কিউবা: নিবর্তনের শিকার

“যারা কিউবাকে ভালবাসেন তাদের জন্যে যা ঘটেছে তা খুবই হৃদয়বিদারক। দশ দিনের মধ্যে দুইটি ধ্বংসাত্মক হারিকেন শষ্যক্ষেত ধ্বংস করেছে, টেলিফোন আর বিদ্যুৎের খুঁটিগুলো তছনছ করেছে এবং প্রায় তিন লাখেরও বেশী বাড়ীর ক্ষতি বা ধ্বংস করেছে।” সার্কলস রবিনসন নামক হাভানার এক ব্লগার বলছেন “(এই ক্ষতি সামলাতে) আগামী বেশ কিছু বছরের জন্যে কিউবার উন্নয়ন কর্মসূচী থেমে গেল”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .