ্কুরিত হবে, যেটা মাটিন লুথার কিং এর স্বপ্নের মতো নিশ্চিত হয়েই আসবে চল্লিশ বছর পরে। আমি আফ্রিকা সংশ্লিষ্ট ব্লগ আনন্দ নিয়ে পড়ি কারন এর মাধ্যমে এই মহাদেশের আর এর বাসিন্দাদের কম একঘেয়ে আর খারাপ চিত্র পাওয়া যায়।

অনেক ফরাসী ভাষাভাষী ব্লগারদের মধ্যে যারা মিমে অংশগ্রহণ করেছিলেন আর টিওফাইলের প্রশ্নের ব্যাপারে কিছু চিন্তা করেছিলেন, এখানে তাদের উত্তর থেকে বাছাই করা কিছু অংশ দেয়া হলো।

আইভরি কোস্ট থেকে হিলায়রে কুয়াকুউ:

… parce que l'Afrique ne peut se soustraire du monde. Ensuite bloguer sur l'Afrique, est la preuve que ce continent a une vie, existe, a des voies.

… কারন আফ্রিকা পৃথিবী থেকে পালাতে পারবে না। তাই আফ্রিকা সম্পর্কে ব্লগ করলে, এটা প্রমান হয় যে এই মহাদেশের প্রাণ আছে, এটার অস্তিত্ব আছে, আর এটার নিজস্ব ধরন আছে।

ক্লাউডস:

Je voudrais pour nos petites sœurs, nos petits frères et nos enfants une Afrique respectée dans le monde car devenue digne et sure d’elle.

আমাদের ছোট ছোট ভাই বোন আর সন্তানদের জন্য আমি চাইব এমন একটা আফ্রিকা যেটা পৃথিবীতে সম্মানিত, গর্বিত আর স্বয়ং সম্পূর্ণ।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের লাতেলিয়ার দে মেদিয়াস অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে বুরকিনা ফাসোর রামাতা সোরে বলেছেন:

Parce que l'Afrique, fait partie du monde,
Parce que ce chaleureux Continent fait toujours l'actualite
c'est le Continent aussi dechire par le cri de ses Enfants
[…]
Parce que c'est un Continent qui existe tout simple
Et parceque c'est Nous l'Afrique.

কারন আফ্রিকা পৃথিবীর অংশ,
কারন এই উষ্ণ মহাদেশ সব সময়ে খবরে থাকে
এটা সন্তানদের কান্নায় জন্ম নেয়া একটা মহাদেশ।
[..]
কারন এটা অস্তিত্ব আছে এমন একটা মহাদেশ, ব্যাস
আর কারন আমরা আফ্রিকা।

আফ্রিকা ২.০:

* Essayer de gommer la mauvaise image qui colle à ce continent à mon niveau
* Rencontrer d’autres personnes ayant le même idéal
* Informer les autres peuples sur les réalités africaines
* Faire bouger les choses
* Participer au débat planétaire
* Faire entendre la voix de l’Afrique
* Discuter de nos problèmes et essayer d’y apporter des solutions

  • নিজেদের অংশগ্রহণ দ্বারা এই মহাদেশের গায়ে যে একটা খারাপ ভাবমূর্তি যুক্ত আছে তা মুছে ফেলার চেষ্টা করা
  • একই আদর্শের লোকের সাথে সাক্ষাত করা
  • আফ্রিকার বাস্তবতা সম্পর্কে মানুষকে অবহিত করা
  • জীবনে গতিময়তা আনা
  • বিশ্ব বিতর্কে অংশগ্রহণ করা
  • আফ্রিকার কন্ঠ বিশ্বকে শোনানো
  • আমাদের সমস্যার কথা আলোচনা করে সমাধানের চেষ্টা করা

মাদাগাস্কার থেকে মেইন্টাইকলি আফ্রিকা সম্পর্কে সাধারণ কিছু বদ্ধ ধারণা যোগাড় করেছেন এটা ব্যাখা করার আগে যে অন্যদের থেকে এরা কতো আলাদা:

…l'Afrique n'est pas seulement la couleur noire, elle n'est pas seulement synonyme de SIDA, ni de guerre civile à tout bout de champ. Elle n'est ni la malnutrition, ni la pauvreté ni la misère, ni la mortalité infantile. Elle n'est pas la corruption, les pirates, le braconnage, la lutte pour le pouvoir, les dettes, les safaris, les pyramides, ni les paysages exotiques, ni le Sahara, ni Mugabe et compagnie, ni les lions et les éléphants etc…

L'Afrique c'est aussi le berceau de l'humanité, le berceau de toute civilisation, le sourire de sa population, son sens de l'accueil et de l'hospitalité, l'amitié, sa population, son diaspora, l'espoir d'un jour meilleur, le soukouss, la diversité de ses habitants, la diversité du paysage, l'esprit de famille et les valeurs familiales, le maghreb, l'accent qui caractérise tant un africain mais qui vous rend nostalgique loin de votre pays, kouakou, les couleurs vives , sa culture diversifiée etc…

… আফ্রিকা শুধুমাত্র কালো রঙ না, এটা শুধুমাত্র এইডসের প্রতিশব্দ না, বা প্রত্যেক বাকে গৃহযুদ্ধ না। এটা অপুষ্টি না, বা দারিদ্র, বা কষ্ট, বা শিশু মৃত্যু। এটা শুধু দূর্নীতি, দস্যু, পশু হত্যা, ক্ষমতার দখল, দেনা, সাফারি, পিরামিড, সুন্দর দৃশ্য, সাহারা, মুগাবে আর দল, বা হাতি আর সিংহ, ইত্যাদি না…

আফ্রিকা মানব সভ্যতার জন্মভূমি, সব সভ্যতার জন্মভূমি, তার জনসংখ্যার হাসি, আতিথেয়তা আর স্বাগত জানানোর ধারণা, বন্ধুত্ব, এর জনসংখ্যা, এর প্রবাসী জনগোষ্ঠী, ভালো দিনের আশা, সুকুস সঙ্গীত, বসবাসকারীদের মধ্যে বিচিত্রতা, পরিবারের ধারণা আর মুল্যবোধ, মাঘরিব, একজন আফ্রিকানের সভাবজাত বাচনভঙ্গী যার জন্য কুয়াকুউ আপনি মন খারাপ করবেন। উজ্জ্বল রঙ, দেশের বিচিত্র সংস্কৃতি…

আর শেষে তিনি উত্তর দিয়েছেন যে কেন তিনি আফ্রিকা সম্পর্কে ব্লগে লিখেন:

[…] parce que je suis africaine, et fière de l'être. Une africaine qui connaît mal l'Afrique mais qui l'aime et qui souhaite qu'on jette un regard nouveau sur ce continent, un regard qui transcende les clichés qui lui sont associés, un regard au delà de l'opinion touristique, et des maux de l'Afrique pour voir aussi l'autre côté de la médaille.

কারন আমি একজন আফ্রিকান, আর এই জন্য গর্ববোধ করি। একজন আফ্রিকান নারী যে আফ্রিকাকে খুব ভালো করে জানে না, কিন্তু ভালোবাসে আর যে এই মহাদেশের একটা নতুন চেহারার আশা করে। এমন একটা চেহারা যা এর সাথে যুক্ত গতানুগতিক ধারণাকে কাটিয়ে এগিয়ে যাবে, একটা চেহারা যা পর্যটকের ঋণাত্মক মতামতের বাইরে, আর তার সমস্যার বাইরে মুদ্রার অপর পীঠ দেখার জন্য।

(উপরের আফ্রিকার ম্যাপটি গত অক্টোবরে বারক্যাম্প আফ্রিকায় অংশগ্রহণকারীরা সবাই মিলে তৈরি করেছিল। মানেনোর ফ্লিকার ফটোস্ট্রীমের সৌজন্যে। )

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .