প্যালেস্টাইন: সে ভিডিও ধারণ করে এবং জেতে

মুনা নাওয়াজা একটা সামাজিক জয় পেয়েছে।

বি জেলেম শুটিং ব্যাক প্রোজেক্ট এর দেয়া একটি ক্যামেরা দিয়ে ফিলিস্তিনি নাওয়াজা মুখোশধারীরা কর্তৃক তার পরিবারের সদস্যদের মারার চিত্র ধারণ করেছে, যার সাহায্যে তদন্তের পরে সম্ভাব্য অপরাধীদের ইজরায়েলী পুলিশ গ্রেপ্তার করেছে।

‘অস্ত্র হিসাবে ক্যামেরা’ শীর্ষক লেখায় উরেল হেলম্যান জেটিএর টেলিগ্রাফ ব্লগে লিখেছেন:

“ভেবে দেখুন যদি এই প্রকল্পটি সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়া যায়! যেমন ইজরায়েল এই ধরনের দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, রিয়াদ থেকে কায়রো পর্যন্ত কর্তৃপক্ষ যেসব দুস্কৃতিকারীরা নিরপরাধ আরবদেরকে লক্ষ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

শুধু একটা সম:্যাঃ কেউ আগ্রহী না জানতে এইসব এলাকার লোকদের কে কি করে মারা, হত্যা আর বিকলাঙ্গ করা হয় – আর কিছু ক্ষেত্রে তাদের নিজেদের সরকার এই ধরনের অত্যাচার করে। বি জেলেম বা অন্তত জাতিসঙ্ঘ হয়ত কিছু করবে এই নিরাপরাধদের বাঁচাতে।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .