আফ্রিকা: গ্রীষ্মকালীন ভাবনা (মা দের কথা)

কোন বয়সে আমাদের অনুরাগ জন্মানো শুরু হয় এবং আমরা সন্তান জন্মদানে প্রবৃত্ত হই? ইসাবেলা আঘাত পেয়েছিল যখন তার মেয়ে ক্যাম্প থেকে বাসায় ফিরে জানাল যে সে (ইসাবেলা) নানী হয়েছে:

স্পস্টত:ই অনেক কিছু আমার অগোচরে ছিল! ক্যাম্পে থাকা অবস্থায় তার সন্তান সম্ভবা হওয়া এবং সন্তানের জন্ম দেয়ার কথা নয়!! আমি বুঝতে পারছিলাম না কিভাবে…

হ্যা ইসাবেলার জন্যে বেশী সময় লাগে নি এটি জানতে যে এই নানী হবার ব্যাপারটি কি করে হল: এক বন্ধুর সাথে মিলে তার কন্যা একটি শিশু দত্তক নিয়েছে। তার নাম মিগুয়েল এবং সে ডেমোক্রেটিক রিপাব্লিকের এবং আমি নিশ্চিত সে কঙ্গোর। এটি জানার সাথে সাথেই তার কন্যাকে সে সমর্থন করল। “আমি যখন তার চেয়ে ছয় বছর বড় ছিলাম তখন আমার এ ধরনের ধারণা হয়েছিল। কিন্তু তখন আমাকে সমর্থন করার কেউ ছিল না,” সে লিখেছে।

আশে সালেহ চিন্তা করছে ছেলেমেয়েদের সাথে কি করে যৌনশিক্ষা নিয়ে কথা বলা যায়। এবং সে তার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা হয়েছে:

আমি সেদিন সত্যি কথাটি বলতে গিয়েও বলিনি। কিন্তু আমাদের যে বলতে হবে, বিশেষ করে সততা সম্পর্কে আমাদের সব বক্তব্য এবং মা-বাবা কি ভুলগুলো করেছে। কিন্তু এই পরিস্থিতি আমাকে সেইদিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। মা'র বাড়ি থেকে কলেজে যাবার পর আমি স্বাধীন হয়ে যেতাম। আমিও একজন চিড়িয়া ছিলাম। যৌন-সম্পর্ক ছাড়া থাকতে পারতাম না। আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার যৌন জীবন খুবই ভয়ন্কর এবং অস্বাস্থ্যকর ছিল – আমাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থও করেছিল।

এবং সবশেষে আমি আনন্দের সাথে ঘোষণা করছি: মেয়ে হয়েছে ‘দ্যা গার্ল উইথ ফ্রো‘ এর ব্লগারের (আরেকটি গার্ল উইথ এ ফ্রো?)। এবং সে সবাইকে জানাচ্ছে যে তার পরবর্তী লেখা হয়ত অনেক দেরীতে আসবে।

আমার হয়ত ব্লগে লেখার সময় হবে, কিন্তু আমি বরং আমার মেয়ের দিকে চেয়ে থাকতেই বেশী পছন্দ করব। তার স্বর্গীয় বাবু-বাবু গন্ধ বুকে ভরে নেব এবং আমি ইশ্বরের এই চমৎকার সৃষ্টির উপভোগ করব 🙂

ইশ্বর আমাদের মাদের সহায় হউন- তাদের কোলে নিরাপদে থাকুক ভবিষ্যৎ প্রজন্ম; তাদের কথায় তারা শান্ত থাকুক, তাদের দৃষ্টি তাদের সুরক্ষায় রাখুক; তাদের প্রার্থনা তাদের সঠিক পথে রাখূক; তাদের ইশ্বর তাদের রক্ষা করুক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .