সার্বিয়া: স্থানীয় ব্লগাররা রাদোভান কারাজিকের গ্রেপ্তার আলোচনা করছে

(ভেরা সার্কোভিচের কন্ঠে এই পোস্টটির একটি অডিও সংস্করনও আপনারা শুনতে পারবেন। অডিও প্লেয়ারের মাধ্যমে সরাসরি শুনতে চাইলে লেখাটির শেষের দিকে দেখুন)

স্রেব্রেনিচা গণহত্যার ১৩ বছর পূর্তির কয়েক দিন পর রিপাব্লিকা স্রেপস্কার ভূতপূর্ব প্রেসিডেন্ট রাদোভান কারাজিক গ্রেপ্তার হন। এই হত্যাযজ্ঞে ৭০০০ এর বেশী লোককে মেরে ফেলা হয় যাদের মধ্যে বেশীরভাগ মুসলিম নাগরিক ছিল।

জুলাই ২১-২২ এর রাতে পৃথিবীব্যাপী গুরুত্বপূর্ণ সব প্রচার মাধ্যম আর সার্বিয়ার স্থানীয় প্রায় সব মিডিয়া তার গ্রেপ্তারের খবর দিয়েছে।

সার্বিয়ার ব্লগ জগতের অনেক ব্লগার এই সংবাদে অবাক হয়েছেন। নীচে তাদের কয়েকজনের প্রথম প্রতিক্রিয়া:

তার ব্লগে স্লাইক আই দগাজাগি লিখেছেন:

আমি যখন আমার পোর্টল্যান্ডের ভ্রমণের উপরে একটা লেখা প্রস্তুত করছিলাম, তখন আমি সংবাদ পেলাম যে রাদোভান কারাজিক গ্রেপ্তার হয়েছে। আমি বিশ্বাস করতে পারিনি যে এটা সত্য, কিন্তু এই সংবাদ সব ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।

বি৯২ প্লাটফর্মের ব্লগার হিউ গ্রিফিটিস এটা ইংরেজীতে লিখেছেন:

আমরা অনেকে মনে করিনি যে এই দিন আসবে, যে গোপন পুলিশ, অপরাধী আর ধর্মগুরুদের এই পাপীত্রয় যারা আপনাকে নিরাপদ রেখেছে তারা আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনাকে স্বাধীনতা দেবে। কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে নিরাশাবাদীরাও ভুল প্রমাণিত হয়, অন্তত কোন কোন সময়।

আকুল্টুরার ব্লগার দীনহিসবিশ তার সন্তুষ্টি জানিয়েছেন কারাজিকের গ্রেপ্তারের খবরে:

আমি খুশি যে এই সরকার প্রস্তুত আর তাদের ইচ্ছা আছে সেই সমস্যার মুখোমুখি হওয়া ও মোকাবেলা করা যা সার্বিয়াকে এখনো ৯০ এর জাহান্নামের দিকে টেনে নিচ্ছে।

ডক্টর ব্লগের মিশা ভূতপুর্ব যুগোস্লাভিয়ার জন্যে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইবুনাল (আইসিটিওয়াই) কে তিরষ্কার করেছেন, কিন্তু লিখেছেন যে যদিও তিনি এই বিচারে বিশ্বাস করেন না, তিনি সার্বিয়া রাদোভান কারাজিকের থেকে বেশি ভালোবাসতেন:

রামুস হারাদিনাজি আর নাসের ওরিখ এর মতো অপরাধীদের মুক্তির কারনে হেগের ট্রাইবুনালের যতই বদনাম থাকুক না কেন, আর রাদোভান কারাজিক যতই নিরাপরাধ হোক না কেন (ইশর তাকে প্রমানে সাহায্য করবে?) সার্বিয়া সব সময় আমার জন্য প্রথম জায়গা।

[display_podcast]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .