কিউবা: রাউল রাষ্ট্রপতি হওয়ায় প্রতিক্রিয়া

কিউবান ব্লগাররা রাউল কাস্ট্রো (প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ট্রোর ভাই) রাষ্ট্রপতি হওয়ায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এইভাবে….বাবালু ব্লগ: “আমাদের নতুন বসকে স্বাগত জানান, আগের বসের মতই তিনি।” চাইল্ড অফ দ্যা রেভল্যুশন: “নবীনদের বাদ দিয়ে ৭৬ বছর বয়সী একজন কট্টর পন্থীকে (হোসে রামন মাচাদো)  রাষ্ট্রের দুই নম্বর ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনোনয়ন দেয়া আরও বিস্ময়ের সৃষ্টি করেছে।” আনকমন সেন্স: “যারা মনে করে যে তার (রাউলের) নির্বাচন কিউবায় সত্যিকারের পরিবর্তন আনবে… তাদের জন্যে বাস্তবতা হচ্ছে আসলে তেমন কোন পরিবর্তন হবে না।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .