ফ্রি এক্সেস প্লাস: ওয়েব ২.০ সেন্সরশীপ পাশ কাটানোর উপায়!

ইরানী ডেভেলপার মোহাম্মদআর ফ্রি এক্সেস প্লাস নামে একটি ফায়ারফক্স এক্সটেনশন ছেড়েছেন যা ফায়ারফক্স ব্রাউজারকে একটি প্রক্সিতে রূপান্তরিত করে এবং সেন্সরকৃত ওয়েব ২.০ অ্যাপ্লিকেশন যেমন ইউটিউব, ডেলিশাস, ফ্লিকার, টেকনোরাতি, ফ্রেন্ডস্টার, লাইভ জার্নাল, মাই স্পেস, হাই৫ এবং অন্যান্যদেরকে ব্যান এড়িয়ে ব্যবহার করার সুযোগ দেয়।

এটি আরেক ইরানী হামেদ সাবেরের এক্সেস ফ্লিকার ফায়ারফক্স এক্সটেনশন এর উপর ভিত্তি করে নির্মিত। ‘এক্সেস ফ্লিকার'টি উদ্ভাবন করা হয়েছিল ইরান এবং আরও বেশ কিছূ দেশে বলবৎ জনপ্রিয় ছবি সংক্রান্ত ওয়েবসাইট ফ্লিকারের উপর ব্যানকে পাশ কাটানোর জন্য।

মোহাম্মদআর ইরানী ব্লগোস্ফিয়ারে ফ্রি এক্সেস প্লাস এর সাড়া দেখে সন্তুষ্ট। ডিগের ইরানী সংস্করণ বালাটারিন ওয়েবসাইটে (ফার্সী ভাষায় এটির অর্থ সর্বোচ্চ ) ফ্রি এক্সেস প্লাস কে প্রশংসা করে একটি পোস্ট ইতোমধ্যে ২৩টি ভোট পেয়েছে। ওই পোস্টে বলা হয়েছে যে এই এক্সটেনশনটি “যাদু দেখাচ্ছে“।

মোহাম্মদআর গ্লোবাল ভয়েসেস এডভোকেসীকে জানাচ্ছেন কিছু প্রথম সারির ইরানী ব্লগার এই এক্সটেনশন সম্পর্কে আগেই লিখেছিল যখন মজিলা এডঅনস সাইটে এটি যোগ করা হয়নি। “প্রথম একমাসে ফ্রি এক্সেস প্লাস মাত্র দেড়শ বার ডাউনলোড করা হলেও এর প্রকাশের একমাসের মধ্যেই প্রায় সাড়ে তিন হাজারবার এটি ডাউনলোড হয়েছে” তিনি যোগ করেছেন।

মোহাম্মদআর জানিয়েছেন যে এটি ইনস্টল করা বেশ সহজ। শুধু এখানে যান “https://addons.mozilla.org/en-US/firefox/addon/6139“ এবং পাতার নিচের দিকে “Install Now” বাটন ক্লিক করুন। এটি আরেকটি উইন্ডো খুলবে যেখানে আবার আপনার অনুমোদন চাইবে। “Install Now” বাটন আবার ক্লিক করুন। এরপর আপনাকে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে এটি কার্যকর করার জন্যে।

তাই ফায়ারফক্স ব্রাউজার দিয়ে শুধু ইন্সটল করে নিন এবং ব্রাউজারটি রিস্টার্ট করুন, বাকিটা আপনাআপনি হবে। আপনি ইউটিউব, ফ্লিকার, মাই স্পেস এবং আরও অন্যান্য সাইট (এডঅন সাইটে সাইটগুলো লিপিবদ্ধ রয়েছে) বাধা ছাড়া উপভোগ করতে পারবেন।

ফ্রি এক্সেস প্লাস এর বর্তমান সংস্করণটিতে তালিকা বহির্ভূত ওয়েবসাইট যোগ করা যায় না। মোহাম্মদআর বলেছেন যে পরবর্তী সংস্করণে এই ফিচারটি অন্তর্ভুক্ত থাকবে – সম্পাদন যোগ্য তালিকা। তিনি আশা প্রকাশ করেছেন যে এটি ব্যবহার করে তার দেশের লোকেরা স্যোশাল ওয়েবকে লক্ষ্য করে সেন্সরশিপ গুলোকে পাশ কাটাতে পারবে। তিনি বলেছেন “অনেক ইরানী ব্লগাররাই এতদিন অখুশী ছিল কারন বেশ কিছু এধরনের স্যোশাল ওয়েবসাইটগুলো অযৌক্তিকভাবে ব্যান থাকাতে”।

পুনশ্চ: ওয়েব ২.০ সেন্সরশীপ এবং এন্টিসেন্সরশীপ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে দয়া করে আমাদের এক্সেস ডিনাইড ম্যাপ দেখূন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .