সার্বিয়া: সমকামীতা বিরোধীদের বিরুদ্ধে আর্ন্তজাতিক দিবস

গত ১৭ই মে সমকামীতা বিরোধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস নিয়ে সার্বিয়ার একটি নারী সমকামী অধিকার সংস্থা লেবরিস একটি বক্তব্য প্রচার করেছে। জেসমিনা তেসানোভিক, সার্বিয়ার একজন রাজনৈতিক কর্মী এবং লেখক, তার বি ৯২ ব্লগে সেই বক্তব্য আবার ও তুলে ধরেন। নীচে সার্বিয়ান ভাষা থেকে অনুবাদ:

সার্বিয়ান চিকিৎসাশাস্ত্র সমিতি: সমকামীতা কোন অসুস্থতা নয়

সার্বিয়ান চিকিৎসা-শাস্ত্র সমিতির মতে সমকামীতা কোন অসুস্থতা নয় । লেবরিস এর পক্ষ থেকে একটি অনুরোধ করা হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর ঘোষণাটি পড়ে দেখতে এবং তা থেকে তারা এই মন্তব্য করেন।
১৭ই মে সমকামীতা নিয়ে ভীতুদের বিরুদ্ধে আর্ন্তজাতিক দিবসের অংশ হিসেবে – লেবরিস এর “আপনি কি সমকামীতা নিয়ে ভীত?” কার্যক্রম সার্বিয়ার চিকিৎসা-শাস্ত্র চেম্বারের এবং ভবিষ্যৎ‍‌ স্বাস্থ্য মন্ত্রীর সমালোচনা করেছে। লেবরিস আসা প্রকাশ করেছে যে নতুন মন্ত্রী খুব দ্রুত ঘোষণা করবেন যে সমকামীতা অসুস্থতা নয়। লেবরিস আরো আশা প্রকাশ করেছে যে, সার্বিয়ান চিকিৎসা-শাস্ত্র চেম্বার লিংগ বৈষম্য রোধে একটি নীতি মালা গ্রহণ করবে এবং চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণ প্রতিরোধ করবে।

আমরা স্মরণ করছি যে লেবরিস – নারী সমকামীদের অধিকার সংস্থা- নিরবচ্ছিন্ন ভাবে, বিশ্বস্বাস্থ্য সংস্থার এই বক্তব্যের সঙ্গে সার্বিয়ার অনেক সংস্থা এমন কি স্বাস্থ্য মন্ত্রণালয়কে একমত করার চেষ্টা করছে। এর মধ্যে এরকম একটি দেশীয় সংস্থা এসএমএ হু-এর সঙ্গে মতৈক্য ব্যক্ত করেছে। এই ভাবে, লেবরিস প্রত্যাশা করে অন্যান্য প্রতিষ্ঠান গুলো তাদের সাথে যোগ দিয়ে সমকামীতা নিয়ে পূর্ব সংস্কার দূর করতে চায়। ১৭ই মে নারী এবং পুরুষ সমকামী অধিকারের পদোন্নতির দিন, কারণ ১৯৯০ সালের এই দিনটিতে সমকামীতাকে মানসিক অসুস্থতার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছিল।

ড্রাগানা ভুকোভিচ
লেবরিস-সার্বিয়া নারী সমকামীদের মানবিক অধিকার সংস্থা
বেলগ্রেড, সার্বিয়া প্রজাতন্ত্র
ই-মেইলঃ lobi@labris.org.yu
টেলিফোন : + ৩৮১ ১১ ৩৩৪ ১৮৫৫, + ৩৮১ ১১ ৩৩৪ ৭৪০১
ই-মেইল: labris@labris.org.yu
টেলিফোন/ফ্যাক্স: + ৩৮১ ১১ ৩২২৫ ০৬৫
মোবাইল: +৩৮১ ৬৩ ৮ ৫১৩ ১৭০
ওয়েব: www.labris.org.yu

ডন গ্রীটার মন্তব্য করেন:

আমি তাদের পদক্ষেপ নেয়ার জন্য আনন্দিত, কিন্তু আমি নিশ্চিত যে তাদেরকে অন্যরা আক্রমণ করবে। আমার মনে হয় যে তারা সাহসিকতার সাথে এই বক্তব্যটি প্রকাশ করছে, বিশেষ ভাবে যখন এটাই অজানা যে কে এই উদ্যোগ নেবে। [কয়েকদিন আগে ১১ই মের নির্বাচনের পর, নতুন সরকার এখনও ক্ষমতা গ্রহণ করেননি।]

ড্রাগো কোভাসেভিচ, ডনগ্রীটার এর মন্তব্যের উত্তরে বলেন:

মনে হয় কোন শক্তিশালি আক্রমণ হবে না । কেননা সবাই ডাক্তারদের ভয় পায়, কারণ সবাইকেই ডাক্তারের কাছে যেতে হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .