গ্লোবাল ভয়েসেস গণস্বাস্থ্য সম্পাদক খুঁজছে

গ্লোবাল ভয়েসেস একজন গণস্বাস্থ্য সম্পাদক খুঁজছে।

কাজ: গণস্বাস্থ্য সম্পাদক সাপ্তাহিক আর্টিকেল লিখবেন গ্লোবাল ভয়েসেসে যা সাম্প্রতিক উন্নয়নশীল দেশের গণস্বাস্থ্য আর মানবাধিকার বিষয় যা বিভিন্ন সিটিজেন মিডিয়া যেমন ব্লগ, পডকাস্ট আর ভিডিও ব্লগে প্রকাশিত হয়েছে তা তুলে ধরবে। তিনি বাকি গ্লোবাল ভয়েসেস সম্পাদকীয় কর্মীদের সংসর্গে কাজ করবেন (ব্যবস্থাপনা, আঞ্চলিক আর ভাষার সম্পাদক) আর আশা করা হবে যে তিনি নিয়মিত অনলাইন সম্পাদকীয় মিটিং এ অংশগ্রহণ করবেন।

যেহেতু গ্লোবাল ভয়েসেস একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান, তাই গণস্বাস্থ্য সম্পাদককে তার বর্তমান অবস্থান পরিবর্তন করতে হবে না। তবে এই কাজ করার জন্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তার কাজের মধ্যে থাকবে:

  • বর্তমান সিটিজেন মিডিয়া বলয়ে উন্নয়নশীল দেশের গনস্বাস্থ্যের উপর ব্লগ, পডকাস্ট আর ভিডিওব্লগ খুঁজে বের করা।
  • গ্লোবাল ভয়েসেসের পাঠকদের কাছে তুলে ধরা যা কি করে স্বাস্থ্যকমীরা সিটিজেন মিডিয়াকে ব্যবহার করছেন গণস্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য।
  • রাইজিং ভয়েসেসের সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত সিটিজেন মিডিয়া প্রসার অনুদান প্রতিযোগিতায় নির্বাচিত ব্যক্তি বা সংস্থাদের স্বাক্ষাতকার নেয়া আর পরিচয় করানো।
  • গণস্বাস্থ্য ব্লগার আর সাংবাদিক যারা এই ধরনের গল্পের উপর রিপোর্ট করতে চায় তাদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করা।
  • এটি একটি খন্ডকালীন কাজ যার জন্যে পর্যাপ্ত সম্মাননা (বেতন) রয়েছে, এমন কারো জন্য যিনি উন্নয়নশীল দেশের স্বাস্থ্যকমীদের আওয়াজকে তুলে ধরতে চান। যারা সিটিজেন মিডিয়াতে কাজ করছেন তাদের জন্যে এটি বিশ্বের ব্লগার সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ারও একটা খুব ভালো সুযোগ।

    যোগ্যতা: যোগ্য প্রার্থীর একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী থাকবে আর সিটিজেন মিডিয়া আর গণস্বাস্থ্য উভয় ক্ষেত্রেই পর্যাপ্ত অভিজ্ঞতা থাকবে। ইংরেজী ভাষায় লেখা আর সম্পাদনার যোগ্যতা অবশ্যই লাগবে আর সমসাময়িক ও আধুনিক কিছু প্রযুক্তি্, ওয়েবসাইট আর বিশ্ব সিটিজেন মিডিয়ার কিছু ধারার সাথে পরিচিত থাকা খুবই জরুরী। আশা করা হবে বিশেষ করে সাব সাহারান আফ্রিকা, পূর্ব ইউরোপ আর মধ্য এশিয়া সম্পর্কে পরিচিতি থাকবে। তার স্বাধীনভাবে দায়িত্বের সাথে কাজ করার ক্ষমতা থাকবে যা শুধু দূর থেকে পরিচালনা করা হবে।

    মূলত: ইংরেজী ছাড়া আর একটি ভাষায় লেখা আর পড়ার তার ক্ষমতা থাকবে আর অন্য কয়েকটা ভাষায় কাজ চালাবার মতো যোগ্যতা। আমেরিকা আর পশ্চিম ইউরোপের বাইরের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

    আবেদন করতে আপনার সিভি আর আগ্রহের কারন ব্যাখ্যা করে একটি চিঠি দয়া করে outreach@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠান। আবেদন পাঠাবার শেষ তারিখ ২৪শে মে ২০০৮।

    আলোচনা শুরু করুন

    লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

    নীতিমালা

    • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .