বাহরাইনঃ জর্জ বুশ নৃত্য পরিবেশন করলেন

সম্প্রতি মধ্যপ্রাচ্য ভ্রমণের অংশ হিসাবে জর্জ বুশ বাহরাইনও সফর করেন যা ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্টের প্রথম দেশটিতে পদার্পন।

মাহমুদ প্রত্যাশার কথা জানাচ্ছেনঃ

বুশ শহরে আসছেন।
সম্ভবত তিনি উপসাগরে ভাসমান কোন বৃহৎ জলজান থেকে, যার রহস্যপূর্ণ দৃশ্য দেখেছে ইরানিয়ানরা, একটা হেলিকপ্টারে চড়ে জুফেয়ারের নৌঘাটিতে পদার্পন করবেন, করমর্দন করবেন, এক দঙ্গল বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে ঘুরবেন এবং তাদেরকে নিশ্চিত বোঝাবেন যে আই-রান তাদের ও বিশ্বের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ, এবং অত:পর আমেরিকান ঘাটি বিস্তৃত করার জন্য এবং তাদের আকাশ সুবিধাসহ অন্যান্য সুবিধা কাজে লাগিয়ে আই-রানিয়ানদের শান্ত করার দিক নির্দেশনা দেবেন, তার নমুনা স্বরূপ যেমন ১০,০০০ এলবিএস বোমা তাক করা আছে সামরিক ও বিপজ্জনক জায়গাগুলোকে লক্ষ্য করে, এসবই জানাবেন।
ইজি পিজি। আমাদের পক্ষের কেহই আঘাতপ্রাপ্ত হবে না, আই-রাকের মত।
অন্দর-বাহিরের খেলা। এমনটি নির্ধারিত ও নিশ্চিতভাবেই বুড়ো বুশ তাকে এই করতে বলেছেন। এরপরেই কেবল ফিলিস্তিন থেকে আফগানিস্থান পর্যন্ত চাঁদ প্রতীক ধ্বংষ করার স্বপ্ন সার্থক হাতে পারে পরবর্তীতে যা বুশিস্তান নামে পরিচিত হবে।

ট্রাফিক জ্যামের কাহিনী

অধিকাংশ ব্লগাররা একটা ইস্যু নিয়ে নিবিষ্ট ছিল। বাহরাইনে বসবাসকারী একজন আমেরিকান স্কারলেট সিন বিষয়টি দেখেছেন এভাবেঃ

বাহরাইনে একজন বিশেষ অতিথি ছিলেন গতকাল ও আজ।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ – ডুবিয়া। কন্ডিও আছেন। … আজকে সকালে ডুবিয়ার জন্য আনন্দিত হইনি। ব্যক্তিগত ভাবে তিনি আমাকে অফিসে পৌঁছুতে চল্লিশ মিনিট দেরী করিয়ে দিয়েছেন। তার মানে আমার ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে হয়েছে প্রায় দেড়ঘন্টায়। জীবনে কখনও ভাবিনি বাহরাইনের থাকার পরেও – আমেরিকার প্রেসিডেন্ট ও আমার নিজের দেশের প্রেসিডেন্ট এত সরাসরিভাবে আমার জীবনে প্রভাব ফেলবে। কিন্তু তাই ঘটেছে।
এটা নিশ্চিত এমনটি সে করতে চায় নি।
কিন্তু জিসাস, সব অসংগঠিত সড়কগুলো ব্লক করা ছিল (পড়ুনঃ পুলিশ কর্তৃক ব্লক)। কাজেই আয়তনে ওয়াশিংটন ডিসির মত একটা দেশ যার মূলত: প্রধান সব হাইওয়ে এবং সংযোগ সড়ক হয়ে পড়েছিল পার্কিং লট …. অফিসের ব্যস্ত সময়ে।

রেডবেল্ট ও হতাশ হয়ে পড়েছিলেন; তিনি একটা কাল্পনিক সমাধান দিয়েছেন (নিজেদের ঝুঁকিতে চেষ্টা করতে হবে):

আজ সকালটা ছিল সড়কযাত্রীদের জন্য সবচেয়ে ভয়ংকর, ট্রাফিকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে। আমার কাজ শুরু হয় সকাল আটটায় এবং সাধারণত আমি সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়ে অফিসে সময় মত পৌঁছে যাই, মাঝেসাজে বড়জোর পাঁচ মিনিট দেরী হয়। কিন্তু আজ নটা তেরোতে পৌছেছি – ধরি একটা কারণ হল খুব বৃষ্টি হয়েছে, এবং বাহরাইনিরা সাধারণত ড্রাইভিং এর চেয়ে ভেজা রাস্তায় স্কেটিং করতে বেশি পছন্দ করে, যার জন্য প্রত্যেকেই খুব সতর্কভাবে গাড়ী চালাচ্ছিল।
দ্বিতীয় কারন, আসল কারণ? জর্জ ডব্লিউ. বুশ ….. চারদিকের সড়কগুলো ব্লক করা, নিরাপত্তার কারণে (যা বুঝলাম) গাড়ীগুলোকে নির্দিষ্ট কিছু রুটে ঘুরিয়ে দেয়া হয়েছে অথবা একই কারণে কিছু সড়ককে মুক্ত রাখা হচ্ছে .. আদপে জর্জ ডব্লিউ পুরো দিন টাই মাটি করে দিয়েছেন।
আশ্চর্য জনক বটে, মাত্র তিনি তার উপস্থিতি দিয়েই এভাবে সব কিছু নষ্ট করতে পারেন! তার চারপাশে ধ্বংসের একটা কিছু থাকে মনে হচ্ছে! সে যাই হোক, আমি এমন মূহূর্তের জন্য একটা নিনটেনডো ডিএস জাতীয় গেম খেলার পরামর্শ দেই যা সময়মত রেসপন্স দাবী করে না (ফিনিক্স রাইট অথবা পোকোমনেও চলবে যেহেতু এসবগুলোই টার্ন বেইজড) এবং এরপর চলতে থাকুন নিশ্চিন্তে। এই পদ্ধতি ডুবিয়ার দল না ভাগা পর্যন্ত সময় কাটাতে সাহায্য করবে।

একই সুরে নৃত্য

একটা অনুষ্ঠানে বাইরাইনের রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা যখন প্রেসিডেন্ট বুশকে একটা তরবারী উপহার দিলেন তখন বুশ ট্রাডিশনাল ঢঙে খানিক নৃত্য পরিবেশন করলেন। আম্মার যা দেখে ভীষণ উত্তেজনা অনুভব করেছেন, তিনি লিখেছেনঃ

তিনি আসলেন এবং এত তাড়াতাড়ি চলে গেলেন যে আমরা বুঝতেও পারলাম না। অবশ্য যেটুকু টের পাওয়া গেছে তাও সম্ভব হত না যদি না আজ সকালে ভয়াবহ ট্রাফিক জ্যাম লাগতো! প্রতিটি সড়কই মনে হয় ব্লক করা হয়েছিল বুশের নিরাপত্তার জন্য এবং আমাদের সবারই শেষ পর্যন্ত এক ঘন্টার মত দেরী করিয়ে দিয়েছে। তবে বুশের ভ্রমণের সবচেয়ে বড় লাভ হচ্ছে তরবারী নিয়ে তার শিশুসুলভ হাসিতে প্রদর্শিত নৃত্য শৈলী (কিছুটা ঐতিহ্য গত ঢঙে) দেখা। আসলেই মনে হচ্ছিল কোন শিশুকে প্রথম একটি ঝুমঝুমি ধরিয়ে দেয়া হচ্ছে।

মাহমুদ ও একইভাবে বিনোদিত, তিনি বলেছেনঃ

খুবই আমোদ লেগেছে বুশকে আমাদের রাজার সাথে ‘আরধা’ নাচ নাচঁতে দেখে! ভদ্রলোক এমন ভাবে তরবারী বের করলেন মনে হলো তিনি এর জন্যই জন্মেছেন। শেষ অবধি হলেও বুশ এমন কাউকে পেলেন যে তার মধ্যে কিছু সংস্কৃতি ঢোকাতে পারলেন।

বৃহৎ দৃশ্যপট

সোউলসার্চ আমাদের অন্যান্য বিষয় মনে করিয়ে দিচ্ছেনঃ

রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট বুশ বাহরাইনে এসে আমাদের সম্মানিত করেছেন এবং ইসরাইলের দিকে শান্তির একটা হাত বাড়াতে আহবান জানিয়েছেন। আআআআহ, অসহায় হুমকীগ্রস্ত ইসরাইলিদের সত্যি সত্যি আমাদের নিকট থেকে সাহায্য নেয়ার দরকার পড়েছে! দুষ্ট দুষ্ট ফিলিস্তিনীদের তাদের এত ভীত করে রাখে যে তাদের সব পার্টিতেই ফায়ার-ক্রাকার্স ছুড়ে আমেজটাই নষ্ট করে দেয়।
দুঃখিত মিঃ প্রেসিডেন্ট। আপনি সবকিছুই ভুল করছেন।
তরবারী বেশ ভালভাবেই ধরেছেন। ভালভাবেই জানেন এসব যুদ্ধ থেকে কিভাবে কামাতে হয় ….। আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে ফিলিস্তিনীরা বিগত ষাট বছর যাবৎ ঘরছাড়া। তারা বিশ্বব্যাপীই রাষ্ট্রছাড়া, অধিকৃত ভূখন্ডে তাবুতে বসবাস করছে, অন্যদিকে ইসরাইলীরা দখলকৃত ভূখন্ডে বসতী স্থাপন বাড়িয়েই চলছে।

অন্যদিকে হায়াত তার দেশের বিষয় নিয়ে চিন্তিত। তিনি লিখেছেনঃ

ভাবছিলাম বুশের সফরের কারণে আমাদের দেশের বাজেট ক্ষতিগ্রস্ত হবে কিনা, যে পরিমাণ সফরসঙ্গী তার সাথে! শেখের প্রাসাদ, শেখ ও তার পরিবারের প্রতিদিনরজনীর সাজসজ্জা, আপ্যায়ন, অন্যান্য সুবিধা এবং বিলাসী জীবন যাপনের অর্থ কোথা থেকে আসে – যেখানে এই দেশেই এমন জনগন আছে যারা একটা রুটি পর্যন্ত কিনতে পারে না!

উন্মুক্ত আলোচনা

ডেজার্ট ব্লুম এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন, তিনি লিখেছেন:

অনেক আরবই বলছেন যে আমাদের নেতারা (বুশের সফর করা দেশগুলির) কম পৌরুষদীপ্ত, সাহস ও শক্তির অভাব আছে। আরব নেতাদের তার সাথে সাক্ষাৎ করা উচিত নয় বরং তার সাথে এবং তাকে সমর্থনকারী বাকী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। যে সমস্ত মানুষ এই ভাবছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সত্যিই কি আপনি সিরিয়াস? ইসলাম কি এই শিক্ষাই আপনাদের দিয়েছে? আমাদের নবী সাঃ ছিলেন বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ মানুষ। তাহলে সমস্ত মুসলিম কেন উল্টো করবে? যদি ভিন্ন একটা প্রান্তের সাথে কথা বলার সুযোগ আসে তবে কেন সেটা ব্যবহার করবে না?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .