সৌদি আরব: শন কোম্বস এর জন্য বিনামূল্যে কোন তেল নয়

আমেরিকান র‌্যাপার শন পাফ ডিড্ডি কোম্বস তার ‘সৌদি আরবের ভাই বোন’ আর অন্যান্য তেল উৎপাদনকারী দেশের কাছে অনুরোধ করেছে তাকে তেল দান করার জন্য যাতে সে তার ব্যক্তিগত প্লেনে চালাতে পারে।

মাল্টি মিলিওনিয়ার এই গ্র্যামী পুরস্কার বিজয়ী বলেছেন যে তেলের উচ্চমূল্যের কারনে তার ব্যক্তিগত প্লেন ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে পড়ছে, আর তাকে বানিজ্যিক প্লেনে যাতায়াত করতে হচ্ছে। নিম্নের ভিডিওব্লগে সে তার আবেদনটি করেছে:

সৌদি আরবের ব্লগাররা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সৌদি জিন্স ফোড়ন কেটেছেন:

আমেরিকান র‌্যাপার শন পাফ কোম্বস তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করেছে, আর বলেছেন যে এর ফলে ব্যক্তিগত প্লেনে করে মাসে দুইবার নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেসে তিনি যেতে পারছেন না। তিনি সৌদিদের কাছে প্রার্থণা করেছেন যে তাকে বিনামূল্যে কিছু তেল পাঠানোর জন্য যাতে আবার তার ব্যক্তিগত প্লেনটি উড়তে পারে। দু:খিত ভাই, এই তীর থেকে তুমি কিছুই পাবে না, কারন, যদি কোন কারনে তুমি না জেনে থাকো, আমাদের বাড়ীর পিছনে তেলের কুয়ো নেই বিনামূল্যে দিয়ে দেয়ার মতো।

রাশেদ আবু-আলশামহ যোগ করেছেন:

পাফি বলেছেন যে আসা – যাওয়ায় তার খরচ হয় ২ লাখ আমেরিকান ডলার আর তিনি এই খরচ চালাতে পারেননা। ভিডিওতে তিনি তার ‘সৌদি ভাই বোনদের’ কাছে আবেদন করেছেন তাকে বিনামূল্যে তেল পাঠানোর জন্য যাতে তার ব্যক্তিগত প্লেনটি আবার উড়তে পারে।

আমার মনে হয়না উড়োজাহাজের তেলের চালান তিনি অল্প সময়ের মধ্যে পাবেন যেহেতু সৌদিরা বার বার দেখিয়েছে তেলের মূল্যের ক্ষেত্রে তারা কতো কঠোর হতে পারে। অতি ধণী শিল্পী পাফি সৌদি রাজপরিবারে কোন ব্যক্তিগত অনুষ্ঠানে পরিবেশনের নিমন্ত্রন পেতে পারেন, কিন্তু তিনি অবশ্যই বিনামূল্যে কোন তেল পাবেন না, এর জন্যে তিনি আমার সাথে বাজি ধরতে পারেন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .