মিশর: সংসদ পুড়ছে

সম্প্রতি মিশরের সংসদ ভবনে আগুন লাগার পরে সে দেশের ব্লগাররা হতবিহ্বল হয়ে পড়েছে। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই প্রাসাদটি আগুনে পুড়েছে যা বর্তমানে শুরা (পরামর্শসভা) কাউন্সিলের কার্যালয়। সেখানে আগুন কিভাবে লেগেছে তা সম্পর্কে এখনও সরকারী ভাষ্য জানা যায় নি। ব্লগাররা টগবগ করে রাগে ফুঁসছেন ও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আরবী সংবাদ পোর্টাল হরিতনা তার পাঠকদের প্রত্যক্ষদর্শীদের ভাষ্যসহ আগুন নেভানোর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। মুসলিম ব্রাদারহুড সাইট ইখওয়ান অনলাইন এই প্রাসাদে অগ্নিকান্ডের উপর একটি পরিপূর্ণ এলবাম প্রকাশ করেছে।

বাকরি হাসান এই অগ্নিকান্ডকে মিশরীয় কেলেন্কারী হিসেবে অভিহিত করেছেন এবং মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারককে ইস্তফা দিতে বলেছেন। তিনি লিখেছেন:

رمز مصر يحترق
الان يحترق رمز مصر
تابعوا احدث فضائح مصر المدوية
الدولة المصرية عاجزة حتي الان عن السيطرة علي حرق رمزها
وصلنا الي النهاية سيادة الرئيس
سيدي الرئيس استقيل قبل ان تحرق البلد كلها وليس رمزها فقط
تابع علي الفضائيات والمواقع حريق مصر

মিশরের প্রতিমূর্তি আগুনে পুড়ছে
এখুনি, মিশরের প্রতীকটি পুড়ে যাচ্ছে
মিশরের কেলেন্কারীর খবর শোন
মিশর সরকার তার প্রতীককে রক্ষা করতে পারছে না
জনাব রাষ্ট্রপতি, এখানেই পথের শেষ হচ্ছে
শুধু প্রতীক নয়, সারা দেশ পুড়ে যাওয়ার আগে
দয়া করে ইস্তফা দিন
মিশরের অগ্নিকান্ডের খবর শোন স্যাটেলাইট চ্যানেলে
আর ইন্টারনেটে

এবং আমর এজ্জাত অভিযোগ করছে যে মিশরের কর্তৃপক্ষ আল বালিদ সংবাদপত্রের দ্বিতীয় সংস্করন নিষিদ্ধ করে দিয়েছে অগ্নিকান্ডের উপর তাদের প্রতিবেদনের জন্যে। এই ব্লগার বলছেন যে এই সংবাদপত্রের শিরোনামে ছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র অগ্নিকান্ডে বিনষ্ট হয়েছে।

ওদিকে তাহিস মনে করছেন যে অগ্নিকান্ড থামানোর জন্যে প্রচেষ্টার অভাব ছিল:

رياح ايه اللي بيتكلموا عليها؟
هي فين الرياح دي؟ طب انا عايزة حد يحلف لي على المصحف ويقول انشالله يعمى بعنيه لو حس باي رياح
انا شايفة بعيني اتنين بيطفوا الحريق في التلفزيون
اتنين…..اتنين يا بشر
ده لو الناس اللي ملمومة تفت على مجلس الشورى اللي بيتهد دلوقت كانت طفت

তারা কোন বাতাসের কথা বলছে?
কোথায় গেল সেই বাতাস? আমি চাচ্ছি কেউ কোরান শরীফ ছুঁয়ে শপথ নিয়ে বলুক যে সে কোন বাতাস অনুভব করেছে আর মিথ্যা হলে যেন সে অন্ধ হয়ে যায়।
আমি টিভিতে দেখছি যে শুধুমাত্র দুজন লোক আগুন নেভানোর চেষ্টা করছে। দুইজন.. শুধু দুইজন।
যদি সবাই মিলে ঝাঁপিয়ে পরত শুরা কাউন্সিল রক্ষা করতে, আগুন এতক্ষনে নিভে যেত।

যখন আগুন ছড়াচ্ছিল, মিশরীয়রা টুইটার ব্যবহার করে একে অপরকে জানাচ্ছিল ব্যাপারটি। ওয়ায়েল খলিল জানাচ্ছেন এই আগুনের কারন সম্বন্ধে:

الغلطة غلطة المبني-قديم وكله خشب

এটি এই প্রাসাদটিরই সমস্যা- এটি বেশ পুরোন এবং কাঠের তৈরি।

মালেক আগুনের গন্ধ সম্পর্কে অভিযোগ করছেন:

ولاول مره اشم ريحة الحريق من ساعة المجلسين ماولعوا,الريحة سيئة فعل

দুইটি কক্ষ পুড়ে যাবার পর আমি প্রথম আগুনের গন্ধ পাচ্ছি এবং বেশ দুর্গন্ধ!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .