প্রতিরোধের ১০ বৎসর উদযাপন করছে কলম্বিয়ার সামরিক বিরোধী যুবদল

কলম্বিয়ায় বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের প্রতিবাদ-বার্তা গানের মাধ্যমে ছড়িয়ে দিতে গত ১৭ই মে ইয়ুথ নেটওয়ার্ক আয়োজিত এ্যানতিমিলি সোনোরো (স্প্যানিসে) অনুষ্ঠানের দশম বার্ষিকী পালিত হলো। একটা কনসার্টের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছিলো এবং যুব সংগঠনটির অবাধ্যতা ও নাগরিক প্রতিবাদ আন্দোলনের দশম বর্ষ স্মরণ করতে মে মাসব্যাপী কনফারেন্স, আলোচনা-সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণ ও প্রচারণামূলক ভিডিও ক্লিপ ও কনাসার্টে স্কা ব্যান্ডের একটা ক্ষুদ্র ভিডিও এখানে প্রদর্শিত হলো।

“বিবেকের তাড়নায় আপত্তি” প্রবর্তনকারী আন্তর্জাতিক দিবসে দি ইয়ুথ নেটওয়ার্ক তাদের সেনাবাহিনী বিরোধী উৎসব উদযাপন করেছে। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদান প্রত্যাহারের (স্প্যানিসে) এই পন্থায় ব্যাখ্যা করা হয় যে ব্যক্তি নৈতিকভাবে বিশ্বাস করে যে অন্য একজন মানবকে হত্যা করা উচিত নয়, এমনকি সামরিকবাহিনীর মধ্যেও। গুস্তাবো মনরোর লিখিত স্বীকারোক্তিতে (স্প্যানিসে) সেনাবাহিনী থেকে প্রত্যাহার করে নেয়া তরুনদের বিবৃতি রয়েছে। তাদের নিয়োগ করা হয়েছিলো ইচ্ছার বিরুদ্ধে এবং সেনাবাহিনীতে যোগ না দিতে চাওয়ায় পরবর্তীতে পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। সামরিক বিরোধী গ্রুপের মাইস্পেস ওয়েবসাইটটির এই ইংরেজী নিবন্ধটিতে তাদের উদ্দেশ্য ও বিশ্বাস খুঁজে পাওয়া গেছে।

প্রথমতঃ এই বছরের কনসার্টের আমন্ত্রণ, ইংরেজী সাব টাইটেলসহঃ

অনুষ্ঠানের প্রচারণার জন্য ইউটিউবের একটা ভাইরাল ক্যাম্পেইনঃ

পরিশেষে, সেলফোনে রেকর্ড করা কনসার্টে রন ড্যামন স্কা ব্যান্ডের “দি নেইবার” গানটির ভিডিও দেয়া হলো। হেই, যদি ভাল লেগে থাকে, পেছনের লিংকগুলো অনুসরণ করে এমটিভি ল্যাটিন আমেরিকার রিয়েলিটি কনটেস্ট শো’ পেয়ে যাবেন এবং তাদের একটা ভোটও দিতে পারেন।

চটজলদি একটা কথা মনে করিয়ে দেই যে এসব সহ গ্লোবাল ভয়েসে প্রদর্শিত অন্যান্য নাগরিক মিডিয়া ভিডিও আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলেও পাওয়া যায়। আমাদের কাছে নাগরিক মিডিয়া ভিডিও পাঠাতে সংশয় বোধ করবেন না। এমন কিছু পেয়েছেন যা আমাদের সাইটটির মাধ্যমে ছড়িয়ে দিতে চান সে সম্বন্ধে দু কলম লিখে একটা লিংক এখানে রেখে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .