ভেনিজুয়েলা: ইয়ারের নৃত্যরত শয়তানদের ঐতিহ্য

ছবি: জেকক্স – ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত

ইয়ারের নৃত্যরত শয়তান (ড্যান্সিং ডেভিলস অফ ইয়ারে) হচ্ছে ভেনেজুয়েলার একটি পাগান-খ্রীস্টিয় উৎসব এবং অত্র অঞ্চলের শিল্প ও সংস্কৃতির প্রকাশ যেটি পবিত্র বৃহস্পতিবারের পরবর্তী নবম বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়। এটি কি তা বোঝার জন্যে ইয়ারের নৃত্যরত শয়তান সংক্রান্ত উইকিপিডিয়া আর্টিকেলটি পড়ে দেখতে পারেন। সেখানে কিছূ ভাল ব্যাখ্যা রয়েছে এবং কিছূ পত্রিকার ভাল রিপোর্টও রয়েছে:

ইয়ারের নৃত্যরত শয়তান হচ্ছে কর্পাস ক্রিস্টি দিবসে ভেনেজুয়েলার মিরান্দা প্রদেশের সান ফ্রান্সিস্কো দো ইয়ারেতে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠান। সোসিয়েদাদেস দেল সান্টিসিমো (পবিত্র মানুষদের সমাজ) এই অনুষ্ঠানের দায়িত্বে থাকে। এর উল্লেখ ১৮ শতকে পাওয়া গেছে এবং এটি আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো ব্রাদারহুড।

প্রতি কর্পাস ক্রিস্টি দিবসে (পবিত্র বৃহস্পতিবারের পরবর্তী নবম বৃহস্পতিবার) তথাকথিত ‘নৃত্যরত শয়তান'দের দ্বারা একটি ধর্মীয় নাচ হয়। এরা রংবেরঙের জামা পরে থাকে (অধিকাংশেই লাল) ছেঁড়া কয়েক পরত কাপড়, কিম্ভুত কিমাকার মুখোশ, এবং ক্রস, ফুল, বালা উত্যাদি বিভিন্ন ধরনের অলংকার।

এই শয়তানদের দল উপরে থেকে নীচে পদ অনুযায়ী বিভক্ত এবং মূখোশের মাধ্যমে তা বোঝা যায়।

এই বিশেষ অনুষ্ঠানটির অন্য নামও আছে যা অবস্থান অনুযায়ী দেয়া হয় – যেমন নাইগুয়াতার শয়তানেরা অথবা চুয়াউর শয়তানেরা।

টালেন্টো ভেনেজোলানো নামক ব্লগটি এই ঐতিহ্যের কিছু ইতিহাস বর্ণনা করছে:

ইয়ারের নৃত্যরত শয়তানরা শুধু মিরান্ডা প্রদেশ নয় সমগ্র ভেনজুয়েলার জন্যে গর্ব এতে কোন সন্দেহ নাই। এর উৎপত্তি স্প্যানিশদের ঔপনিবেশিক শাষনামলে এবং এটি কবে শুরু হয়েছিল তা নিয়ে ডজনখানেক গল্প রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শয়তানেরা তাদের স্বাস্থ  ও ঐতিহ্য রক্ষার জন্যে প্রতিজ্ঞা করে। কিছুদিনের জন্যে নাচ করা যায় অথবা সারা জীবনের জন্যে; একবার দলের ভেতর ঢুকলে এর নিয়ম ভঙ্গ করলে শাস্তি রয়েছে।

লাস কোসাস দে রোজা ব্লগ এই নাচিয়েদের পোষাক সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করছে:

এই ছোট ঔপনিবেশিক শহরটির শয়তানদের দল আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো এবং হয়ত সবচেয়ে সংগঠিত। লাল শার্ট, প্যান্ট, মোজা এবং স্যান্ডেল এই শয়তানদের পোশাক।  তারা তাদের হাতে একটি ক্রুসও রাখে , একটি রোজারী মালা ও পবিত্র আত্মার একটি মেডেল কারন অন্য কোন মেডেল দিয়ে এর প্রতিস্থাপন সম্ভব নয়। তারা শয়তানের আদলে একটি মারাকা বাদ্যযন্ত্র এক হাতে রাখে এবং একটি চাবুক রাখে আরেক হাতে।

আপনারা একটি ভিডিওতে (স্প্যানিশ ভাষায়) এই ঐতিহ্য দেখতে পাবেন। এছাড়াও হেক্টর রাটিয়া তার ফ্লিকার এলবামে ছবির মাধ্যমে এর বিবরণ দিয়েছেন। বিহাইন্ড দ্যা মাস্ক ব্লগে এ সংক্রান্ত একটি ছবিউপন্যাস আছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .