ব্রাজিল: বেআইনি আগুণ জাতীয় পার্ককে হুমকির মুখে ফেলছে

একমাসের বেশি সময় ধরে বাহিয়ার চাপাডা দিয়ামান্তিনা জাতীয় পার্ক পুড়ে যাচ্ছে। ব্রাজিলের পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী জাতীয় পার্কের ১৫২০ স্কোয়ার কিলোমিটার অঞ্চলের প্রায় অর্ধেকটা পুড়ে গেছে, যার মধ্যে ৭৫০০০ হেক্টর বন (প্রায় নিউ ইয়র্ক শহরের সমান এলাকা)। প্রায় ৫০০ জন- অগ্নি নির্বাপক দল আর স্বেচ্ছাসেবী আগুণের সাথে যুদ্ধ করছে। ধারণা করা হচ্ছে যে চারনভূমির জন্য খামারের মালিকরা বেআইনিভাবে আগুণ লাগিয়ে বন উজাড় করতে চেয়েছে। শুধুমাত্র প্রচুর বৃষ্টি এই আগুণ থামাতে পারবে, কিন্তু এই মাসের শেষে তার তেমন সম্ভাবনা নেই।

পাওলো বিকারাতো ভাবছেন (পর্তুগীজ ভাষায়) যে যদি কারন জানা থাকে (এবং এটি প্রথমবার না) তবে কেন আসামীদের ধরা হচ্ছে না:

Como se ninguém soubesse disso. Se as causas são conhecidas, só se pode deduzir que há conivência por parte de alguém. Triste, muito triste ver que todo ano é a mesma coisa.

যেন কেউ এটা জানত না। যদি কারন জানা থাকে, তাহলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এটায় কারো যোগসাজশ আছে। দু:খজনক, খুবই দু:খজনক যে প্রতি বছর একই জিনিষ দেখতে হচ্ছে।

মারিলিয়া মিলার দেখিয়েছেন যে (পর্তুগীজ ভাষায়) ইচ্ছাকৃতভাবে আগুণ লাগানো ছাড়াও, কর্তৃপক্ষ কাজ করতে অনেক সময় নিয়েছে:

O que mais nos incomoda, portanto, sem dúvida, é a morosidade das autoridades competentes em viabilizar os recursos às brigadas voluntárias, que estão deixando de apagar fogo por falta de equipamentos (EPIS e Material de Combate) e de apoio logístico, tais como deslocamento e alimentação. O Governo do Estado, como sempre, está ausente, desconsiderando completamente o fato de que a Chapada Diamantina é a provedora de água dos baianos (80% das águas do estado nascem nessa região).

কোন সন্দেহ ছাড়া যে জিনিষ আমাদেরকে সব থেকে বেশী চিন্তিত করে তা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী যোগানে ঢিলেমী ফলে তারা সেসব জিনিষের অভাবে আগুণ নেভাতে পারেনি। এগুলোর মধ্যে ছিল একা আর সম্মিলিতভাবে অগ্নি নির্বাপনের যন্ত্র আর লজিস্টিক সাহায্য যেমন যাতায়াত আর কর্মীদের খাদ্য। চাপাডা দিয়ামান্তিনা হচ্ছে বাহিয়ার প্রধান পানি সরবরাহের উৎস (দেশের ৮০% পানি এই অঞ্চল থেকে আসে) এই বাস্তবতা অগ্রাহ্য করে সরকার বরাবরের মতো অনুপস্থিত ছিল।

সাবারবিওএম্ফোকো ব্লগ চিৎকার করছে:

- PORQUE O SILÊNCIO? PORQUÊ A FALTA DE DIVULGAÇÃO DA GRANDE MÍDIA?????

এ নিয়ে নিরবতা কেন? কেন প্রচার মাধ্যমগুলো এটা নিয়ে কথা বলছে না?

জে জুইজ সোয়ারেস জিজ্ঞাসা করেছেন যে এটা কি একটা বেহেস্তের সমাপ্তি কিনা:

É possível uma coisa dessas? No Brasil, é.
Não conheço a Chapada. Na verdade, sonho com ela há anos, como um paraíso distante a ser explorado; destino daquela que seria a minha maior viagem pelo Brasil; roteiro que planejo intimamente, a ser percorrido de mochila nas costas – sem planos e sem destino. Um sonho que, parece, vai se perdendo em meio à ganância, incompetência e irresponsabilidade.
Só resta contar com a interferência Divina, mais uma vez.

এটা কি সম্ভব? হ্যা ব্রাজিলে সম্ভব।

আমি চাপাডায় যাইনি। আসলে এটা নিয়ে আমি বছরের পর বছর স্বপ্ন দেখেছি, দুরের একটা বেহেস্ত যাওয়ার জন্য। ব্রাজিলে আমার সব থেকে আকাঙ্খিত ভ্রমণের জায়গার এই পরিণতি। এই যাত্রা আমি কতদিন ধরে পরিকল্পনা করেছি যে ব্যাকপ্যাক নিয়ে কোন উদ্দেশ্য ছাড়া সেখানে ঘুরে বেড়াব। এই একটা স্বপ্ন যা মনে হচ্ছে হারিয়ে যাবে লোভ, অযোগ্যতা আর দায়িত্বহীনতার কারনে।

যা আশা করার আছে তা হলো আবার ইশ্বরের হস্তক্ষেপ।

Chapada

Chapada

২০০৫ সালের জুলাই মাসে ছবিগুলো তুলেছেন উইলিয়াম কিটজিঙ্গার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। তার চাপাডা দিয়ামান্টিনা অ্যালবাম দেখুন।

চাপাডা দিয়ামান্তিনা একসময়ে হীরা আর সোনার বড় উৎস ছিল কিন্তু এখন উন্নতি করেছে পরিবেশ পর্যটনের উপর ভরসা করে। লাগাতার শুকনো মৌসুম আর প্রবল তাপের কারনে ছোট আকারের আগুণ লাগা এই এলাকায় স্বাভাবিক আর সাধারণত তা নিজে থেকেই নিভে যায়। বড় আগুণ লেগেছিল ১৯৯৮ আর ২০০৩ সালে কিন্তু এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চাপাডা তার প্রাচুর্য একেবারের মতো হারাতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .